LSG Owner Sanjiv Goenka vs KL Rahul, LSG vs SRH: লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) হারার পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে অধিনায়ক কেএল রাহুলের কথাবার্তার ভিডিও এবং ছবিতে ক্রিকেট দুনিয়া তোলপাড়। ভিডিওতে সঞ্জীব গোয়েঙ্কাকে যেভাবে উত্তেজিত হয়ে রাহুলের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গিয়েছে, তা ক্রিকেট দুনিয়ার ধিক্কার কুড়িয়েছে। অনেকেই যেমন গোয়েঙ্কার সমালোচনা করেছেন। তেমনই অনেকে আবার গোয়েঙ্কার সঙ্গে কেকেআর কর্তা শাহরুখ খানের তুলনা টেনে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁকে আদর্শ ফ্র্যাঞ্চাইজি মালিকের আসনে বসিয়েছেন।
এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের পরাজয়ের পর অপসারিত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে অম্বানিদের এভাবেই কথাবার্তা বলতে দেখা গিয়েছিল। কিন্তু, সেটা ততটা নিন্দা কুড়োয়নি। কারণ, মুম্বইয়ের ড্রেসিংরুম সেই সময় হার্দিক এবং রোহিতের মধ্যে বিভাজিত ছিল বলেই জল্পনা ছড়িয়েছিল। কিন্তু, লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) ক্ষেত্রে অধিনায়ক লোকেশ রাহুলের তেমন কোনও প্রতিদ্বন্দ্বী নেই। এটা শুধু দলের হারের জন্য অধিনায়ককে এসে মালিকের কৈফিয়ত তলব, বকাঝকা ছাড়া কিছুই ভাবতে পারছে না ক্রিকেটদুনিয়া।
বুধবার (৪ মে)-এর যে ম্যাচ নিতে এত গোলমাল, সেখানে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লখনউ সুপার জায়ান্টস ১০ উইকেটে পরাজিত হয়েছে। নিশ্চিতভাবেই আইপিএলে একজন মালিক খেলার জন্য একজন ক্রিকেটারকে অর্থ দেন। খেলায় হারলে আবেগ প্রকাশ পাওয়া স্বাভাবিক। মালিকরা একজন ক্যাপ্টেনের প্রতি বিরক্ত হচ্ছেন, সেটাও কোনও নতুন ঘটনা না। কিন্তু, যেভাবে অঙ্গভঙ্গি করে গোয়েঙ্কা তাঁর ক্যাপ্টেনের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন, তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। কারণ, দিনের শেষে খেলাটা ক্রিকেট। আর, এটা খেলা।
গোটা দৃশ্যটা দেশে রাহুল ভক্তদের অনেকে তাঁকে এলএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও পরামর্শ দিয়েছেন। আর, এক্ষেত্রেই বারবার ভেসে এসেছে কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের কথা। শাহরুখ তাঁর দলের খেলোয়াড়দের সঙ্গে কেমন আচরণ করেন, সেই ভিডিও অনেক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। সঙ্গে দিয়েছেন গোয়েঙ্কার আচরণের ভিডিও। তাঁরা যেন দেখাতে চেয়েছেন যে, আদর্শ শাহরুখকে দেখে সঞ্জীব গোয়েঙ্কার শেখা উচিত।
আরও পড়ুন- গোয়েঙ্কাদের আটকাতে নিয়ম চালু করুন জয় শাহরা! বিস্ফোরক আর্জি এবার KKR-এর প্রাক্তন বাঙালির
২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হওয়া থেকে শাহরুখ আইপিএলের সঙ্গে জড়িয়ে। তাঁর দল দু'বার আইপিএল জিতেছে। কিন্ত, যখন ব্যর্থ হয়েছে, তখনও শাহরুখকে দেখা গিয়েছে খেলোয়াড়দের পাশে থাকতে। তাঁদের মনোবল বাড়াতে। মজার বিষয় হল, অনেকেই জানেন না যে শাহরুখের শুধু আইপিএল নয়। অন্যান্য দেশের ক্রিকেট লিগেও নিজের দল আছে। যেমন- সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স, মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এসব দলের খেলাতেও জয়-পরাজয় লেগেই থাকে। কিন্তু, শাহরুখকে খেলোয়াড়দের সঙ্গে কখনও মেজাজ হারাতে দেখা যায়নি।
আর, এই সব কারণেই শাহরুখের সঙ্গে খেলোয়াড়দের রীতিমতো পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। নিজের দল তো বটেই, অন্য দলের খেলোয়াড়দের কাছেও শাহরুখের জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে। কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী জানিয়েছেন, শাহরুখ কোনও খেলোয়াড়ের পারফরম্যান্সে অসন্তুষ্ট হলেও তাঁকে মোটেও বকাঝকা করেন না। বরং, পরে আলাদাভাবে কথা বলেন। তাঁকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। যা কেকেআরের পারফরম্যান্সে ছাপ ফেলছে, এবারের আইপিএলে কেকেআরের দুর্দান্ত পারফরম্যান্সের কারণ বলেই ক্রীড়াজগতের ধারণা।