Advertisment

Virat Kohli-Hayden: ও কি ক্যাপ্টেন নাকি, বারবার কেন আম্পায়ারকে শাসাচ্ছে! কোহলিকে মন খুলে আক্রমণ অজি কিংবদন্তির

Virat Kohli encounter with umpires: এই ম্যাচে প্রথমে বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি ব্যাট করেছে। সেই রান তাড়া করতে নেমেছিল চেন্নাই অর্থাৎ সিএসকে। চেন্নাইয়ের ব্যাটিংয়ের ১২ ওভারের সময় দুই আম্পায়ার কাছাকাছি এসে আলোচনা করছিলেন। সেই সময় কোহলি গিয়ে আম্পায়ারদের কিছু একটা বলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, RCB, বিরাট কোহলি, আরসিবি,

Virat Kohli-RCB: ম্যাচে এভাবেই বারবার আম্পায়ারদের কাছে ছুটে গিয়েছিলেন বিরাট। (স্ক্রিনগ্যাব)

Virat Kohli controversy: বেঙ্গালুরুর বিরাট কোহলিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আরসিবির ম্যাথু হেডেন। সিএসকের বিরুদ্ধে ম্যাচে কোহলি বারবার আম্পায়ারদের কাছে ছুটে গিয়েছেন। নানা অভিযোগ জানিয়েছেন। দাবি করেছেন। এতেই ক্ষুব্ধ অস্ট্রেলীয় কিংবদন্তি ম্যাথু হেডেন। তিনি প্রশ্ন তুলেছেন, 'ও কি ক্যাপ্টেন নাকি, বারবার কেন আম্পায়ারকে শাসাচ্ছে!'

Advertisment

শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তখন ফিল্ডিং করছিল। সেই সময় বিরাট বারবার আম্পায়ারদের কাছে যাচ্ছিলেন। এসব দেখেই ক্ষোভ প্রকাশ করেন হেডেন। কারণ, আরসিবি বা বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মাঠে কোনও দল তার অধিনায়কের নেতৃত্বে থাকে। নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের কোনও সমস্যা হলে তাঁরা অধিনায়ককে জানান। আর, অধিনায়ক কোনও অভিযোগ থাকলে আম্পায়ারকে। সেই হিসেবে আম্পায়ারদের কাছে কিছু জানাতে বা বলতে যেতে হলে সেটা প্লেসিসের যাওয়া উচিত। কিন্তু, তার বদলে যাচ্ছিলেন বিরাট। স্বভাবতই লাইভেই হেডেন প্রশ্ন তোলেন, 'ও কি ক্যাপ্টেন নাকি! বারবার করে আম্পায়ারদের কাছে যাচ্ছে।'

এই ম্যাচে প্রথমে বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি ব্যাট করেছে। সেই রান তাড়া করতে নেমেছিল চেন্নাই অর্থাৎ সিএসকে। চেন্নাইয়ের ব্যাটিংয়ের ১২ ওভারের সময় দুই আম্পায়ার কাছাকাছি এসে আলোচনা করছিলেন। সেই সময় কোহলি গিয়ে আম্পায়ারদের কিছু একটা বলেন। আর, সেটাই হেডেনের চোখে লাগে। কারণ, এর আগেও বিরাট এই ম্যাচে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় আম্পায়ারদের কাছে বার দুয়েক গিয়েছিলেন। এরপরই তা হেডেন বলে বসেন, 'বিরাট বারবার করে আম্পায়ারদের কাছে যাচ্ছে। ও তো অধিনায়ক না। আম্পায়ারদের কাছে ওর তো এভাবে যাওয়া উচিত না।'

আরও পড়ুন- CSK-র উচিত ১টা আইপিএল ট্রফি RCB-কে দেওয়া! বড় বিতর্কের জল্পনা উস্কে বিস্ফোরক মন্তব্য ধোনির প্রাক্তন সতীর্থের

বেঙ্গালুরুর পরপর ম্যাচে হারের পর জল্পনা ছড়িয়েছিল, ফের কোহলিকেই অধিনায়ক করা হতে পারে। কারণ, কোহলিই আগে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন। তারপরই দেখা গেল যে চেন্নাইয়ের ম্যাচে প্লেসিস থাকলেও কোহলিই কার্যত অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। শুধু তাই নয়, ব্যাটিংয়ের সময়ও কোহলি যখন ভালো কিছু করেছেন, এমন আচরণ করেছেন যেন তিনি সাফল্য পেলেন। দলের উইকেট পাওয়ার সময়ও তাঁর খুশি প্রকাশ করার ঢঙ ছিল দেখার মত। যেন তিন বছর পর ফের তিনি বেঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

IPL Royal Challengers Bangalore Virat Kohli RCB The Australian CSK Chennai Super Kings IPL 2024
Advertisment