Advertisment

SRH vs PBKS: ২৬ রান, ৩ ক্যাচ মিস, ৩ ছক্কা! IPL-এর শ্বাসরুদ্ধকর ফাইনাল ওভার হার মানাল সব থ্রিলার, দেখুন ভিডিও

Shashank Singh Ashutosh Sharma last over heroics against SRH : শেষ ওভারে জয়ের জন্য পাঞ্জাবের দরকার ছিল ২৯ রান। ক্রিজে ছিলেন শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা। হায়দরাবাদের এই রান ডিফেন্ড করার জন্য অধিনায়ক প্যাট কামিন্স বল তুলে দিয়েছিলেন জয়দেব উনাদকাটের হাতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
SRH vs PBKS, Sunrisers Hyderabad, Punjab Kings, Shashank Singh, Ashutosh Sharma, Jaydev Unadkat

SRH vs PBKS: শেষ ওভারে হল রুদ্ধশ্বাস থ্রিলার (আইপিএল, স্ক্রিনগ্র্যাব)

Sunrisers Hyderabad vs Punjab Kings: আইপিএলে আবার-ও এক রুদ্ধশ্বাস থ্রিলার। আরও একবার চমকপ্রদ ম্যাচ উপহার দিল উপ্পল স্টেডিয়ামে। পাঞ্জাবের বিরুদ্ধে রোমহর্ষক ম্যাচে ২ রানে জয় হাসিল করল সানরাইজার্স। ১৮৩ রানের টার্গেট চেজ করতে নেমে পাঞ্জাব শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৮০ তুলল। নিলামে প্রীতি জিন্টা ভুল করে কিনে ফেলা শশাঙ্ক আগের ম্যাচেই জিতিয়েছিলেন। মঙ্গলবারও আবারও দুর্ধর্ষভাবে দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন ২৫ বলে ৪৬ করে। তাঁকে যোগ্য সঙ্গত করে গেলেন আশুতোষ শর্মা। যিনি ১৫ বলে ৩৩ রানের ইনিংসে হায়দরাবাদকে হারিয়ে দেওয়ার মুখেই চলে গিয়েছিলেন। ব্যাট হাতে পাঞ্জাবকে সাহায্য করেন স্যাম কুরান (২৯), সিকান্দার রাজাও (২৮)।

Advertisment

শেষ ওভারে জয়ের জন্য পাঞ্জাবের দরকার ছিল ২৯ রান। ক্রিজে ছিলেন শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা। হায়দরাবাদের এই রান ডিফেন্ড করার জন্য অধিনায়ক প্যাট কামিন্স বল তুলে দিয়েছিলেন জয়দেব উনাদকাটের হাতে।

প্রথম দুই বলেই পাঞ্জাব ১৪ তুলে দেয়। উনাদকাটের খাটো লেন্থের প্রথম ডেলিভারিই শর্ট আর্ম জ্যাব করে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে দেন। ব্যাট হায়দরাবাদ ব্যাটিংয়ের নায়ক নীতিশ কুমার রেড্ডি ক্যাচ তালুবন্দি করতে পারেননি। পরের দুই বলেই ওয়াইড করেন উনাদকাট। দ্বিতীয় ডেলিভারি লং অফের ওপর দিয়ে সোজা উড়ে যায় বাউন্ডারিতে। ঝাঁপানোর সময়-হিসাবে গড়বড় করে বসেন ফিল্ডার। বল সোজা বাউন্ডারি লাইনের ধারে উড়ে যায়।

ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে আশুতোষ শর্মা দৌঁড়ে চার রান নেন। পরের বল ফের একবার ওয়াইড হয়। পঞ্চম বলে তৃতীয়বারের মত ক্যাচ ফস্কান। ওভারের তৃতীয় ক্যাচ রাহুল ত্রিপাঠি ফেলে দেওয়ার আগে এক রান পূর্ণ করেন আশুতোষ। উনাদকাটের নাটকীয় ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দেন শশাঙ্ক সিং।

Sunrisers Hyderabad IPL Punjab Kings PBKS IPL 2024
Advertisment