Akash Ambani with Rohit Sharma: মুম্বই হারতেই রোহিতের সঙ্গে গোপন পরামর্শ! হায়দরাবাদের মাঠে ঝড় তুলে দিলেন আকাশ আম্বানি। এই ঝড়ের কারণ, মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) এবারও 'স্লো স্টার্টার' ট্যাগ থেকে বেরোতে পারেনি। আইপিএল ২০২৪-এ টানা দ্বিতীয় পরাজয়ের পর, এমআই একমাত্র দল, যারা পয়েন্ট টেবিলের সবচেয়ে নীচে আছে। দুটো ম্যাচ খেলে একটাতেও জিততে পরেনি।
গুজরাট টাইটান্সের (জিটি) কাছে ছয় রানে হারার পর সমর্থকদের আশা ছিল, সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে মুম্বই বিরাট কিছু করে দেখাবে। কিন্তু বুধবার সন্ধ্যায় উপ্পলের রাজীব গান্ধী স্টেডিয়ামে যা ঘটল, তাতে মুম্বইয়ের সমর্থকরা রীতিমতো হতাশ। ট্রাভিস হেড, অভিষেক শর্মা আর হেনরিক ক্ল্যাসেনের তাণ্ডবে আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ স্কোর গড়েছে এসআরএইচ। তিন ব্যাটার এমআইয়ের বোলারদের যাবতীয় অস্ত্র কার্যত ছিন্নভিন্ন করে দিয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্স যে চেষ্টা করেনি, তা কিন্তু না। কিন্তু, হায়দরাবাদের সামনে টিকতেই পারেনি। শেষ পর্যন্ত ৩১ রানে পরাজয় মানতে বাধ্য হয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। মাঠের সমস্ত প্রান্তে ৩৮টি ছক্কা মুম্বইকে কার্যত এলেবেলে দলে বদলে দিয়েছে। তার মধ্যেই নজর কাড়লেন প্রাক্তন এমআই অধিনায়ক রোহিত শর্মা। ডাগআউটে ফ্র্যাঞ্চাইজি মালিক আকাশ অম্বানির সঙ্গে তাঁকে গভীর আলোচনা করতে দেখা গেল।
হার্দিক পান্ডিয়া যখন ইয়ান বিশপকে ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকার দিচ্ছেন, সেই সময় ক্যামেরার নজর ঘুরে গিয়েছিল এমআই ডাগআউটের দিকে। সেখানে রোহিত, আকাশ, একজন স্টাফ মেম্বর আর তিলক ভার্মার মধ্যে লম্বা আলোচনা চলছিল। এরপর ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টের ওই সদস্য আর তিলক ভার্মা ওখান থেকে চলে যান। রোহিত আর আকাশ মিলে ডাগআউট থেকে দূরে একটা জায়গায় গিয়ে কথা বলতে শুরু করেন। পরে সেখানে হার্দিকও যোগ দেন। তিনজনে আলোচনা চালাতে থাকেন। কী নিয়ে আলোচনা হচ্ছিল, তা দূর থেকে স্পষ্ট হয়নি। শুধু এটুকু বোঝা গেছে, মুম্বইয়ের হারের ব্যাপার নিয়েই কথা হচ্ছিল।
এমনিতে হার্দিককে অধিনায়ক করা নিয়ে মুম্বই শিবিরের মধ্যে তুলকালাম শুরু হয়েছে। কয়েক লক্ষ রোহিত সমর্থক মুম্বইকে ফলো করা ছেড়ে দিয়েছেন। কিন্তু, ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টের বক্তব্য ছিল, যিনি ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত আট বছরে দলকে পাঁচটা আইপিএল জিতিয়েছেন, তাঁর নেতৃত্বে মুম্বই গত তিন বছরে একটাও ট্রফি জিততে পারেনি। আর, হার্দিক মুম্বই থেকে দুই মরশুমের জন্য গুজরাট টাইটান্সে গিয়ে প্রথমবার দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন। দ্বিতীয়বার রানার্স করেছেন। অলরাউন্ডার হার্দিককে তাই গুজরাট থেকে মুম্বইয়ের ক্যাপ্টেন বানালে এমআইয়ের ট্রফিভাগ্যে শিকে ছিঁড়বে বলেই আশা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু, এখনও পর্যন্ত তেমন কিছুই ঘটেনি।
সমর্থকদের একাংশের ধারণা, এমআই শিবিরে গোলমাল চলছে। রোহিত সমর্থকরা হার্দিককে নেতা হিসেবে ঠিকমতো মেনে নিতে পারেননি। তাই এমন হারের মুখে পড়তে হচ্ছে মুম্বইকে। তবে, সবটাই জল্পনা। কারণ, বন্ধ ঘরের মত ড্রেসিংরুমে ঠিক কী চলছে, তা বাইরে থেকে বোঝা মুশকিল। অনেকে আবার বলছেন, মাত্র দুটো ম্যাচ হয়েছে। এটা দেখে হার্দিকের অধিনায়কত্ব বিচার করা বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু, এভাবেই চেন্নাই সুপার কিংস ধোনিকে সরিয়ে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করেও উলটো পথে হাঁটতে বাধ্য হয়েছিল। রোহিতের ক্ষেত্রেও কি তেমনটাই হতে চলেছে? এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে।