Advertisment

Wasim Akram Reaction: গাভাসকারকে অপমান করা উচিত হয়নি কোহলির! থাকতে না পেরে এবার মুখ খুললেন আক্রাম

Virat Kohli vs Sunil Gavaskar IPL Row: গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে শনিবার ম্যাচের পরেই কোহলি নিশানা করেন তার সমালোচকদের। ঠান্ডা ঘরে বসে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার কড়া নিন্দা করেন তিনি। এরপরে প্রত্যাঘাত করেন গাভাসকারও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli vs Sunil Gavaskar IPL Row: বিরাট কোহলি বনাম সুনীল গাভাসকার

Wasim Akram Reaction: কোহলি-গাভাসকার দুজনকেই গ্রেট বললেন আক্রাম (টুইটার)

Wasim Akram on Virat Kohli: চলতি আইপিএলে অন্যতম বিতর্ক হিসাবে ধরা দিয়েছে এই ঘটনা। হার্দিক-রোহিত ইস্যুকেও কার্যত ব্যাকফুটে ফেলে দিয়েছেন দুজনে। কোহলি বনাম গাভাসকারের সংঘাত আইপিএলকেও অন্য মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। কোহলির স্ট্রাইক রেট নিয়ে বিশেষজ্ঞরা নেতিবাচক মন্তব্য করেছিলেন। গাভাসকার-ও কড়া কথা শোনান কোহলিকে। তবে ছেড়ে দেওয়ার বান্দা নন বিরাট-ও।

Advertisment

গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে শনিবার ম্যাচের পরেই কোহলি নিশানা করেন তার সমালোচকদের। ঠান্ডা ঘরে বসে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার কড়া নিন্দা করেন তিনি। এরপরে প্রত্যাঘাত করেন গাভাসকারও। কিংবদন্তি সরাসরি কোহলিকে একহাত নিয়ে বলে দেন, "বাইরের কথায় যদি প্রভাবিত না হও, তাহলে এভাবে রিয়াক্ট করছ কেন!" দুই প্রজন্মের দুই মহাতারকার প্রকাশ্যে কাদা ছোঁড়াছুড়ি নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং ওয়াসিম আক্রম।

স্পোর্টসক্রীড়ায় পাক কিংবদন্তি বলে দিয়েছেন, "দুজনেই সেরা। সানি ভাই, ক্রিকেটার হিসেবে মাঠের মধ্যে, মানুষ হিসেবে ওঁকে চিনি। ধারাভাষ্যকার হিসাবে, জানি না কতদিন উনি যুক্ত রয়েছেন। হয়ত আড়াই দশক ধরে।"

"আর গ্রেট ম্যান বিরাট কোহলির কথায় আসা যাক। ও একজন শীর্ষস্থানীয় ক্রিকেটার। আধুনিক ক্রিকেটের গ্রেট। যে ধরণের পারফরম্যান্স ও উপহার দিয়েছে, তাতে ও হয়ত সর্বকালের অন্যতম সেরা। তবে ওঁর মোটেও এভাবে কথা বলা উচিত হয়নি।"

আক্রমের আরও সংযোজন, "এটাই তো একজন ধারাভাষ্যকারদের কাজ। ও যদি কয়েকটা ম্যাচে স্লো খেলেও থাকে, তাহলে ধারাভাষ্যকার তো এটা নিয়ে মন্তব্য করবেই। উচিত ছিল ভুলে যাওয়া। তবে বিরাট মোটেও এরকম নন। দুজনেই গর্বিত ভারতীয়। দুজনেই এটা দ্রুত ভুলে যাবেন। মনে হয় না, কেউ এটা ব্যক্তিগতভাবে নেবে। দুজনের সম্পর্ক অটুট থাকবে। দুজনকে কাছ থেকে চেনার সুবাদেই বলছি।"

কোহলি বনাম গাভাসকারের দ্বন্দ্ব এবারেই প্ৰথম নয়। এর আগেও আইপিএলে কোহলির পারফরম্যান্স নিয়ে মজা করে সানি বলেছিলেন, লকডাউনে কোহলি কেবলমাত্র অনুষ্কা শর্মার বলে অনুশীলন করেছিলেন। মজার ছলে করা এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিরাট স্ত্রী অনুষ্কা। এমন প্রতিক্রিয়ার মুখে গাভাসকার শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে রেহাই পান।

Virat Kohli IPL Sunil Gavaskar IPL 2024
Advertisment