Advertisment

Sunil Gavaskar slams ECB: টাকা কেটে নেওয়া হোক বিদেশিদের! প্রতিশ্রুতি ভাঙা তারকাদের জন্য জয় শাহদের বিস্ফোরক পরামর্শ গাভাসকারের

Sunil Gavaskar demands pay cut of foreigners leaving early from IPL: কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে ২২ মে দেশের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজের জন্য ইংরেজ ক্রিকেটারদের দেশে ফেরার নিদান দিয়েছিল। ইসিবি নিজেদের বিবৃতিতে বলে দেয়, "সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটাররা যাঁরা বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছে তাঁরা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য ফিরবে। যা শুরু হচ্ছে বুধবার ২২ মে হেডিংলেতে।"

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL playoffs: Sunil Gavaskat wants BCCI to penalise cricketers and the board for not playing the full IPL season.

আইপিএল প্লেঅফ: সুনীল গাভাস্কট (বাঁয়ে) চান BCCI ক্রিকেটার এবং বোর্ডকে পুরো আইপিএল মৌসুম না খেলার জন্য শাস্তি দিতে।

Sunil Gavaskar and IPL: ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে একহাত নিয়ে চরম আক্রমণ শানালেন এবার সুনীল গাভাসকার। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা তারকাদের আইপিএল শেষ হওয়ার আগেই দেশে ফেরার নিদান দিয়েছে ইসিবি। সেই ইস্যুতেই গনগনে ক্ষোভ ব্যক্ত করলেন সানি। সরাসরি বিসিসিআইয়ে গাভাসকার পরামর্শ দিলেন, সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের যেন শাস্তি দেয় বোর্ড।

Advertisment

মিড ডে-তে নিজের কলামে সুনীল গাভাসকার লিখেছেন, "ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগে আমি সবসময় ক্রিকেটারদের দেশকে বেছে নিতে বলব। কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের গোটা সিজন খেলার আশ্বাস দিয়ে এখন যদি নিজেদের ক্রিকেটাররা সরিয়ে নেয়, তাতে দলগুলি বিপদে পড়বে। দেশের হয়ে কয়েক সিজনে খেলার থেকে ফ্র্যাঞ্চাইজিরা সম্ভবত এক সিজনেই বেশি অর্থ দিয়ে থাকে।"

"সংশ্লিস্ট ক্রিকেটারদের বেতন থেকে বড় অঙ্কের অর্থ কেটে নেওয়াই শুধু নয়, প্রত্যেক ক্রিকেটারের বেতনের যে ১০ শতাংশ কমিশন পায় সেই দেশের ক্রিকেটাররা, সেগুলোও কেটে নেওয়া উচিত।"

"প্রতিশ্রুতি দেওয়ার পরেই তা ফিরিয়ে নিলে শাস্তি পাওয়া উচিত। অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে কোনও দেশের বোর্ড কমিশন পায় না। এই আইপিএল থেকেই সব দেশের বোর্ড অর্থ পেয়ে থাকে। এই মহানুভবতার জন্য বিসিসিআই কি কখনও ধন্যবাদ পেয়েছে? কোনওভাবেই না।"

IPL 2024 Highlights: Get Kolkata Knight Riders (KKR) vs Lucknow Super Giants (LSG) Highlights from Eden Gardens, Kolkata.
কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট এবং কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়াস আইয়ার (গ) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজন 17 (আইপিএল 2024) এর 28 তম ম্যাচের সময় কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে 14 এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত 2024. (স্পোর্টজপিক্স)

ইসিবি কী করেছে?

কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে ২২ মে দেশের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজের জন্য ইংরেজ ক্রিকেটারদের দেশে ফেরার নিদান দিয়েছিল। ইসিবি নিজেদের বিবৃতিতে বলে দেয়, "সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটাররা যাঁরা বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছে তাঁরা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য ফিরবে। যা শুরু হচ্ছে বুধবার ২২ মে হেডিংলেতে।

ইংল্যান্ড টিমের ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছেন, জস বাটলার ইংলিশ ক্রিকেটারদের আইপিএল থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বাটলার ছাড়াও স্যাম কুরান, ফিল সল্ট, জনি বেয়ারস্টো, মঈন আলি, উইল জ্যাকস, রিস টপলিরা বিশ্বকাপগামী ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছেন।

BCCI England IPL Sunil Gavaskar England Cricket Team IPL 2024
Advertisment