Sunrisers Hyderabad fastest fifty: প্রথমে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেডের ব্যাটে ঝড় তুলেছিল সানরাইজার্স। (ছবি-টুইটার)
Sunrisers Hyderabad vs Mumbai Indians IPL 8th Match Highlights: রেকর্ড এদিক-ওদিক হয়ে গেল একই দিনে। মাত্র ২৪ মিনিটের ব্যবধানে। এতদিন হায়দরাবাদের হয়ে দ্রুততম ফিফটি করার রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নার। বুধবার ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালস-এ থাকা ওয়ার্নার কি কস্মিনকালেও ভাবতে পেরেছিলেন তাঁর রেকর্ড নিয়ে এভাবে ধুলোয় গড়াগড়ি খাবে একবার নয় দু-দুবার।
Advertisment
প্রথমে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেডের ব্যাটে ঝড় তুলেছিল সানরাইজার্স। মায়াঙ্ক আগারওয়াল আউট হয়ে গেলেও ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাত্র ১৮ তম ফিফটি করে যান বিশ্বকাপ ফাইনালের নায়ক। ওয়ার্নারকে সরিয়ে হায়দরাবাদের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হয়ে যান তিনি। জেরাল্ড কোয়েটজের বলে আউট হয়ে ফিরে যাওয়ার আগে হেড ২৪ বলে ৬২ করে যান।
তাঁর সঙ্গে ক্রিজের অন্যপ্রান্তে থাকা অভিষেক শর্মার হাতেই যে মাত্র ২৪ মিনিটের মধ্যে হেডের রেকর্ড চূর্ণ হয়ে যাবে, সেটাও ভাবা যায়নি। হেড ফিরে যাওয়ার পর অভিষেক শর্মা ব্যাটে ছক্কার সাইক্লোন তুলে হাফসেঞ্চুরি করলেন মাত্র ১৬ বলে। ২৩ বলে ৬৩ করে শেষমেশ পীযুষ চাওলার বলে আউট হয়ে যান। হেড এবং অভিষেক শর্মার স্ট্রাইক রেট যথাক্রমে ২৫৮.৩৩ এবং ২৭৩.৯১।
হেড-অভিষেক দুজনে মিলে ছক্কা হাঁকালেন ১০ টা। সম্মিলিত বাউন্ডারি ১২ টা। এই দুজনের ব্যাটিং বিস্ফোরণ-এ ত্রাহি ত্রাহি দশা মুম্বই শিবিরে। লিউক উডকে বসিয়ে মুম্বই এদিন প্রথম একাদশে সুযোগ দিয়েছিল দক্ষিণ আফ্রিকার হয়ে যুব বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করা মাফাকাকে। তবে যুব পর্যায়ের ক্রিকেট এবং সিনিয়র ক্রিকেটের মধ্যে ফারাক ভালোই বুঝে গেলেন তিনি।
অভিষেক-ট্র্যাভিস হেডের সামনে ৪ ওভারে ১৮ বছরের তরুণ খরচ করলেন ৬৬ রান। মাফাকার স্বদেশীয় জেরাল্ড কোয়েটজেরক নাভিশ্বাস উঠে গেল বুধবার। নিজের কোটা পূরণ করার আগে ৫৬ রান বিলিয়ে দিলেন তিনি। ক্যাপ্টেন পান্ডিয়া বল হাতে রানের ফোয়ারা ছুটিয়ে দিলেন। ৪ ওভার বল করে ১ উইকেটের বিনিময়ে দিলেন ৪৬ রান।