Advertisment

Rohit Sharma vs Star Sports: কোনও অডিও লিক হয়নি, রোহিতের অভিযোগের পরেই ফুঁসে উঠল স্টার! বেনজির সংঘাতে ভারতীয় ক্রিকেট

Rohit Sharma Fumes Over Breached Privacy: কলকাতায় একটি ম্যাচ চলাকালীন আরেকটি অডিও ফাঁস হয়েছিল। যেখানে কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচ অভিষেক নায়ারের সঙ্গে রোহিত একটি ব্যক্তিগত কথোপকথন করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit, Contro, রোহিত শর্মা, বিতর্ক

Rohit-Contro: স্টার স্পোর্টস সোমবার রোহিত শর্মার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে। (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস)

Rohit Sharma accuses star sports of Breach of Privacy: রোহিত শর্মার অভিযোগে ফুঁসে উঠল স্টার। স্পষ্ট দাবি করল, কোনও অডিও লিক হয়নি। ভারতীয় ক্রিকেটে এই বেনজির সংঘাতের সূচনা হয়েছিল গত সপ্তাহে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের শেষ লিগ পর্বের ম্যাচের আগে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছোট্ট ক্লিপ। সেখানে রোহিত একজন ক্যামেরাপারসনকে তাঁর অডিও রেকর্ড না করার অনুরোধ করেছিলেন।

Advertisment

ওই ক্লিপে রোহিত হাতজোড় করে ক্যামেরাপারসনকে অনুরোধ করে বলেছিলেন, 'ভাই অডিও বন্ধ কর, হ্যাঁ!? এক অডিও আমার জীবন নষ্ট করে দিয়েছে।' রোহিতের ওই কথা বলার কারণ ছিল, কলকাতায় একটি ম্যাচ চলাকালীন আরেকটি অডিও ফাঁস হয়েছিল। যেখানে কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচ অভিষেক নায়ারের সঙ্গে রোহিত একটি ব্যক্তিগত কথোপকথন করেছিলেন। সেই ক্লিপই সংক্ষিপ্তভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ক্লিপটি প্রথমে কেকেআর-এর সোশ্যাল মিডিয়া প্রচার করেছিল। কিন্তু, পরে ভুল বুঝতে পেরে তা ডিলিট করে দেয় কেকেআর।

IPL 2024 Controversy: তারপর ফের স্টারের ক্লিপ ফাঁসের পর রবিবার, রোহিত একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্টার স্পোর্টসের বিরুদ্ধে আক্রমণ শানান। সেখানে তিনি বলেন, 'ক্রিকেটারদের জীবন এতটাই অনুপ্রবেশ ঘটছে যে, ক্যামেরা এখন আমাদের বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে গোপনীয় মুহূর্তগুলোও প্রতিটি পদক্ষেপে রেকর্ড করছে। সেটা প্রশিক্ষণের সময়ই হোক অথবা ম্যাচের দিন।' পাশাপাশি, রোহিত বলেছিলেন, 'স্টার স্পোর্টসকে আমার কথোপকথন রেকর্ড না করার জন্য বলেছিলাম। তারপরও সেটা সম্প্রচার করেছে। এটা গোপনীয়তার লঙ্ঘন। একচেটিয়া বিষয়বস্তু প্রকাশের দৃষ্টিভঙ্গি একদিন ভক্ত, ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে সম্পর্কটাই ভেঙে দেবে।'

আরও পড়ুন- ও কি ক্যাপ্টেন নাকি, বারবার কেন আম্পায়ারকে শাসাচ্ছে! কোহলিকে মন খুলে আক্রমণ অজি কিংবদন্তির

সোমবার তারই জবাব দিয়েছে স্টার স্পোর্টস। তারা দাবি করেছে, স্টার স্পোর্টস অত্যন্ত পেশাদার। সারা বিশ্বে সম্প্রচার করে। খেলোয়াড়দের গোপনীয়তার অধিকারকেও সম্মান করে। একজন সিনিয়র ভারতীয় খেলোয়াড়ের (পড়ুন রোহিত শর্মা) সঙ্গে জড়িত একটি ক্লিপ এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট গুরুত্ব পেয়েছে। ক্লিপটি, ১৬ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি প্রশিক্ষণ সেশনের সময় তোলা হয়েছিল। যার জন্য স্টার স্পোর্টস অ্যাক্সেসের অনুমতি নিয়েছিল। কয়েক মুহূর্তের জন্য ওই সিনিয়র খেলোয়াড়কে তাঁর বন্ধুদের সঙ্গে সাইডলাইনে কথোপকথন করতে দেখিয়েছে। এই কথোপকথনের কোন অডিও রেকর্ড বা সম্প্রচার করা হয়নি। ক্লিপটিতে শুধু দেখানো হয়েছে, ওই সিনিয়র খেলোয়াড় তাঁর কথোপকথনের অডিও রেকর্ড না করার জন্য অনুরোধ করেছেন। স্টার স্পোর্টস ম্যাচে প্রাক প্রস্তুতির লাইভ কভারেজ দেখায়। এর বাইরে কোনও অপ্রাসঙ্গিক জিনিসপত্র দেখায় না।

Mumbai Indians KKR Rohit Sharma IPL IPL 2024
Advertisment