Advertisment

Vijay Mallya-RCB: কোহলিদের জন্য স্পেশ্যাল বার্তা দেশছুট বিজয় মালিয়ার, প্লে অফে RCB পৌঁছতেই এল বড় আপডেট

RCB beat CSK to qualify for playoffs: মাত্র ছ'টা ম্যাচ জেতা একটা দলের আইপিএলের প্লে-অফ, মানে শেষ চারে পৌঁছনো। এটাকে বিরাট কৃতিত্ব বললেও কম বলা হয়। স্বভাবতই খুশি আরসিবির প্রাক্তন মালিক বিজয় মালিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB, Vijay Mallya, আরসিবি, বিজয় মালিয়া

RCB-Vijay Mallya: বিজয় মালিয়া আরসিবির প্রাক্তন মালিক। (ছবি- আইপিএল ওয়েবসাইট এবং টুইটার)

RCB in IPL 2024 playoffs: শনিবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে দুর্দান্ত জয়ের মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আইপিএল ২০২৪-এর প্লে অফে উঠেছে। ফাফ ডু প্লেসিস আর ক্যামেরন গ্রিনের সৌজন্যে আরসিবির স্কোর পৌঁছে যায় ২০০-এর ওপরে। পেশার যশ দয়ালের অসাধারণ বোলিংয়ের সুবাদে বেঙ্গালুরু ম্যাচে তাদের জয় ছিনিয়ে নেয়।

Advertisment

মাত্র ছ'টা ম্যাচ জেতা একটা দলের আইপিএলের প্লে-অফ, মানে শেষ চারে পৌঁছনো। এটাকে বিরাট কৃতিত্ব বললেও কম বলা হয়। স্বভাবতই খুশি আরসিবির প্রাক্তন মালিক বিজয় মালিয়া। তিনি টুইট করেছেন, 'শীর্ষ চার মানে আইপিএল প্লে অফে পৌঁছনোর জন্য আরসিবি-কে আন্তরিক অভিনন্দন। হতাশাজনক শুরুর পরেও সংকল্প, দক্ষতা এই দুর্দান্ত জয়ের গতি তৈরি করেছে। ট্রফির দিকে এগিয়ে দিয়েছে।'

এই ম্যাচে পেসার যশ দয়ালের পারফরম্যান্সকে রীতিমতো তারিফ করেছেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তিনি জানান, 'ম্যান অফ দ্য ম্যাচ'-এর পুরস্কার দয়ালকে উৎসর্গ করেছেন। প্লেসিস বলেন, 'আমি এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার যশ দয়ালকে উৎসর্গ করছি। ও যেভাবে বোলিং করেছে, অবিশ্বাস্য! এটা ওঁর প্রাপ্য। শেষ ওভারের আগে আমি দয়ালকে বলেছিলাম, এই পিচে পেস সবচেয়ে ভালো বিকল্প। নিজের দক্ষতার ওপর আস্থা রাখ। ম্যাচটা উপভোগ কর। আর, সেটা ও করেছে।'

সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেছেন, 'এটা পেসারদের পিচ ছিল। স্পিনারদের তেমন কিছু করার ছিল না। তারপরও আমার মনে হয়, ২০০ তোলা যেত। কিন্তু, আমরা পরপর উইকেট হারিয়েছি। এটা টি-২০ ম্যাচে হতেই পারে। তবে, আমি খুশি যে ১৪ ম্যাচের মধ্যে অন্তত ৭টায় জিততে পেরেছি। সবচেয়ে বড় কথা আমরা যে ধরনের ইনজুরিতে ভুগেছি, দুই প্রথমসারির বোলারকে মিস করেছি। অর্ডারটাই তো এলোমেলো হয়ে গেছে। তিন জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাইনি।'

আরও পড়ুন- ভিউ, এনগেজমেন্টের জন্য আমার গোপনীয়তা লঙ্ঘন! স্টার স্পোর্টসের বিরুদ্ধে ভয়ানক বিষ উগড়ালেন রোহিত শর্মা

রুতুরাজ বারবার করে বলেন, 'ফিজের (মুস্তাফিজুর) ইনজুরি। ফিরে গেল। পাথিরানার ইনজুরি। সে-ও ফির গেল। এভাবে যখন একটা দলের মধ্যে ইনজুরি থাকে, তখন দলে ভারসাম্য রাখা কঠিন। প্রতিটি খেলার জন্য আলাদা টিম বাছতে হচ্ছে। তারপরও আমাদের যা পারফরম্যান্স, মনে হয় মরশুমটা ভালোই কেটেছে। আমাদের নিয়ে সমালোচনা করতে হলে, দলে চোট-আঘাত পাওয়া খেলোয়াড়দের কথাও কিন্তু, উল্লেখ করা উচিত।'

IPL Royal Challengers Bangalore RCB Vijay Mallya IPL 2024
Advertisment