IPL 2024 kolkata knight riders vs sunrisers hyderabad, Shah Rukh Khan: কয়েকদিন আগেই পিএসএল ফাইনালে শিরোনামে উঠে এসেছিলেন ইমাদ ওয়াসিম। ইসলামাবাদ ইউনাইটেডকে দুরন্ত খেলে ফাইনালে জেতানোর পর ইমাদ ড্রেসিংরুমে ধরা পড়েন ধূমপানরত অবস্থায়। যা তোলপাড় ফেলে দিয়েছিল ক্রিকেটবিশ্বে।
এবার পিএসএল এবং আইপিএলকে একই সারিতে এনও ফেললেন শাহরুখ খান স্বয়ং। ইডেনে শনিবাসরীয় লড়াইয়ে মরশুমে দলের প্ৰথম ম্যাচ দেখতে ইডেনে হাজির হয়ে গিয়েছিলেন শাহরুখ খান। দলের জয় দেখেই মাঠ ছাড়েন তিনি।
আরও পড়ুন: বাংলায় সড়গড়, ইংরেজিতে থতমত! IPL খেলতে এসে বিরাট বিপদে মুস্তাফিজুর রহমান
তবে তার আগে যা বিতর্ক হওয়ার হয়ে গিয়েছে। শাহরুখকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয় ধূমপান করতে দেখা গিয়েছে। শাহরুখ খান ছিলেন ভিভিআইপি বক্সে। সেখানে ধূমপান করা রীতিমত আইনবিরুদ্ধ কাজ। কীভাবে শাহরুখ প্রকাশ্যে ধূমপান করলেন, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে এবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর সত্যতাসত্য যাচাই করা সম্ভব হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে।
এমনিতে ক্রিকেট মাঠে শাহরুখের বিতর্ক নতুন কিছু নয়। ওয়াংখেড়েতে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলা করে বিতর্কের শিরোনাম উঠে এসেছিলেন কিং খান। নিজের শহরের ওয়াংখেড়েতে তাঁর প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। শনিবারের ইডেন নতুন বিতর্কের ইন্ধন দিয়ে গেল।
শাহরুখ খানের বিতর্ক পেরিয়ে ইডেনে প্রথম ম্যাচের থ্রিলারে জিততে অবশ্য সমস্যা হয়নি কেকেআরের। শাহরুখের সামনেই রাসেলের ব্যাটে ঝড় উঠেছিল। সাত ছক্কায় ইডেন কাঁপিয়ে দিয়েছিলেন দ্রে রাস। রিঙ্কু-রামনদীপের ছোট্ট খাটো ক্যামিও তার আগে রাসেল ব্লকবাস্টারের মঞ্চ প্রস্তুত করে দিয়েছিল। ওপেন করতে নেমে ফিল সল্টও হাফসেঞ্চুরি করে যান।
জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল, অভিষেক শর্মার দুরন্ত সূচনার পরেও মাঝের ওভারে কিছুটা খেই হারিয়ে ফেলে। শেষদিকে, হেনরিখ ক্ল্যাসেন একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। স্টার্ক-নারিনদের তুলোধোনা করে প্রোটিয়াজ তারকা ইডেনে আতঙ্ক হাজির করেছিলেন। তবে শেষ ওভারে হর্ষিত রানার দুরন্ত বোলিংয়ে আটকে যায় হায়দরাবাদ। জয় থেকে চার রান দূরে থেমে যায় সানরাইজার্স-এর ইনিংস।