Virat Kohli's performance in IPL: চলতি সিজনে বিরাট কোহলি দুরন্ত ফর্মের কারণে শিরোনামে রয়েছেন। তবে একই কারণে নেতিবাচক খবরে উঠে এসেছেন কম স্ট্রাইক রেটের কারণে। কোহলির প্রধান সমালোচক হিসাবে আবির্ভূত হয়েছেন স্বয়ং সুনীল গাভাসকার।
তবে বরাবরের মতই কোহলি নিজের সমালোচকদের পাত্তা না দেওয়ার নীতিই নিলেন। বাইরের এই সমালোচনার প্রতিক্রিয়া তিনি কীভাবে দেন, এই প্রশ্নের জবাবে কোহলি জিও সিনেমায় সাফ বলে দিয়েছেন, "সবসময় প্রতিক্রিয়া জানানোর দরকার নেই। মাঠে আমি কী করতে পারি, সেটা আমিই ভালো জানি। আমার দক্ষতা কী, কেমন ধরণের প্লেয়ার আমি- সেটা সবাইকে বলে বোঝানোর প্রয়োজন নেই আমার। কখনই কাউকে জিজ্ঞাসা করিনি, কীভাবে ম্যাচ জিততে হয়। মাঠে খেলতে খেলতে নিজের অভিজ্ঞতা থেকে পুরো বিষয়টি আয়ত্ত করেছি। বারবার দলকে ম্যাচ জিতিতেছি, ভাগ্যের জোরে নয়। কেউ কোনও একটা মুহূর্ত পর্যবেক্ষণ করে সেটা নিয়ে বিশ্লেষণ করা আর মাঠে সেটা অভিজ্ঞতা অর্জন করা- দুটো পৃথক বিষয়।"
"আমার কখনই মনে হয়নি, কয়েকজনের কাছে গিয়ে বলি, এরকম যাতে তাঁরা না বলেন। আমি জানি মাঠে আমি কী করার ক্ষমতা রাখি। কারোর সমর্থনের কিংবা প্রশংসার প্রয়োজন নেই আমার যে আমি ভালো খেলেছি। আমার আদতে এসব জিনিসের দরকার-ই নেই। জীবনের শুরুর দিকে বাবার কাছে এই শিক্ষা পেয়েছি। আরও আগে রাজ্য দলের হয়ে কেরিয়ারে শুরু করতে পারতাম, অন্য কোনও উপায়ে। বাবা বলতেন, আমি যদি সত্যি দক্ষ হই, তাহলে ঠিকই সফল হব। আমার গ্রহণযোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে আমার পারফরম্যান্স।"
কোহলির এই পুরো ঘটনার বিবৃতির ঠিক একদিন আগেই গাভাসকার বলে দিয়েছিলেন, কেরিয়ারের শুরুর দিকে কোহলিকে সাহায্য করেন ধোনি। "কোহলির কেরিয়ার যখন শুরু হয়, তখন সেটা ছিল প্রায় বন্ধ হয়ে যাওয়ার মত। ওঁকে ধোনি বাড়তি যে মোমেন্টাম এনে দিয়েছিলেন, তার ফলেই আমরা আজকের কোহলিকে দেখতে পাচ্ছি আমরা।" স্টার স্পোর্টস-এ বলেছিলেন গাভাসকার।