BCCI, Sunil Gavaskar, IPL high scoring matches: আইপিএল নিয়ে কড়া বার্তা শোনালেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাসকার। বর্তমানে ২০২৪ সালের আইপিএল চলছে। এনিয়ে দর্শকদের আবেগের শেষ নেই। তার মধ্যেই গাভাসকারকে শোনা গেল আইপিএলের বিরুদ্ধে কড়া বার্তা দিতে। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সোজা বিসিসিআইকে তোপ দেগেছেন। একইসঙ্গে গাভাসকার পরামর্শের সুরে বলেছেন, বোলারদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া উচিত।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে যেন রানের ফোয়ারা ছুটছে। ৫০ ওভারের ম্যাচে আগে যা রান উঠত, সেই পরিমাণ রান মাত্র ২০ ওভারেই প্রায় প্রতিম্যাচে তুলে নিচ্ছেন ব্যাটাররা। দর্শকদের চোখে রীতিমতো ফুলঝুরি ছুটিয়ে চলছে মাঠজুড়ে চার আর ছয়ের বন্যা। এখনও পর্যন্ত মাত্র ৩৫টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই ২৫০ রানের বেশি উঠেছে। যার মধ্যে তিনবারই সীমা ছাড়িয়েছে দক্ষিণের দল সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)। তারা এবারের আইপিএলেই আইপিএলের সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড দু'বার ভেঙেছে।
এই রান উৎসবের মধ্যেই প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-কে সতর্ক করলেন। বোলারদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন। গাভাসকার বিসিসিআইকে, বাউন্ডারির দড়ি এবং বিজ্ঞাপনের বোর্ডগুলো আরেকটু পিছনে সরিয়ে মাঠের দৈর্ঘ্য বাড়াতে পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, 'আমি ক্রিকেট ব্যাটে কোনও পরিবর্তনের পরামর্শ দেব না। কারণ, এগুলো সবই নিয়মের মধ্যে আছে। কিন্তু আমি অনেক দিন ধরেই বলে আসছি, প্রতিটি মাঠের বাউন্ডারির দৈর্ঘ্য বাড়াতে। মাঠের দিকে তাকান, যথেষ্ট জায়গা আছে। তার আরও কিছু মিটার বাড়িয়ে নিন। যাতে ক্যাচ আর ছক্কার মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়। এজন্য দরকার হলে এলইডি বা বিজ্ঞাপন বোর্ডগুলিকে আরেকটি পিছনে সরান। সীমানা দড়িও আরেকটু সরিয়ে দিন। না-হলে তো, বোলাররাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।'
আরও পড়ুন- জোচ্চুরি করলেন আম্পায়ার, লাভ তুলল কেকেআর! এভাবেই নিশ্চিত ২ রান বঞ্চিত RCB, তুঙ্গে বিতর্ক
গাভাসকার স্বীকার করে নিয়েছেন যে আইপিএলে পাওয়ার-হিটিং রীতিমতো উত্তেজনাপূর্ণ একটা ব্যাপার। কিন্ত, সেটাই আবার ব্যাটার আর বোলারদের মধ্যে সত্যিকারের প্রতিযোগিতার অভাবকে ফুটিয়ে তুলে বিষয়টিকে বিরক্তিকর পর্যায়ে নিয়ে যাচ্ছে। গাভাসকার জানিয়েছেন, গত কয়েকদিন ধরে আইপিএলে এমন ধারায় ম্যাচ হচ্ছে যেন, কোনও নেট প্র্যাকটিস চলছে। ব্যাটাররা যেন দাঁড়িয়েই আছেন, বোলারদের বধ করবেন বলে। এতে খেলার মান হ্রাস পাচ্ছে বলেও কিংবদন্তি ভারতীয় ব্যাটার বোঝানোর চেষ্টা করেছেন।