Indian Premiere League 2024 : চলতি বছরের আইপিএল নিলামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছিলেন শাহরুখ খান। ২৮ বছর বয়সি এই ক্রিকেটারকে ৭.৪ কোটি টাকা দিয়ে কিনেছে গুজরাট টাইটানস। গত বছর পঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত খেলা শাহরুখ এবার আরও ভালো খেলবেন বলেই বিশ্বাসী গুজরাট টাইটানস কোচ আশিস নেহরা। গুজরাট কোচের কথায়, এতদিন শাহরুখ ছিলেন মূলত ফিনিশারের ভূমিকায়। কিন্তু, ভক্তরা এবার তাঁকে প্রধান অভিনেতার ভূমিকায় চাইছেন।
আর, এই প্রসঙ্গেই নেহরার ধারণা, এবারের টুর্নামেন্টই শাহরুখের জন্য দুর্দান্ত হয়ে উঠতে চলেছে। গুজরাট কোচ বলেন, 'আমরা শাহরুখ খানকে এবার প্রধান অভিনেতার ভূমিকায় দেখতে যাচ্ছি। আইপিএল অনেক লম্বা সময়ের টুর্নামেন্ট। এটা কোনও তিন, চার, পাঁচ ম্যাচের খেলা না। মে-জুনে খেলা। খেলোয়াড়দের, বিশেষ করে ফাস্ট বোলারদের জন্য বেশ কঠিন সময়। ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে।'
শাহরুখের পাশাপাশি, দলের অন্যান্যদের নিয়েও মুখ খুলেছেন নেহরা। তিন বলেন, 'আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন। স্পেন্সার জনসনকেই দেখুন না। বেশ ভালো খেলছেন। আজমাতুল্লাহ ওমরজাইয়ের আবার অলরাউন্ডার হিসেবে দক্ষতা রীতিমতো প্রশংসনীয়। আমরা তাই আশাবাদী যে, এই সব খেলোয়াড়রা প্রত্যেকেই এবার একটি দুর্দান্ত আইপিএল খেলবেন।'
মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসা হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাট টাইটানসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে শাহরুখকে। ২৮ বছর বয়সি শাহরুখ আইপিএলের ৩১ ইনিংসে ২০.২৯ গড়ে ৪২৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৪.৮১। গুজরাট রবিবার, ২৪ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের এবারের আইপিএল শুরু করবে।
আরও পড়ুন- জয় শাহ মাথামোটা, কোহলিকেই বাদ দিতে চাইছেন বিশ্বকাপে! ভয়ানক বোমা এবার তৃণমূলের বিশ্বকাপজয়ী তারকার
শাহরুখকে যাঁরা তামিলনাড়ুর হয়ে খেলতে দেখেছেন, তাঁরা আশাবাদী এবারের আইপিএল শাহরুখের সাফল্যের জন্য একটা বড়সড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। চেন্নাইয়ের ছেলেটির জার্সিবদল রীতিমতো ভালো ফল দেবে। যদিও শাহরুখ তিন মরশুম পঞ্জাব কিংসে কাটিয়ে ভালো কিছু করতে পারেননি। পঞ্জাব তাঁকে ২০২১-এ ৫.২৫ কোটি টাকায় নিয়েছিল। আইপিএল ২০২২-এর আগে মেগা নিলামে, ডান-হাতি এই ব্যাটারকে ৯ কোটি টাকায় বেছেছিল। এরপর আইপিএল ২০২৪ নিলামের আগে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেয়। তখনই গুজরাট টাইটানস ৭.৪০ কোটি টাকায় শাহরুখকে নেয়।