Advertisment

Suryakumar Yadav: বিশ্বের একনম্বর তারকাকেই পাবে না মুম্বই! IPL শুরুর আগেই রোহিত-হার্দিকদের সংসারে বজ্রপাত

Mumbai Indians, Suryakumar Yadav: বড় ধাক্কায় কাহিল মুম্বই ইন্ডিয়ান্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, Mumbai

IPL-Mumbai: এবারের আইপিএলে মুম্বই পথচলা শুরু করছে অধিনায়ক হার্দিকের সদ্য পুরোনো দল গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ হবে। (ছবি- টুইটার)

Suryakumar Yadav set to miss Mumbai Indian first match: দলের অন্যতম সেরা তারকাকেই পাবে না মুম্বই! একথা জানার পর, আইপিএল শুরুর আগেই রোহিত-হার্দিকদের সংসারে যেন রীতিমতো বজ্রপাত ঘটেছে। এবারের আইপিএলে মুম্বই পথচলা শুরু করছে অধিনায়ক হার্দিকের সদ্য পুরোনো দল গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ হবে।

Advertisment

মুম্বইয়ের হেড কোচ মার্ক বাউচার। তিনিও জানাতে পারেননি ওই তারকাকে কবে দল পাবে। কারণ, তিনি ইনজুরিতে ভুগছেন। আর, সেই কারণে দল তাঁকে পাবে না। এটা এখন ওপেন সিক্রেট। কিন্তু, সেটা কেবলমাত্র প্রথম ম্যাচ, যা গোটা প্রথম পর্বে, তা এখনও স্পষ্ট নয়। আর, সেটা বাউচারেরও অজানা বলেই জানা গিয়েছে।

ইতিমধ্যেই ধোনির চেন্নাইয়ের মত পাঁচটি আইপিএল জিতে রেকর্ডের অধিকারী মুম্বই। এবার তাদের লক্ষ্য আরও বড়। আইপিএল জিতে যুগ্মভাবে খেতাব জয়ের রেকর্ড থেকে এককভাবে সবচেয়ে বেশিবার আইপিএল জেতার রেকর্ড তৈরি। কিন্তু, শুরুতেই যেন দল ধাক্কা খেয়েছে সূর্যকুমার যাদবের ইনজুরিতে। সূর্য মুম্বইয়ের অন্যতম স্তম্ভ। শুধু তাই নয়। বিশ্বের ১ নম্বর টি২০ ব্যাটার। এককথায় মুম্বইয়ের অস্ত্রাগারের সবচেয়ে বড় অস্ত্র। তাঁকে প্রথম ম্যাচে গুজরাটের বিরুদ্ধে প্রথম একাদশে না পাওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই স্পষ্ট। তাই প্রথম ম্যাচের কয়েকদিন আগে নতুনভাবে স্ট্র্যাটেজি তৈরির পথে মুম্বই টিম ম্যানেজমেন্ট।

কারণ, গুজরাট মোটেও দুর্বল দল নয়। তার মধ্যে আবার ম্যাচ হবে আহমেদাবাদে। তার ফলে, স্থানীয় দর্শকদের একটা চাপ থাকবেই। তাঁরা স্বাভাবিক ভাবেই গুজরাটের হয়ে গলা ফাটাবেন। পাশাপাশি, হার্দিক গুজরাট থেকে মুম্বইয়ের অধিনায়ক হয়েছেন। গুজরাটের সতীর্থরা এখন তাঁদের পুরোনো অধিনায়কের কাছে নিজেদের প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাবেন।

মুম্বই ইন্ডিয়ান্স সূত্রে জানা গিয়েছে, জানুয়ারিতে সূর্যকুমার যাদবের হার্নিয়া অপারেশন হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি। তা-ও ফ্র্যাঞ্চাইজির কর্তারা ভেবেছিলেন আইপিএল শুরু হলেই হয়তো সূর্যকে পাওয়া যাবে। কিন্তু, সময় যত এগিয়েছে, ততই স্পষ্ট হয়েছে যে সেই সম্ভাবনা দূর-অস্ত্র। আর, এখন তো সাম্প্রতিক রিপোর্টেই স্পষ্ট হয়ে গিয়েছে যে সূর্যের ইনজুরি দ্রুত কমার নয়। প্রেস কনফারেন্সে বাউচার শুধু জানিয়েছেন, তিনি ও টিম ম্যানেজমেন্ট এখন সূর্যের ইনজুরি রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা করছেন।

আরও পড়ুন- মাঠেই অসভ্যতা মুশফিকুরের! ম্যাথিউসের সঙ্গে চরম দুর্ব্যবহারে শালীনতার সীমা ছাড়ালেন নাগিন তারকা, দেখুন ভিডিও

এই ব্যাপারে বাউচার বলেন, 'সূর্য এখন ভারতীয় দলের ফিটনেস ক্যাম্পে আছে। আমরা এখন ওঁর সুস্থতার রিপোর্টে পাওয়ার অপেক্ষা করছি। আমি যেন তেন প্রকারে ম্যানেজ করে নেওয়ার পক্ষপাতী নই। এর আগেও দলে ফিটনেস নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। আমরা সেই সমস্যাহগুল মিটিয়ে নিচ্ছি।'

IPL Hardik Pandya gujrat Mumbai Indians Suryakumar Yadav
Advertisment