Advertisment

Virat Kohli: হারের চোটে মাথা আগুন! ড্রেসিংরুমে গিয়েই চেয়ার ভেঙে একাকার করলেন বিরাট, বিস্ফোরক VIDEO ফাঁস

Virat Kohli Viral Video: আরসিবি বোলিংকে ধরা হচ্ছে এবারের লিগের সবথেকে দুর্বল বোলিং-সম্পন্ন দলগুলির অন্যতম। বেঙ্গালুরুর শক্তি ধরা হচ্ছিল হেভিওয়েট ব্যাটিং লাইনআপ- কোহলি, ডুপ্লেসিস, ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনদের মত সুপারস্টারদের দিয়ে সাজানো আরসিবি ব্যাটিং।

author-image
IE Bangla Sports Desk
New Update
Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru, Virat Kohli, বিরাট কোহলি

LSG vs RCB: ড্রেসিংরুমে বিরাট কোহলি এই কাণ্ড করলেন (টুইটার, স্ক্রিনগ্র্যাব)

Virat Kohli Reaction: হঠাৎ করেই এলোমেলো হয়ে গিয়েছে আরসিবির আইপিএল অভিযান। প্রথম চার ম্যাচ খেলে তিনটিতেই হার। কেকেআরের পর মঙ্গলবার লখনৌয়ের কাছেও হার হজম করতে হয়েছে হেভিওয়েট দলকে। তারপরেই লিগ টেবিলের নয় নম্বরে নেমে গিয়েছে আরসিবি। প্লে অফের অঙ্ক কষতে বসেই বেশ চাপে পড়ে গিয়েছে আরসিবি থিঙ্কট্যাঙ্ক।

Advertisment

এমনিতেই আরসিবি বোলিংকে ধরা হচ্ছে এবারের লিগের সবথেকে দুর্বল বোলিং-সম্পন্ন দলগুলির অন্যতম। বেঙ্গালুরুর শক্তি ধরা হচ্ছিল হেভিওয়েট ব্যাটিং লাইনআপ- কোহলি, ডুপ্লেসিস, ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনদের মত সুপারস্টারদের দিয়ে সাজানো আরসিবি ব্যাটিং।

তবে কোহলি জোড়া হাফসেঞ্চুরি করলেও বাকি তিন বিদেশি একেবারেই ব্যর্থ এখনও পর্যন্ত। লখনৌয়ের বিপক্ষে গ্রিন-ম্যাক্সওয়েল মায়াঙ্ক যাদবের গতির সামনে হোঁচট খেয়েছিলেন। হেভিওয়েট ব্যাটিং লাইনআপের ব্যর্থতা ঢেকে দিতে পারেননি অনুজ রাওয়াত, মহিপাল লোমরোরদের মত লোয়ার অর্ডারে খেলা অনভিজ্ঞরা।

এমন অবস্থায় আরসিবির ড্রেসিংরুমের যে চিত্র বেরিয়ে আসছে, সেটাও আশাপ্রদ নয় সমর্থকদের জন্য। সোশ্যাল মিডিয়ায় কোহলির ভেঙে পড়া এক ভিডিও হঠাৎ ভাইরাল। যেখানে কোহলিকে দেখা যাচ্ছে দলের পারফরম্যান্সে তিনি ভীষণ অসন্তুষ্ট। ড্রেসিংরুম থেকে লিকড হয়ে যাওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে কোহলি হতাশায় ড্রেসিংরুমের চেয়ার আছড়ে ফেলছেন। নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নাকি দলগত পারফরম্যান্স-এ তাঁর এই অসন্তোষ তা যদিও স্পষ্ট হয়নি।

লখনৌয়ের ১৮১ রানের জবাবে আরসিবির শুরুটা খারাপ হয়নি। তিনি এবং দু প্লেসিস মিলে ওভার পিছু প্রায় ১০ রান স্কোরবোর্ডে জমা করছিলেন। তবে পাওয়ার প্লের ঠিক আগের এবং পরের ওভারেই বিপত্তি। এম সিদ্ধার্থের বলে আউট হয়ে ফেরেন কোহলি।

পাওয়ার প্লে শেষ হতেই লখনৌ অধিনায়ক কেএল রাহুল আক্রমণে আনেন মায়াঙ্ক যাদবকে। তারপর তিনি একাই স্রেফ গতির কড়াইয়ে ফেলে শুকিয়ে দেন আরসিবির মিডল অর্ডার। ফাফ দু প্লেসিস রান আউট হয়ে যান। গ্রিন-ম্যাক্সওয়েলকে ফেরান মায়াঙ্ক। রজত পাতিদারও তাঁর শিকার। শেষদিকে, মহিপাল লোমরোর আশা জাগিয়েছিলেন। সঙ্গে ছিলেন দীনেশ কার্তিক। ১৩ বলে ৩৩ রানে চার-ছক্কার ঝড়ও তোলেন। তবে লখনৌয়ের বোলিংয়ের সামনে পুরো ২০ ওভার ব্যাট করার আগেই আউট হয়ে যায় আরসিবি।

এমনিতে এই আইপিএল কোহলির টি২০ বিশ্বকাপের আগে এই ফরম্যাটে নিজের অপরিহার্যতা প্রমাণের মঞ্চ। জোড়া হাফসেঞ্চুরি হাঁকালেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। এবার দলের হার তাঁর ব্যক্তিগত লক্ষ্যের জন্যও বাধা হয়ে দাঁড়াল।

IPL LSG Lucknow Super Giants Royal Challengers Bangalore Virat Kohli RCB IPL 2024
Advertisment