Advertisment

Shubman Gill-Shah Rukh Khan: KKR আমাকে বাতিল করল কেন! বিদেশি গায়কের মাধ্যমে শাহরুখের কাছে ভয়ঙ্কর জবাবদিহি গিলের

Gill's cheeky request to Ed Sheeran: গুজরাট ফ্র্যাঞ্চাইজিতে মেগা নিলামে নাম লেখানোর আগে শুভমান কেকেআর ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ ছিলেন ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত। গিলকে কেকেআর তার আগে নিলামে কিনেছিল ১.৮ কোটি টাকায়। নাইটদের জার্সিতে প্ৰথম সিজনেই গিল ১৩ ম্যাচে ২০৩ করেন ১৪৬.০৪ স্ট্রাইক রেট সমেত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shah Rukh Khan, Shubman Gill, SRK, Gill

Gill message to SRK: মজা করে শাহরুখকে বার্তা গিলের (টুইটার)

Ed Sheeran meets Shubman Gill: সম্প্রতি ভারত সফরে এসেছিলেন ইংরেজ গায়ক এড শিরান। সেই সফরের ভিডিওই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন 'পারফেক্ট' সিঙ্গার। তাঁর ভিডিওয় তাঁকে গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিলের সঙ্গে মিল শেয়ার করতে এবং ক্রিকেট খেলতেও দেখা যায়।

Advertisment

সেই ভিডিওয় কমেডিয়ান তন্ময় ভাটকেও দেখা গিয়েছে। মিল শেয়ার করার সময় এড শিরান বলেন, তিনি শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। তখনই শুভমান গিল রসিকতা করে শিরানকে বলে দেন, "ওঁকে জিজ্ঞাসা করো, আমাকে কেন রিটেন করল না?"

গুজরাট ফ্র্যাঞ্চাইজিতে মেগা নিলামে নাম লেখানোর আগে শুভমান কেকেআর ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ ছিলেন ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত। গিলকে কেকেআর তার আগে নিলামে কিনেছিল ১.৮ কোটি টাকায়। নাইটদের জার্সিতে প্ৰথম সিজনেই গিল ১৩ ম্যাচে ২০৩ করেন ১৪৬.০৪ স্ট্রাইক রেট সমেত। পরে অবশ্য নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। এই জন্য সমালোচনার শিকারও হতে হয় তাঁকে।

কেকেআরের পোস্ট করা 'লাভ, ফেইথ এবং বিয়ন্ড' শীর্ষক এক ভিডিওয় শুভমানকে বলতেও শোনা গিয়েছিল, "কেকেআরের সঙ্গে আমার বন্ডিং বরাবরের মত স্পেশ্যাল। একবার কোনও ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়ে পড়লে, সেই ফ্র্যাঞ্চাইজির হয়েই আজীবন খেলা চালিয়ে যেতে চাইবে যে কেউ। আমাকে যদি সোনালি-বেগুনি জার্সিতে খেলার সুযোগ দেওয়া হয়- আমি সবসময় এই দলের হয়েই খেলব।"

বর্তমানে জাতীয় দলের অন্যতম সম্পদ গিল। গুজরাট টাইটান্স দলেরও মহীরুহ তিনি। ব্যাট হাতে দুবার গুজরাটকে ফাইনালে পৌঁছে দিয়েছেন। এর মধ্যে একবার চ্যাম্পিয়নের শিরোপা পরেছেন।

২০২৩-এ নাইটদের সিইও ভেঙ্কি মাইশোর সাফ জানিয়েছিলেন, কেকেআর ছেড়ে যাওয়া যে সমস্ত তারকা অন্য দলের হয়ে দুর্দান্ত করছেন, তাঁদের জন্য কোনও আক্ষেপ নেই কেকেআরের। "আসলে আমাদের তৈরি করা কয়েকজন যখন অন্য দলের হয়ে ভালো খেলে, তখন তাতে আমাদের আনন্দই হয়। শুভমান গিল হল এর প্রকৃত দৃষ্টান্ত।" বলেছিলেন মাইশোর।

IPL KKR Gujarat Titans Shubman Gill Kolkata Knight Riders Shah Rukh khan IPL 2024
Advertisment