Rishabh Pant performance against Gujarat Titans: ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটেছিল সৌরভ জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন। সেই কারণে, ধোনির হেলিকপ্টার শটের সঙ্গে সৌরভের পরিচয় দীর্ঘদিনের। সেই সৌরভকেই দেখা গেল দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে উঠে এসে পন্থের গালভরা প্রশংসা করতে।
Rishabh Pant performance against Gujarat Titans: ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটেছিল সৌরভ জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন। সেই কারণে, ধোনির হেলিকপ্টার শটের সঙ্গে সৌরভের পরিচয় দীর্ঘদিনের। সেই সৌরভকেই দেখা গেল দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে উঠে এসে পন্থের গালভরা প্রশংসা করতে।
Delhi Capitals vs Gujarat Titans: Delhi Capitals vs Gujarat Titans: দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়ক ঋষভ পন্থের ঝোড়ো ইনিংসে মুগ্ধ দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। মরণাপন্ন পরিস্থিতি থেকে ফিরে তিনি এখন কতটা ফিট, তার নমুনা বুধবারই রেখেছেন পন্থ। তাঁর ৪৩ বলে অপরাজিত ৮৮-তে মিশে আছে বেশ কিছু অসাধারণ শট। যা দেখে কুর্নিশ জানিয়েছেন সৌরভ।
Advertisment
পন্থের প্রত্যাবর্তন নিয়ে এবারের আইপিএলে জল্পনা কম হয়নি। তিনি আদৌ কতটা ফিট, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই সব জল্পনায় বুধবার পন্থ নিজেই তালা ঝুলিয়ে দিলেন। অসাধারণ ইনিংসের নমুনা রেখে বুঝিয়ে দিলেন, তিনি তাঁর অ্যাথলেটিক জীবনের সেরা ফর্মে আছেন। পন্থের ইনিংসে আছে পাঁচটা চার এবং আটটা ছয়। তাঁর শটগুলো যেন জাদুর মত দর্শকদের মন ভরিয়ে দিয়েছে।
শুরুটা অবশ্য পন্থ বেশ ধীরে-সুস্থেই করেছিলেন। অন্যপ্রান্তটা ধরে রাখেন অক্ষর প্যাটেল। অক্ষরও খারাপ করেননি। ৩৭ বলে ৫০ রান করেছেন। ৪৩ বলে করেন ৬৬ রান। আর, তারপরই পন্থ তাঁর ম্যাজিক শুরু করেন। মোহিত শর্মা ১৬তম ওভারে বল করতে আসেন। প্রথম বলেই ছয় মেরে হাত খোলা শুরু করেন দিল্লির অধিনায়ক। ডিপ মিউউইকেট দিয়ে ধোনি-মার্ক হেলিকপ্টার শটে মোহিতের বলকে বাউন্ডারির বাইরে পাঠান।
Advertisment
ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটেছিল সৌরভ জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন। সেই কারণে, ধোনির হেলিকপ্টার শটের সঙ্গে সৌরভের পরিচয় দীর্ঘদিনের। সেই সৌরভকেই দেখা গেল দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে উঠে এসে পন্থের গালভরা প্রশংসা করতে। সৌরভ বলেন, 'পন্থের বিশ্বকাপ দলে থাকা উচিত। ওকে মিডল অর্ডারে খেলানোই ঠিক।'
বছর দুয়েক আগে পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। ভয়ংকর চোটের জন্য তিনি একবছর আইপিএল খেলতেও পারেননি। মাঠে নামা দূর, চলাফেরাই যে করতে পারবেন, তারই ঠিক ছিল না। সেই অবস্থা থেকে উঠে এসেছেন দিল্লির অধিনায়ক। প্রত্যাবর্তনের পর এবারের আইপিএলে পন্থ ধারাবাহিকভাবে ভালো খেলছেন। অর্ধশতক করেছেন।
বুধবারের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে পন্থ ১৮তম ওভারে হাফসেঞ্চুরি করেন। শুধুমাত্র শেষ ওভারেই তিনি ৩০ রান করেন। তার মধ্যে প্রথম বলে ছয় মারেন। দ্বিতীয় বলে চার। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে ছয়ের হ্যাটট্রিক করেন। যার জেরে দিল্লির রান দাঁড়ায় ৪ উইকেটে ২২৪। জবাবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৮ উইকেটে ২২০ রানেই গুটিয়ে যায় গুজরাট টাইটানসের ইনিংস।