Gautam Gambhir hug with Virat Kohli: আরসিবি-কেকেআর ম্যাচের দিন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে জড়িয়ে ধরেছিলেন বিরাট কোহলি। একসময়ের সঙ্গী গম্ভীরকে কোহলির প্রকাশ্যে এভাবে আলিঙ্গন করা অনেকেরই নজর টেনেছিল। খেলার মাঠে প্রতিপক্ষ শিবিরে থাকা মানেই শত্রুপক্ষের কেউ, এই ধারণাটা ঠিক নয়। গম্ভীরকে আলিঙ্গন করে কার্যত স্পোর্টসম্যানশিপের পরিচয়ই দিয়েছিলেন কোহলি। কারণ, গত বছর লখনউয়ে আরসিবি আর এলএসজির ম্যাচের পর গম্ভীর আর কোহলির মধ্যে ঝগড়া হয়েছিল।
Advertisment
তার বদলে এবছর গলাগলি। যেন, ক্রিকেট দুনিয়ার একটা বিরাট প্রাপ্তি। কিন্তু, অনেকে আবার ব্যাপারটা খোলা মনে নেননি। মাঠে প্রতিপক্ষ শিবিরের কারও সঙ্গে গলাগলি চলতেই পারে না। এমনটাই ওই সব ব্যক্তিদের বিশ্বাস। এবার নাম না-করে তাঁদের একহাত নিলেন বিরাট। এবারের আইপিএলকে মাতিয়ে বিরাট কার্যত ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন। তাঁর কথায়, ওই সব 'লোকেরা আমার আচরণে হতাশ। আমি নবীনকে জড়িয়ে ধরেছিলাম। আর, গৌতি ভাইও সেদিন আমাকে জড়িয়ে ধরেছিলেন। তাই তাঁরা তাদের মশলা হারিয়েছে।'
এর আগে দিল্লিতে একদিনের বিশ্বকাপের ম্যাচ চলাকালীনই আফগানিস্তানের পেসার নবীন-উল-হকের সঙ্গে কোহলি তাঁর দ্বন্দ্ব মিটিয়ে নিয়েছিলেন। নিজে থেকে সেধে কথা বলে কোহলি সেই দ্বন্দ্ব মেটান। নবীন নিজেই সেটা গণমাধ্যমকে জানিয়েছেন। সেই সময় কোহলি নবীনকে বলেছিলেন, 'চল ম্যাচটা এবার শেষ করা যাক।' নবীন পালটা বলেছিলেন, 'হ্যাঁ, করা যাক।' এরপর নবীন আর কোহলি পরস্পরকে আলিঙ্গন করে মাঠে নিজেদের জায়গার দিকে হাঁটতে শুরু করেন। নবীনের মনে আছে, কোহলি এই সময় তাঁকে বলেছিলেন, 'এরপর আর কোহলির নামে জয়ধ্বনি নয়। স্রেফ ক্রিকেটের জন্য সমর্থকদের জয়ধ্বনি শোনা যাবে।'
একশ্রেণির সমালোচকরা যাই বলুন না কেন, এবারের আইপিএলে কোহলি কিন্তু মন দিয়ে নিজের কাজটাই করে যাচ্ছেন। ১১ এপ্রিল তাঁর দল আরসিবি মুখোমুখি হয়েছে মুম্বইয়ের। তার আগেই কোহলি ইতিমধ্যে এবারের আইপিএলে ৩১৬ রান করে ফেলেছেন। গম্ভীরের সঙ্গে যে ম্যাচের দিন আলিঙ্গন করেছেন, সেই ম্যাচে কেকেআরের বিরুদ্ধেই ৮৩ রানে অপরাজিত ছিলেন। এককথায়, গোটা আরসিবির হয়ে ব্যাটটা যেন কোহলিই করছেন। আর, এই জন্য ইতিমধ্যেই তিনি অরেঞ্জ ক্যাপের দাবিদার হয়ে উঠেছেন।