/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/IPL-RCB.jpg)
IPL-RCB-Virat Kohli: ক্যামেরায় ধরা পড়েছে কোহলির উত্তেজিত হয়ে পড়ার সেই ছবি। (ছবি সৌজন্যে: স্ক্রিনগ্র্যাব)
Royal Challengers Bangalore poor performance in IPL: তিনি সাফল্য পাচ্ছেন। কিন্তু, গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটা একের পর এক ম্যাচ হারছে। যা নিয়ে বিশেষজ্ঞরা দিন নেই, রাত নেই, রীতিমতো ছিঁড়ে খাচ্ছেন! আর, এনিয়ে তিনি অর্থাৎ কোহলি যে বিরাট চাপে, তা এবার সামনে চলে এল। মাঠেই রেগেমেগে এই কিংবদন্তিকে বিরাট চিৎকার-চেঁচামেচি করতে দেখা গেল। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
সানরাইজার্স হায়দরাবাদও দক্ষিণের দল। দক্ষিণের দলগুলোর নিজেদের মধ্যে প্রতিবেশীসুলভ তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা কারও অজানা নয়। সেই দক্ষিণের প্রতিবেশী রাজ্য অন্ধ্রের দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের আগে তাদের বিজ্ঞাপনে যে বিরাট আশা জাগানোর ইঙ্গিত ছিল, সবটাই মাঠে মারা গেছে গত কয়েকদিনের ম্যাচগুলোয়। সানরাইজার্সের কাছে যা আরও বেশি করে চোখে পড়েছে। ট্রাভিস হেডরা রীতিমতো ছেলেখেলা করেছেন বেঙ্গালুরুর বোলারদের নিয়ে।
Everyone's mental health after watching RCB bowlers #RCBvsSRHpic.twitter.com/dSy38RctKC
— Rohan Naik (@RohanNaik_) April 15, 2024
মাত্র ২০ ওভারে ৩ উইকেটে ২৮৭ রান তুলে নিজেদের ইতিহাসের পাতায় তুলে দিয়েছে সানরাইজার্স। তার মধ্যে রয়েছে হেডের ৩৯ বলে সেঞ্চুরির সাড়াজাগানো ব্যাটিং। আর, তার সঙ্গে রীতিমতো সঙ্গত করে গিয়েছেন হেনরিখ ক্লাসেনরা। এই পরিস্থিতিতেও পালটা লড়াই গোড়া থেকে শুরু করে দিয়েছিলেন কোহলি। ৪২ রানে আউট হওয়ার আগে পর্যন্ত তিনি রীতিমতো যারপরনাই চেষ্টা চালিয়েছেন। যা মুগ্ধ করেছে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিসকেও।
আর, এই চেষ্টারই ফসল হিসেবে ২৫০-রও বেশি রান করেছে আরসিবিও। যা নিয়ে রীতিমতো গর্ব করে প্লেসিস বলেছেন, 'আমরাও যথেষ্ট চেষ্টা করেছি। তাই অত রান তুলতে না পারলেও কাছাকাছি গিয়েছি। কিন্তু, ২৮৭ রানটা একটু বেশিই। ব্যাটাররা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছেন। তবে, বোলিংটা আরও একটু ভালো হলে হায়দরাবাদের রানটা একটু কম উঠত।'
আরও পড়ুন- ফিজের জন্য বিসিবির কাছে হাত জোড় করে অনুরোধ ধোনির CSK-র! বাংলাদেশের মন গলল অবশেষে
কিন্তু, এতকিছুর মধ্যেও ক্যামেরায় তীব্রভাবে ধরা পড়ল সতীর্থদের প্রতি বিরাটের চিৎকার করা, রেগে যাওয়া, উত্তেজিত হয়ে পড়া। এমনিতে মাঠে ঠান্ডা মাথার বলেই পরিচিত কোহলির বিরুদ্ধে বিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে টুকটাক দুর্ব্যবহারের নজির যে নেই, তা নয়। কিন্তু, নিজের দলের খেলোয়াড়দের সঙ্গে তাঁকে এতদিন তেমন কিছু খুব একটা করতে দেখা যায়নি। সেই ধৈর্যটাই যেন হায়দরাবাদের সঙ্গে ম্যাচে হারিয়ে ফেলেছিলেন বিরাট। ম্যাচের সঙ্গে আরও বেশি করে মন প্রাণ দিয়ে মিশে যাওয়াও তার একটা কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।