Advertisment

Gambhir on Shah Rukh Khan: আমার জীবনের সেরা মালিক শাহরুখ-ই! গম্ভীরের সেরার সেরা প্রশংসার সার্টিফিকেট এবার কিং খানকেই

Gautam Gambhir as KKR mentor: জুহি চাওলা ও জয় মেহতার পাশাপাশি শাহরুখ খান কেকেআরের অন্যতম মালিক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shahrukh Khan, Gautam Gambhir

Shahrukh Khan-Gautam Gambhir: গৌতম গম্ভীর কেকেআরের অধিনায়কও ছিলেন। (ছবি- টুইটার)

Shah rukh Khan and Gautam Gambhir: কেকেআরের মালিক শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ দলের মেন্টর গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন, একসময় তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, শাহরুখই তাঁকে বাধা দেন। কেকেআরের মালিক শাহরুখ তাঁকে বলেন, 'তুমি যাবে না।'

Advertisment

কেকেআরের সবচেয়ে সফল অধিনায়ক গম্ভীরকে এবারের আইপিএলের ঠিক আগে দলের পরামর্শদাতা বা মেন্টর নিযুক্ত করা হয়েছে। দুবাইয়ে আইপিএলের মিনি নিলামে দেখা গিয়েছে, গৌতমের সঙ্গে কথা বলেই খেলোয়াড় কেনার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছেন কেকেআর কর্তারা। গৌতমকে মেন্টর নিযুক্ত করা নিয়ে কেকেআরের সিদ্ধান্তটা তাদের রীতিমতো কাজে লেগেছে। এবারের আইপিএল প্রতিটা মুহূর্তে দেখাচ্ছে যে কেকেআরের সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে রীতিমতো বদলে দিয়েছেন ২০১১ সালে একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য গম্ভীর।

গম্ভীর যখন ক্যাপ্টেন, সেই সময় নারিন এবং রাসেল কেকেআরে যোগ দিয়েছিলেন। বেশ কয়েকবছর তাঁদের আইপিএল খেলা হয়ে গেল। কিন্তু, এর আগে তাঁদের থেকে এবারের মত এত ভালো পারফরম্যান্স পায়নি কেকেআর। সেই নারিন এবছর কেকেআরের ব্যাটিং ওপেন করছেন। কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রহকারী। শুধু তাই নয়, অরেঞ্জ ক্যাপের ষষ্ঠ দাবিদার। ছয় ম্যাচে করেছেন ২৭৬ রান। তার মধ্যে আছে একটি সেঞ্চুরি (১০৯ রান) এবং একটি অর্ধশতরান। মিডল অর্ডারে রাসেলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ছয় ম্যাচে তুলেছেন ১২৮ রান।

নারিন এবং রাসেল যাঁর কৃতিত্বে বদলে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে, সেই গম্ভীর সম্প্রতি সাইরাস ব্রোচারের সঙ্গে কথা বলার সময় শাহরুখ খানের ব্যাপারে মুখ খুলেছেন। আর, তখনই কেকেআরের অন্যতম মালিক শাহরুখের অকুণ্ঠ প্রশংসা করেছেন। গম্ভীর জানিয়েছেন, তিনি যখন কেকেআরে খেলতেন, সেই সময় একবার খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি ভেবেছিলেন প্লেয়িং ইলেভেন থেকে সরে যাবেন। কিন্তু, শাহরুখ সেই সময় তাঁর পাশে দাঁড়ান বলেই দাবি করেছেন গম্ভীর।

গম্ভীর বলেছেন, 'শাহরুখ খান আমার দেখা সেরা ফ্র্যাঞ্চাইজি দলের মালিক। একবার আমি খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একটাও রান করতে পারিনি। আমি সাত বছর কেকেআরের অধিনায়কত্ব করেছি। সেই সময় আমি শাহরুখের সঙ্গে কথা বলি। বলেছিলাম যে আমি সরে যেতে চাই। উনি বলেছিলেন, যেও না। যতদিন পার, এখানে খেল। প্লেয়িং একাদশে থাকবে কি না, সেটা তোমার সিদ্ধান্ত।'

আরও পড়ুন- কোহলির ব্যাট ভেঙে দিলেন রিঙ্কু! লজ্জার মাথা খেয়ে আবারও বিরাটের কাছে নাইট তারকা

গম্ভীর বলেন, 'এত বড় মাপের একজন ব্যক্তি, আমার ওপর আস্থা রাখছেন। আমাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিচ্ছেন। আমার ওপর বিশ্বাস রাখছেন। সেটাই আমার মনোবল বাড়িয়ে দিয়েছিল।' জুহি চাওলা ও জয় মেহতার পাশাপাশি শাহরুখ খান কেকেআরের অন্যতম মালিক। কলকাতা নাইট রাইডার্স ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছে। এবছরের আইপিএলের ম্যাচগুলোতে শাহরুখকে মেয়ে সুহানার সঙ্গে নিয়মিত দলের খেলার সময় গ্যালারিতে দেখা যাচ্ছে।

Gautam Gambhir KKR Kolkata Knight Riders IPL Shah Rukh khan IPL 2024
Advertisment