KKR vs MI: চুরির চেষ্টা কেকেআর সমর্থকের! ইডেনে কলকাতার মুখ পোড়াল এই সমর্থক, বড় ভিডিও ফাঁস

Viral video during KKR vs MI match: লিগ টেবিলে খুব একটা ফারাক হবে না কেকেআর-গুজরাট ম্যাচ ভেস্তে যাওয়ায়। এমনিতেও কেকেআর প্লে অফে পৌঁছে গিয়েছে। তার ওপর গুজরাট আবার প্লে অফের দৌড়ের বাইরে।

Viral video during KKR vs MI match: লিগ টেবিলে খুব একটা ফারাক হবে না কেকেআর-গুজরাট ম্যাচ ভেস্তে যাওয়ায়। এমনিতেও কেকেআর প্লে অফে পৌঁছে গিয়েছে। তার ওপর গুজরাট আবার প্লে অফের দৌড়ের বাইরে।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR fan tries to steal ball, kkr vs mi, কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল

Kolkata Knight Riders vs Mumbai Indians: বল চুরি করতে গিয়ে এভাবেই ধরা পড়ল কেকেআর সমর্থক (প্রফেসর সাহেব টুইটার ভিডিও স্ক্রিনগ্র্যাব)

Kolkata Knight Riders vs Mumbai Indians: চলতি সিজনে কেকেআরকে যেন বৃষ্টি তাড়া করেছে। ঘরের মাঠে মুম্বই ম্যাচে বৃষ্টি বাধ সেধেছিল। তবে ওভার কমিয়ে ম্যাচ আয়োজন করা সম্ভব হয়েছিল শেষমেশ। তবে সোমবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রবল বৃষ্টিতে খেলা পুরোপুরি পন্ড হয়ে গিয়েছে। এক বল-ও খেলা গড়ায়নি।

Advertisment

তবে তাতে সমস্যা হয়নি। লিগ টেবিলে খুব একটা ফারাক হবে না কেকেআর-গুজরাট ম্যাচ ভেস্তে যাওয়ায়। এমনিতেও কেকেআর প্লে অফে পৌঁছে গিয়েছে। তার ওপর গুজরাট আবার প্লে অফের দৌড়ের বাইরে।

তবে কেকেআর বনাম মুম্বই ম্যাচের এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে কেকেআরের এক সমর্থককে ম্যাচ-বল চুরি করতে দেখা গিয়েছে। কেকেআরের জার্সি পরিহিত সেই সমর্থক স্টেডিয়ামে থেকে প্রস্থানের সময় পকেটে ম্যাচ বল নিয়েই বেরোনোর চেষ্টা করেছিল। তবে পুলিশ করে ফেলে সেই সমর্থককে।

Advertisment

যাইহোক, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেকেআর-গুজরাট ম্যাচ আয়োজন সম্ভব-ই হয়নি। ক্রমাগত বৃষ্টিতে ম্যাচ শুরুর জন্য ১০.৪০ পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। নূন্যতম ৫ ওভার করে হলেও ম্যাচ আয়োজনের বিষয়ে আশাবাদী ছিলেন ম্যাচ অফিসিয়ালরা।

তবে তা করা যায়নি। রাত ১০.৪৩ নাগাদ ম্যাচ বাতিল করা হয়। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কেকেআর আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে। প্রথম দুইয়ে থাকা কার্যত নিশ্চিত নাইটদের। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। একমাত্র দল হিসেবে কেকেআর এখনও পর্যন্ত প্লে অফ নিশ্চিত করেছে। বাকি তিন জায়গার জন্য লড়াইয়ে রয়েছে ছয় দল- আরসিবি, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দারাবাদ, সিএসকে, লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস

IPL KKR Eden Gardens Kolkata Knight Riders IPL 2024