Advertisment

Shah Rukh Khan hugs Jos Buttler: এই জন্যই তিনি কিং! নাইটরা হারলেও ইডেনে বাটলারের জন্য যা করলেন শাহরুখ… বুক ভিজিয়ে দেবে, দেখুন

Shah Rukh Khan hugs Jos Buttler: দলের ম্যাচ বলে গ্যালারিতে হাজির ছিলেন শাহরুখ এবং কোং। তাঁর দলের সুনীল নারিন যখন দুর্দান্ত সেঞ্চুরি করেন, সেই সময়ও শাহরুখকে উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা যায়। টানটান উত্তেজনার মধ্যে পরে ব্যাট করে ম্যাচ ছিনিয়ে নেয় রাজস্থান। সৌজন্যে বাটলার। আর, ক্রিকেটটা যে একটা খেলা। এর মধ্যে স্পোর্টসম্যানশিপটাই প্রধান, সেটা বুঝিয়ে শাহরুখ এরপর বাটলারকে আলিঙ্গন করেন। তাঁকে এই দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shahrukh Khan, Jos Buttler

Shahrukh Khan-Jos Buttler: বাটলার একাই দায়িত্ব নিয়ে ম্যাচে রয়্যালসদের জিতিয়ে দিয়েছেন। (এক্সপ্রেস ফটো পার্থ পাল)

Shah Rukh Khan appreciates Jos Buttler's innings: তাঁর দল কেকেআর হেরেছে। তারপরও ম্যাচের নায়ক রাজস্থান রয়্যালসের জোস বাটলারকে অভিনন্দন জানালেন ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খান। তা-ও আবার শুধু দূর থেকে নয়। সরাসরি মাঠে গিয়ে বাটলারকে তিনি জড়িয়ে ধরলেন সবার সামনে। মঙ্গলবারের ইডেনে বাটলারের কাঁধে ভর দিয়েই রাজস্থান কেকেআরের ২২৩ রান সীমা অতিক্রম করেছে। ওপেন করতে নামা বাটলার গোটা ম্যাচে অপরাজিত থেকেছেন ১০৭ রানে।

Advertisment

দলের ম্যাচ বলে গ্যালারিতে হাজির ছিলেন শাহরুখ এবং কোং। তাঁর দলের সুনীল নারিন যখন দুর্দান্ত সেঞ্চুরি করেন, সেই সময়ও শাহরুখকে উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা যায়। টানটান উত্তেজনার মধ্যে পরে ব্যাট করে ম্যাচ ছিনিয়ে নেয় রাজস্থান। সৌজন্যে বাটলার। আর, ক্রিকেটটা যে একটা খেলা। এর মধ্যে স্পোর্টসম্যানশিপটাই প্রধান, সেটা বুঝিয়ে শাহরুখ এরপর বাটলারকে আলিঙ্গন করেন। তাঁকে এই দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানান।

ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক বাটলার মাত্র ৬০ বলে ১০৭ করেছেন। মেরেছেন ৬টি ছক্কা এবং ৯টি বাউন্ডারি। বিপক্ষ দলের মালিক শাহরুখের প্রশংসা পেয়ে রীতিমতো রোমাঞ্চিত বাটলারও। যে দলকে হারালেন, সেই প্রতিপক্ষের থেকে এভাবে অভিনন্দন প্রাপ্তির আশা বাটলার করেননি। এবারের আইপিএলে শুরু থেকেই দেখা যাচ্ছে, কেকেআরের ম্যাচ থাকলেই গ্যালারিতে শাহরুখ থাকছেন। কখনও সখনও তাঁর সঙ্গে থাকছেন কন্যা সুহানা, ছেলে আব্রামও।

মঙ্গলবারের ম্যাচে রয়্যালসদের বিগ হিটার রোভম্যান পাওয়েল ১৭তম ওভারে সুনীল নারিনের বলে বোল্ড হন। রাজস্থান সেই সময় সাত উইকেটে ১৭৮। যা দেখে অনেকেই ভেবে বসেছিলেন, এই বোধহয় রাজস্থান হেরেই গেল। কিন্তু, ক্রিকেটদেবতা বাটলারের সঙ্গে ছিল। গোড়া থেকে তিনি যেভাবে দলের অবস্থান ধরে রেখেছিলেন। সেভাবেই শেষ পর্যন্ত নিজের সেরা খেলাটা চালিয়ে ম্যাচ টানটান উত্তেজনার মধ্যে বের করে নেন বাটলার। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়েই তিনি শেষ ৩ ওভারে ৪৬ রান সংগ্রহ করে নেন।

আরও পড়ুন- তেতো বড়ি হজম করতে হল! ২ উইকেটে হেরে হতাশায় মাঠেই ভেঙে পড়লেন ক্যাপ্টেন শ্রেয়স

এবারের আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়, অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ককে পিটিয়ে বাটলার ১৮ রান নিয়ে নেন। ছাড় পাননি হর্ষিত রানাও। মঙ্গলবারের জয়ের আগে লিগ তালিকায় প্রথম স্থানে ছিল রাজস্থান। দ্বিতীয় স্থানে কেকেআর। মঙ্গলবারের জয়ের পর রাজস্থান আরও এগিয়ে গেল। দ্বিতীয় স্থানে থাকা কেকেআরের সঙ্গে তাদের দূরত্ব বাড়াল।

KKR Rajasthan Royals Kolkata Knight Riders IPL Shah Rukh khan IPL 2024
Advertisment