Suryakumar Yadav's instagram story: রোহিত-হার্দিককে নিয়ে মুম্বই শিবিরে অশান্তি বর্তমানে চরমে! ড্রেসিংরুমের সেই ভয়াবহ বিতর্কের ইঙ্গিত দিলেন এবার সূর্যকুমার যাদব। চলতি মরশুমে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করেছে হার্দিক পান্ডিয়াকে। আর, তারপর থেকে অশান্তির জন্য খবরের শিরোনামে পাঁচ বারের আইপিএলজয়ী ফ্র্যাঞ্চাইজি।
রোহিতকে অধিনায়ক পদ থেকে সরানোর পর কয়েক লক্ষ সমর্থক মুম্বই ইন্ডিয়ান্সকে ফলো করা ছেড়ে দিয়েছেন। তারপর রোহিতের স্ত্রী-সহ অনেকেই সদ্য অপসারিত অধিনায়কের হয়ে মুখ খুলেছেন। পালটা, সোশ্যাল মিডিয়ায় রোহিতের স্ত্রীকে আনফলো করে দেন হার্দিক। সেসব অশান্তি থামানোর চেষ্টা করেছেন গাভাসকারের মত প্রাক্তনরা। হস্তক্ষেপ করেছে ফ্র্যাঞ্চাইজিও। কিন্তু, অশান্তি থামার লক্ষণই নেই।
দলের সঙ্গে যোগ দেওয়ার পরই গত এক-দু'দিন আগে থেকে হার্দিক বোঝানোর চেষ্টা করছিলেন যে রোহিতের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। কিন্তু, কোথায় কী! অশান্তি চলছে সেই তিমিরেই। এবার যা কার্যত সামনে এনে দিল সূর্যকুমার যাদবের ইনস্টাগ্রাম পোস্ট। তিনি একটি ভাঙা হৃদয়ের ইমোজি সেই পোস্টে শেয়ার করেছেন। তার পরেই জল্পনা নতুন করে তুঙ্গে উঠেছে।
অনেকে অবশ্য বোঝানোর চেষ্টা করেছেন, এটা রোহিত-হার্দিকের জন্য সূর্য পোস্ট করেননি। এটা তাঁর নিজের চোটের কথা বোঝাতে করেছেন। যদিও সেসব কথা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ভেবে বেশিরভাগই উড়িয়ে দিয়েছেন। তাঁদের পরিষ্কার বক্তব্য, সূর্যর চোট তো আজকে নয়। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকেও ও মাঠের বাইরে। তাহলে, আচমকা মন ভাঙার ছবি এখন দিলেন কেন? হতে পারে, সম্প্রতি তাঁর হার্নিয়া অপারেশন হয়েছে। কিন্তু, হার্নিয়া অপারেশন তো তেমন কোনও বড় ধরনের অস্ত্রোপচার নয়। তাই এবারের আইপিএলে সূর্যর ভালো কিছু করার সুযোগ আছে। ফ্র্যাঞ্চাইজিও তাঁর কাছে তেমনটাই চায়।
একনজরে এবার মুম্বই স্কোয়াড
আকাশ মাধওয়াল, আনশুল কাম্বোজ, অর্জুন তেন্ডুলকার, ডিওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, হার্দিক পান্ড্য (অধিনায়ক), ঈশান কিশান, জসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকেয়া, লুক উড, মহম্মদ নবি, এন তিলক ভার্মা, নমন ধীর, নেহাল ওয়াধেরা, নুয়ান থুশারা, পিয়াস চাওলা, রোহিত শর্মা, রোমারিও শেফার্ড, শামস মুলানি, শিবালিক শর্মা, শ্রেয়স গোপাল, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ
আরও পড়ুন- প্রতিদিন ২৫ লক্ষ টাকা ইনকাম! রাজনীতি ছেড়ে সিঁধু কমেন্ট্রিতে ফিরতেই আসল রহস্য ফাঁস
চোট পাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা সফরের সময় ব্যাট হাতে সূর্যকুমারের দুর্দান্ত পারফরম্যান্স এই আশা জাগিয়েছে। গকেবেরহায় যাদব ৩৬ বলে ৫৬ রান করেছিলেন। আর, জোহানেসবার্গে ৫৬ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেন। তাতেই, টি-২০ ব্যাটার হিসাবে তাঁর খ্যাতি আরও ছড়িয়ে পড়ে। আর, সেই কারণেই রোহিতের যোগদানের পরে সূর্যকুমার যাদবের ভাঙা ইমোজি পোস্টের একটাই অর্থ- মুম্বইয়ের সংসারে অশান্তি। এমনটাই অভিযোগ, নেটিজেনদের একাংশের।