Sunrisers Hyderabad vs Mumbai Indians Hardik Pandya-Rohit Sharma: পাশার দান উল্টে গেল মাত্র কয়েক দিনেই। মুম্বই ইন্ডিয়ান্স-এ নেতৃত্ব বদলের পর বহু আলোচনা, সমালোচনার সাক্ষী থেকেছে আইপিএল দুনিয়া। হার্দিক-রোহিতের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। গুজরাট টাইটান্স ম্যাচে হার্দিক নিজেই সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন মাঠে।
রোহিত বা জসপ্রীত বুমরার সঙ্গে পরামর্শ করার প্রয়োজন বোধ করেননি। ফলাফল হয়েছিল মারাত্মক। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজির কাছে শোচনীয় হারে টুর্নামেন্ট অভিযান শুরু করতে হয় মুম্বইকে।
আরও পড়ুন- ছক্কার ঝড়ে ‘দ্রুততম’ রেকর্ড চূর্ণ ২৪ মিনিটেই! হেড থেকে মুকুট কাড়ল অভিষেকের বিস্ফোরণ
হায়দরাবাদ ম্যাচের শুরু থেকেই হার্দিক চাপে পড়ে যান। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড যেভাবে মারকাটারি ব্যাটিং করেছিলেন তাতে খেই হারিয়ে ফেলতে দেখা যায় হার্দিককে। দলের বিপদে এগিয়ে আসেন রোহিত। অভিমান ভুলে নিজেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে নেন।
হার্দিককে ফিল্ডিং প্লেসমেন্ট-এ সাহায্য করতে দেখা যায় রোহিতকে। প্রথম ম্যাচে রোহিতকে তাঁর পছন্দের ফিল্ডিং পজিশন থেকে বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতে পাঠিয়ে দিয়েছিলেন হার্দিক। সেই ঘটনার পাল্টা হিসাবে আবির্ভূত হয় বুধবারের ম্যাচ। রোহিত দায়িত্ব নিয়েই হার্দিককে সটান ডিপে ফিল্ডিং করতে পাঠিয়ে দেন।
রোহিত-হার্দিকের নেতৃত্বের যুগলবন্দিও অবশ্য কাজে আসেনি। হায়দরাবাদ বিধ্বংসী মেজাজে একের পর এক রেকর্ড চূর্ণ করে দিতে থাকে। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড হায়দরাবাদের দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হয়ে যান। হেডের রেকর্ড অভিষেক চূর্ণ করে দেন ২৪ মিনিট পরেই। অভিষেক-হেডের ঝড়ের পরে সাইক্লোন ইনিংস বয়ে নিয়ে যান হেনরিখ ক্ল্যাসেন, আইডেন মার্করাম। হায়দরাবাদও দলগতভাবে আইপিএলে সেরা স্কোর জমা করে যায় বুধবার। সবমিলিয়ে, আরসিবিকে (২৬৩) সরিয়ে হায়দরাবাদ ২৭৭ নতুন রানের শৃঙ্গে পৌঁছে যায় মুম্বইয়ের বিপক্ষে।
জবাবে রোহিত শর্মা, টিম ডেভিড, ঈশান কিষান, তিলক ভার্মা, নমন ধীররা ছোটখাটো ঝড় তুললেও হায়দরাবাদের ধারেকাছে পৌঁছতে পারেনি।