Sunil Gavaskar on Virat kohli's rant at critics: টি২০ বিশ্বকাপে কোহলির নির্বাচনের আগে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল তারকার স্ট্রাইক রেট। শেষমেশ ১৫ জনের স্কোয়াডে জায়গা জুটেছে কিং কোহলির। তারপরেই সমালোচকদের একহাত নিয়েছিলেন বিরাট।
Advertisment
এবার সেই ইস্যুতেই মেজাজ হারালেন সুনীল গাভাসকার। কিংবদন্তি ভারতীয়র রোষের মুখে সম্প্রচারকারী স্টার স্পোর্টস যারা বারবার কোহলির সেই ক্লিপ সম্প্রচার করেই চলেছে যেখানে কোহলি একহাত নিচ্ছেন সমালোচকদের।
আরসিবি বনাম গুজরাট ম্যাচ চলাকালীন সুনীল গাভাসকার বলে দিয়েছেন, "কোহলির স্ট্রাইক রেট যখন ১১৮ ছিল, তখনই ধারাভাষ্যকাররা প্রশ্ন তুলেছিলেন। আমি খুব একটা নিশ্চিত নই। খুব একটা বেশি ম্যাচ দেখা হয়না। তাই অন্যান্য ধারাভাষ্যকাররা কী বলেছেন, সেই সম্পর্কে অবহিত নই। তবে তুমি যদি ওপেন করতে এসে ১৪-১৫ ওভার ব্যাটিং করো এবং স্ট্রাইক রেট থাকে, ১১৮, তাহলে তো সমালোচনার মুখে পড়তে হবে। তুমি যদি সবসময় প্রশংসা শুনতে চাও, সেই ব্যাপারটা আলাদা।"
এরপরে সানি আরও বলেছেন, "এরা খালি বলে বাইরের কে কী বলল, তাতে নাকি ওঁরা ভাবিত নয়। তাহলে তুমি কেন অন্যদের কথার প্রতিক্রিয়া জানাচ্ছ? আমরা হয়ত খুব বেশি ক্রিকেট খেলিনি, তবে অল্পস্বল্প খেলেছি। আমাদের কোনও এজেন্ডা নেই। যে চোখের সামনে দেখি, সেটাই বলি। আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নেই। যদিও থেকে থাকে, তাহলেও চোখের সামনে যেটা দেখি, সেটাই বলি।"
স্টার স্পোর্টস-কেও একহাত নিয়েছেন সুনীল গাভাসকার। বলে দিয়েছেন, "আশা করি স্টার স্পোর্টস এটা বুঝবে যে ক্লিপটা বারবার দেখানো হচ্ছে, যেখানে সমালোচকদের তুলোধোনা করা হচ্ছে, সেই সমালোচকরা কিন্তু স্টার স্পোর্টস-এরই কমেন্টেটর। একজন তোমাদের নিজস্ব ধারাভাষ্যকারদের একহাত নিচ্ছে, সেই ক্লিপই সম্প্রচার করা, এটা মনে হয় না এটা খুব একটা ভালো বিষয়। এটা বুঝতে হবে, অজস্রবার এটা দেখানো হয়েছে। সকলেই বিষয়টি দেখেছে। আরও একবার এই ক্লিপ দেখানো হলে আমি ভীষণ হতাশ হব।"