Rajasthan Royals vs Gujarat Titans: আইপিএলে প্রথমবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন। তারপর শুভমান গিলকে যেন অন্য অবতারে পাওয়া গিয়েছে। একাধিক মুডে বাইশ গজে ধরা দিচ্ছেন তারকা। বুধবার রাজস্থান রয়্যালস ম্যাচে মেজাজ হারিয়ে তুলকালাম বাঁধালেন যেমন। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হল রাজস্থান ইনিংস চলার সময়। মোহিত শর্মার নো বল ঘিরে সরাসরি অসন্তোষ প্রকাশ করলেন মাঠেই।
কী হয়েছিল?
রাজস্থান ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। সেই সময় ব্যাট করছিলেন সঞ্জু স্যামসন। মোহিত শর্মার অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারি হাঁকিয়েও ব্যাটের নাগাল পাননি সঞ্জু। সঙ্গেসঙ্গেই ওয়াইডের ইঙ্গিত করেন আম্পায়ার বিনোদ সেশন।
আইপিএলে ওয়াইড বলের সিদ্ধান্তেও চ্যালেঞ্জ জানানো যাবে আম্পায়ারকে। নতুন এই নিয়ম সংযোজিত হয়েছে এবার থেকে। সেই মত গিল সঙ্গেসঙ্গেই রিভিউয়ের নেন ওয়াইডের সিদ্ধান্তের।
রিপ্লেতে দেখা যায়, বল হাঁকানোর জন্য সঞ্জু নিজের পজিশন থেকে একটু অফস্ট্যাম্পের বাইরে সরেছিলেন। নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে অফস্ট্যাম্পের বাইরে ওয়াইডের সীমানা নির্দেশক লাইন-ও কিছুটা সরে যাওয়ার কথা। তা বিবেচনা করেই আম্পায়ার প্রাথমিকভাবে ওয়াইডের সিদ্ধান্ত প্রত্যাহার করার নির্দেশ দেন। তৃতীয় আম্পায়ার অনন্তপদ্মনাভন ওয়াইড ফিরিয়ে নিতে বললেও অন-ফিল্ড ওয়াইডের সিগন্যালই দেন। চূড়ান্ত ভুল বোঝাবুঝির আবহে আম্পায়ার আবার রিভিউ নেন। এবার ওয়াইডের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষেই সওয়াল করেন তৃতীয় আম্পায়ার।
বারবার এই কাণ্ডে মেজাজ হারিয়ে ফেলেন শুভমান গিল। আম্পায়ার সেশনকে গিল পাল্টা জিজ্ঞাসা করতে থাকেন, কেন সিদ্ধান্ত এভাবে বদলে ফেলা হল তৎক্ষণাৎ। আম্পায়ার অবশ্য গিলকে পরিস্থিতি ভালভাবে বুঝিয়ে দেন। শান্ত থাকারও নির্দেশ দেন।
এই ওয়াইড পেয়েও অবশ্য সুবিধা হয়নি রাজস্থানের। ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগের দুর্ধর্ষ হাফসেঞ্চুরিতে ভর করে রয়্যালসরা ১৯৬ তুলে দিয়েছিল। সেই রান চেজ করে শেষ বলে জয় পায় গুজরাট। শুভমান গিল সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৪৪ বলে ৭২ করেন। সাই সুদর্শন ২৯ বলে ৩৫ রানের ইনিংসে অবদান রাখেন।
শেষ দুই ওভারে গুজরাটের জয়ের জন্য দরকার ছিল ৩৫ রান। প্ৰথম তিন ওভারে দুরন্ত বোলিং করা কুলদীপ সেন কোটার শেষ ওভারে ২০ রান খরচ করে বসেন। আবেশ খানের শেষ ওভারে রাজস্থান ১৫ রান ডিফেন্ড করতে নেমেছিল। রশিদ খান সেই ওভারে তিনটে বাউন্ডারি হাঁকিয়ে জয় ছিনিয়ে নেন। এর মধ্যে রাহুল তেওটিয়া রান আউট হয়ে ফিরিয়ে গেলেও সমস্যা হয়নি। রশিদ খান ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় এনে দেন এতদিন টানা অপরাজিত রাজস্থানের বিপক্ষে।