Delhi Capitals vs Chennai Super Kings: বিশাখাপত্তনমে ২০ রানে দিল্লির কাছে হার হজম করতে হয়েছে সিএসকেকে। সেই হারের জন্য ধোনিকেই দায়ী করলেন এবার ধারাভাষ্যকার সাইমন ডুল। ধোনি শেষদিকে জাদেজাকে সিঙ্গলস দিতে চাইছিলেন না। এমনকি ডট বল খেললেও জাদেজাকে স্ট্রাইক দিচ্ছিলেন না। এই কারণেই মহাতারকাকে একহাত নিলেন সাইমন ডুল।
ভাইজ্যাগে রোমাঞ্চকর ইনিংসে ধোনি ১৬ বলে ৩৭ রানের ইনিংসে মাঠ মাতিয়ে দেন।
ক্রিকবাজ লাইভকে ডুল বলে দেন, "ধোনির ইনিংস নিয়ে অনেক উহু আহা করা হচ্ছে। তবে ও অনেক বল ব্লক করল। তারপর আবার অনেক বল রান নেওয়া থেকে ও বিরত থাকল। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না।"
"জানি ও সেই গ্রেট এমএস ধোনি। তবে রান না নেওয়াটা খুব খারাপ সিদ্ধান্ত। জানি ও অনেক দিন পর ব্যাট করতে নেমেছে। দলকে জেতাতে চাইছিল। চলতি সিজনে প্রথমবার ব্যাট করতে নেমেছিল। হয়ত ভাবছিল কোনও না কোনও সময় ও ফর্ম ফিরে পাবে। হয়ত ও সত্যিই ফর্মে ফিরেছে। তবে আমি একমত নই। সেই পরিস্থিতিতে যা ঘটেছিল সেটা যথার্থ ছিল না।"
"দেখছিলাম আর ভাবছিলাম এটা কি বলা ঠিক হবে? হ্যাঁ কোনও না কোনও সময়ে এটা বলতেই হবে। টিভিতে এটা দেখা মোটেও ভাল চিত্র নয়। ওঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। তবে আমার কাছে এটা ভালো মনে হয়নি যে ও বল হিট করেও রান নিচ্ছিল না। হয়ত সেই অবস্থায় বাউন্ডারি, ওভার বাউন্ডারির প্রয়োজন ছিল। তবে ওঁকে নিয়ে আদিখ্যেতা করা হল। হ্যাঁ, ধোনি ফিরেছে। তবে চেন্নাই ম্যাচটা হেরে গেল।"
ডুল জানাচ্ছেন, গত আইপিএলের ফাইনালের হিরো রবীন্দ্র জাদেজাকে যেভাবে সিঙ্গলস নিয়ে স্ট্রাইক দেওয়া হল না, সেটা অদ্ভুত ঠেকেছে তাঁর কাছে।
"এমন তো নয়, যে নন-স্ট্রাইকিং এন্ডে কোনও আলতু ব্যাটার রয়েছে। অন্য প্রান্তে রয়েছে স্বয়ং জাদেজা। গত বছর ফাইনালের কথাই মনে করা যাক। শেষ দুই বলে জয়ের জন্য চার-ছক্কা প্রয়োজন ছিল। এমন তো নয় যে ও বল হাঁকাতে পারে না!"
বৃহস্পতিবারই সিএসকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামছে চেন্নাই, সানরাইজার্স-এর বিপক্ষে।