/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/kohli-umpire.jpg)
Virat Kohli argument with umpire: আম্পায়ারদের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছেন কোহলি (টুইটার)
Royal Challengers Bangalore vs Delhi Capitals: চলতি সিজনে আম্পায়ারদের সঙ্গে তর্কবিতর্ক করা অভ্যেস করে ফেলেছেন বিরাট কোহলি। মাঠে নামলেই নিয়ম করে আম্পায়ারদের ওপর চাপ তৈরি করছেন। সেই কাণ্ডই ঘটল আবার-ও আরসিবি বনাম দিল্লির মরণ বাঁচন ম্যাচে।
দিল্লি ক্যাপিটালস রান চেজ করার সময়েই কোহলি ফের একবার স্বমূর্তিতে হাজির। অভিষেক পোড়েল সেই সময় ব্যাট করছিলেন। মহম্মদ সিরাজের ইনসুইংগিং ইয়র্কার রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকিয়ে দিয়েছিলেন পোড়েল।
আম্পায়ার প্রাথমিকভাবে নট আউটের সিদ্ধান্ত দেন। রিভিউ নেয় আরসিবি। তৃতীয় আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন। বলে দেওয়া বল বল প্ৰথমে ব্যাটেই আঘাত করে।
তবে আম্পায়ারদের এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন না ফাফ দুপ্লেসিস এবং বিরাট কোহলিরা। দীর্ঘক্ষণ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় আরসিবি তারকাদের।
Virat Kohli is furious with umpire
Was it out or Not #RCBvDC#DCvsRCB#ViratKohli𓃵#CSKvsRR#ChennaiSuperKings#BabarAzam#PAKvIREpic.twitter.com/hxjjlzTPxR— Muhammad Usman (@engrusman528) May 12, 2024
যাইহোক, চিন্নাস্বামীর টু-পেসড উইকেটে আরসিবি দিল্লিকে দাঁড়াতেই দেয়নি। টানা পঞ্চম জয়ে আরসিবি প্লে অফের দৌড়ে এখন রীতিমত ফেভারিট। প্রথমে ব্যাট করে রজত পাতিদার (৫২), উইল জ্যাকস (৪১) এবং ক্যামেরন গ্রিনের (৩২) ব্যাটে ভর করে আরসিবি ১৮৭/৯ তুলেছিল। জবাবে দিল্লি ক্যাপিটালস ১৪০-এ গুটিয়ে যায়। একা হাফসেঞ্চুরি করে লড়াই করছিলেন পন্থের অনুপস্থিতিতে নেতা হওয়া অক্ষর প্যাটেল (৫৭)। তবে তা জয়ের জন্য পর্যাপ্ত ছিল না।