Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: আইপিএলে এক মাসের প্রতীক্ষার শেষে দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি। দুর্ধর্ষ সানরাইজার্সকে ঘরের মাঠে হারিয়ে প্লে অফের সামান্য হলেও সম্ভবনা জাগিয়ে রেখেছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। আর কোহলিও অর্ধশতরান করে দলের জয়ে ভূমিকা রেখেছেন।
কোহলি আরও একটা হাফসেঞ্চুরি করে কমলা টুপি দখলের লড়াইয়ে এগিয়ে গিয়েছেন। শীর্ষেই রয়েছেন কিং কোহলি। ফর্মে থাকলেও সমালোচনা এড়াতে ব্যর্থ মহাতারকা। ফের একবার তাঁর স্ট্রাইক রেট আলোচনায় উঠে এসেছে। ইনিংসের শুরুতে একসময় কোহলি ১০ বলে ২৩ করেছিলেন। সেখান থেকে তিনি ৪৩ বলে সংগ্রহ করেন ৫১ রান। স্ট্রাইক রেট ১১৮। একসময় ২৩০ স্ট্রাইক রেট একধাক্কায় নেমে দাঁড়িয়েছে ১১৮-এ। এরপরে ফের একবার কোহলিকে ঘিরে সমালোচনা তুঙ্গে। যা চলতি আইপিএলে বারবার দেখা যাচ্ছে। সমর্থকরা মনে করছেন, নিজের ইনিংসের গতি মোটেও বাড়াতে সেভাবে উদ্যোগ নিচ্ছেন না কোহলি।
আর কোহলির এই সমালোচনায় যোগ দিলেন স্বয়ং সুনীল গাভাসকার-ও। বলে দিয়েছেন, কোহলি হাফসেঞ্চুরি করলেও বেশ কিছু সময় পর্যন্ত মোটেও বাউন্ডারি হাঁকাতে পারেননি। স্টার স্পোর্টস-এ সানি স্পষ্ট বলে দিয়েছেন, "ইনিংসের মাঝপথে মনে হয়েছিল ও খেই হারিয়ে ফেলেছে। সঠিক সংখ্যা মনে নেই। তবে ব্যক্তিগত ৩১-৩২ থেকে আউট হওয়া পর্যন্ত কোহলি একটাও বাউন্ডারি হাঁকায়নি। ইনিংসের প্ৰথম বল হাঁকানোর সুযোগ পাওয়া থেকে ১৪-১৫ ওভার পর্যন্ত ব্যাট করে স্ট্রাইক রেট মাত্র ১১৮। এটা মোটেও দল ওঁর কাছ থেকে প্রত্যাশা করেনি।"
কোহলির মন্থর ইনিংসের গতি অবশ্য পুষিয়ে দিয়েছেন রজত পাতিদার (২০ বলে ৫০) এবং ক্যামেরন গ্রিন (২০ বলে ৩৭)। এছাড়াও ক্যাপ্টেন ফাফ দু প্লেসিস ১২ বলে ২৫ রানের ক্যামিও খেলে যান। আরসিবির ব্যাটারদের জ্বলে ওঠার দিন ফর্মে ফিরেছেন বোলাররাও। ২০৬ রান ডিফেন্ড করতে নেমে আরসিবির হয়ে স্বপ্নিল সিং, করণ শর্মা এবং ক্যামেরন গ্রিন দুটো করে উইকেট দখল করেন। সিরাজ-ইয়াশ দয়াল উইকেট না পেলেও ইকোনমি বোলিংয়ে নজর কাড়েন।