Advertisment

IPL 2024: IPL নিলামে দল পাননি, এবার ভোজপুরিতেই ম্যাচের কমেন্ট্রি করবেন টিম ইন্ডিয়ার তারকা

Saurabh Kumar unsold at IPL auction: জিও সিনেমা বিভিন্ন ভাষায় ম্যাচের লাইভ স্ট্রিমিং করার ব্যবস্থা করছে। ইতিমধ্যে সেই সব ধারাভাষ্যকারদের তালিকাও প্রকাশ করেছে জিও সিনেমা। সেই তালিকায় এমন অনেকেই আছেন, যাঁরা আইপিএল খেলছেন। আবার এমন অনেকে আছেন, যাঁদের নাম এবারের আইপিএলেও ছিল। কিন্তু, শেষ পর্যন্ত তাঁরা বিক্রি হননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, IPL

Team India-IPL: সদ্য হয়ে যাওয়া বিভিন্ন টুর্নামেন্টে জাতীয় দলে ছিলেন, এমন খেলোয়াড়রাও ধারাভাষ্য দেবেন। (ছবি-টুইটার)

IPL 2024 commentary: আইপিএল নিলামে বিক্রি হননি। কিন্তু, তাতেও তাঁর হেলদোল নেই। দিব্যি আইপিএল নিয়ে ভোজপুরিতে কমেন্ট্রি করে দু'হাত ভরে রোজগারের রাস্তা বানিয়ে ফেলেছেন সেই ক্রিকেটার। এবারের আইপিএল নিয়ে এমনই বেশ কিছু ছবি ইতিমধ্যেই উঠে আসতে শুরু করেছে।

Advertisment

আগামী ২২ মার্চ, শুক্রবার থেকে শুরু হতে চলেছে ১৭তম আইপিএল। প্রথম ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। যেখানে চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ সরাসরি স্টার স্পোর্টস টিভি চ্যানেলে দেখা যাবে। পাশাপাশি, জিও সিনেমাতেও এই টি২০ লিগের লাইভ স্ট্রিমিং হবে।

তার মধ্যে জিও সিনেমা বিভিন্ন ভাষায় ম্যাচের লাইভ স্ট্রিমিং করার ব্যবস্থা করছে। ইতিমধ্যে সেই সব ধারাভাষ্যকারদের তালিকাও প্রকাশ করেছে জিও সিনেমা। সেই তালিকায় এমন অনেকেই আছেন, যাঁরা আইপিএল খেলছেন। আবার এমন অনেকে আছেন, যাঁদের নাম এবারের আইপিএলেও ছিল। কিন্তু, শেষ পর্যন্ত তাঁরা বিক্রি হননি।

যেমন, সৌরভ কুমারের কথাই না-হয় ধরা যাক। সৌরভ সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে ছিলেন। সেই সৌরভই কি না, এবারের আইপিএলে ভোজপুরিতে ম্যাচের ধারাভাষ্য দেবেন। মজার বিষয় হল, সৌরভ কিন্তু ভারতীয় দলে এবারই প্রথম ডাক পাননি। ২০২২ থেকে তিনি ভারতীয় দলে সুযোগ পাননি। কিন্তু, এখনও কোনও ম্যাচে তাঁকে নামানো হয়নি। শুধু ভারতীয় দলই নয়। ২০১৭-য় সৌরভ আইপিএল দল রাইজিং পুনে সুপারজায়ান্টেও ছিলেন। কিন্তু, তাঁকে একটা ম্যাচেও খেলানো হয়নি।

সৌরভের পাশাপাশি কেদার যাদব, সিদ্ধেশ লাদ, শেলডন জ্যাকসন, শচীন বেবি, বাবা আব্রাজিৎ, বাবা ইন্দ্রজিৎ এবং হনুমা বিহারিরাও এবারের আইপিএলে কমেন্ট্রি করবেন। শুধু কি তাই? বীরেন্দ্র শেহবাগ হরিয়ানভিতে আইপিএলের কমেন্ট্রি করবেন। তাঁর সঙ্গে থাকবেন মনবিন্দর বিসলা। হিন্দিতে কমেন্ট্রি করবেন সুরেশ রায়না, জাহির খান, পার্থিব প্যাটেল, আকাশ চোপরা, আরপি সিং, প্রজ্ঞান ওঝারা। ইংরেজিতে কমেন্ট্রি করবেন অনিল কুম্বলে, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, শেন ওয়াটসন, ইওন মরগ্যান, ব্রেট লি ও রবিন উত্থাপ্পা।

জিওর এমন উদ্যোগের বড় কারণ, বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, ভোট চললেও ভারতেই আইপিএলের আয়োজন করা হবে। আপাতত বিসিসিআই আইপিএলের ২১ ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছে। বাকিটা নির্বাচনের তারিখ ঘোষণার পর জানানো হবে বলে বিসিসিআই জানিয়েছিল। ইতিমধ্যে কমিশন আবার ভোটের তারিক ঘোষণা করে দিয়েছে। লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল শুরু হবে। চলবে ৪ জুন পর্যন্ত। এই সূচি দেখার পর বিসিসিআই জানিয়ে দিয়েছে, ভারতে আইপিএল আয়োজনে কোনও অসুবিধা হবে না।

আরও পড়ুন- KKR-এর ওপর চটে লাল রাসেল! ভিডিও দেখানো নিয়ে তুঙ্গে তরজা, IPL শুরুর আগেই অশান্তি

এই ব্যাপারে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল বলেছেন, 'আমরা সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ রাখছি। আমরা অন্য কোথাও যাচ্ছি না। আমরা আশাবাদী, আইপিএলের দ্বিতীয় পর্যায়ও ভারতেই হবে।' অতীতে বারবার দেখা গিয়েছে, লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের আয়োজন ভিনদেশে করতে হয়েছে। এর আগে নির্বাচনের জন্য ২০০৯ সালের আইপিএল দক্ষিণ আফ্রিকায় করাতে হয়েছিল। ২০১৪ সালের আইপিএল করাতে হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০১৯ সালে অবশ্য লোকসভা নির্বাচন সত্ত্বেও ভারতেই আইপিএলের আয়োজন করা হয়েছিল। এবারও তেমনটা করা সম্ভব হবে বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড।

IPL BCCI Cricket News
Advertisment