Fixing allegations in IPL 2024: ওয়াংখেড়েতে ধুন্ধুমার ম্যাচে আরসিবিকে পরাস্ত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে ঈশান কিষান, সূর্যকুমার যাদবের ব্যাট যেমন ঝলসে উঠেছে, তেমন জসপ্রীত বুমরা পাঁচ উইকেট নিয়ে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। তবে সেই ম্যাচেই ফলাফল প্রশ্নবিদ্ধ হয়ে গেল ভাইরাল এক ভিডিও আলোড়ন ফেলে দেওয়ায়।
মুম্বই বনাম আরসিবি ম্যাচের ফলাফলে অনেকটাই প্রভাব রেখেছে শিশির। আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসিস নিজেই ম্যাচের পরে স্বীকার করে নিয়েছেন শিশিরের জন্য বোলাররা পরের দিকে বল একদমই গ্রিপ করতে পারছিলেন না। রিস টপলি থেকে মহম্মদ সিরাজ, বিজয়কুমার সকলেই বেধড়ক পিটুনি খান মুম্বই ব্যাটারদের সামনে।
শিশিরের কারণ ফ্যাক্টর হয়ে যাওয়া ম্যাচে টসে নাকি হার্দিককে ইচ্ছা করে জিতিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগের আঙুল সরাসরি ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের দিকে। তিনি নাকি টসের সময় কয়েন ঘুরিয়ে দেন, যাতে হার্দিক জিতে যান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি তিনি। যাতে পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে আরসিবি বোলিং করার সময় শিশিরের কারণে সমস্যায় পড়ে। ঠিক সেটাই হয়েছে ম্যাচে। এতেই আইপিএলে গড়াপেটার অভিযোগ আরও তীব্র হয়েছে।
ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক নেটিজেনই দাবি করেছেন, আইপিএলে সমস্ত ম্যাচ-ই আগে থেকেই ঠিক করা। শ্রীনাথের টসের ঘটনাতেই যা স্পষ্ট। অনেকে আবার ভিডিওয় দেখে গড়াপেটার কোনও ইঙ্গিত পাননি। তাঁদের বক্তব্য, শ্রীনাথ মোটেই টসের কয়েন তোলার সময় তা ঘুরিয়ে দেননি। বরং ফাফ দু প্লেসিসের কল ঠিকমত শুনতে পাননি।
ঘটনা যাইহোক, আইপিএলের ফলাফল কিন্তু গোটা ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়ে গেল। যদিও সরকারিভাবে কোনও আধিকারিক, ক্রিকেটার এই ইস্যুতে মুখ খোলেননি। পরবর্তীতে এই জল কতদূর গড়ায়, সেটাই দেখার।
যাইহোক, ম্যাচে আরসিবিকে ৭ উইকেটে পরাস্ত করে মুম্বই ইন্ডিয়ান্স। বুমরা ৫ উইকেট নিলেও আরসিবি ১৯৬ রানের বড়সড় পুঁজি জমা করেছিল স্কোরবোর্ডে। ফাফ দু প্লেসিস, রজত পাতিদার হাফসেঞ্চুরি করার পর শেষদিকে দুরন্ত ফিফটি করে যান দীনেশ কার্তিকও। এই রান চেজ করতে নেমে ঈশান কিষান ৩৪ বলে ৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব ১৯ বলে ৫২ করে ম্যাচ একপেশে করে দেন।