Advertisment

Virat Kohli: আবেশ খানকে অপমান করার জন্যই কি কুকীর্তি কোহলির! লিকড ভিডিও সামনে, ফের বিতর্কে মহাতারকা

Virat Kohli controversy: কোহলির এই নতুন বিতর্কিত কীর্তি রাজস্থান রয়্যালসের ম্যাচে। শনিবারই রাজস্থানের সওয়াই মানসিং স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে রাজস্থান রয়্যালসের ম্যাচ ছিল। কোহলি ওই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৭২ বলে ১১৩ রান করেন। কিন্তু, আরসিবির অন্য কোনও ব্যাটার তেমন কিছুই করতে পারেননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Avesh Khan

Virat Kohli-Avesh Khan: ম্যাচে এভাবেই ভেঙিয়েছেন কোহলি। (ছবি- স্ক্রিনগ্যাব)

Virat Kohli century against Rajasthan Royals: বিরাট কোহলির হলটা কী? কখনও আউট হয়ে যাওয়া বিপক্ষের খেলোয়াড়কে আঙুল উঁচিয়ে মাঠের বাইরে চলে যাওয়ার ইঙ্গিত করছেন। কখনও আবার বিপক্ষের বোলারকে ভেঙাচ্ছেন! কখনও আবার মাঠের মধ্যে অন্য কোনও বিতর্কে জডাচ্ছেন। এবার তাঁর এমনই এক কুকীর্তি ধরা পড়ল। ভিডিও সামনে আসায় যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Advertisment

কোহলির এই নতুন বিতর্কিত কীর্তি রাজস্থান রয়্যালসের ম্যাচে। শনিবারই রাজস্থানের সওয়াই মানসিং স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে রাজস্থান রয়্যালসের ম্যাচ ছিল। কোহলি ওই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৭২ বলে ১১৩ রান করেন। কিন্তু, আরসিবির অন্য কোনও ব্যাটার তেমন কিছুই করতে পারেননি। যার কারণে কোহলির সেঞ্চুরিও সমালোচনার ঊর্ধ্বে ছিল না।
আইপিএলের ইতিহাসে ধীরতম সেঞ্চুরি করার অভিযোগে বিশেষজ্ঞদের কাঠগড়ায় ওঠেন কোহলি। বীরেন্দ্র সেওয়াগের মত ক্রিকেট কিংবদন্তি তো বলেই বসেন, কোহলি ঠিকঠাক ব্যাট করলে আরও ২০টা রান বেশি হত। আর, আইপিএলে এই ২০ রানই বড় পার্থক্য গড়ে দেয়। কারণ, এটা ২০ ওভারের টুর্নামেন্ট। প্রতিটা দলই ২০ ওভার করে খেলার সুযোগ পায়।

আর, সেই ম্যাচেই কোহলিকে দেখা যায় বিপক্ষের বোলার আবেশ খানকে ভেঙাতে। ব্যাট হাতে প্যাড আর হেলমেট পরা অবস্থাতেই আবেশ খানের বোলিং নকল করতে। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আইপিএল কর্তারা প্রথম থেকেই বলে আসছেন, খেলোয়াড়চিত ভূমিকা বজায় রাখার জন্য। এর আগে বিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে যথোচিত আচরণ না করায় কেকেআরের খেলোয়াড় হর্ষিত রানার ম্যাচ ফির ৬০ শতাংশ কেটে নিয়েছেন ম্যাচ কমিশনার।

আরও পড়ুন- কোহলিকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, বিস্ফোরণ এবার শৈশবের কোচের

আর, সেটা ঘটেছে এবারের আইপিএলেও। তবে, সেই সময়ও কোহলির বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল। বিপক্ষের খেলোয়াড় আউট হওয়ার পর তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন বিরাট। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তবে, কোহলিকে কোনও সাজা দেওয়া হয়নি। যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের একহাত নিয়েছিলেন দর্শকদের একাংশ। ফের রাজস্থানের সঙ্গে ম্যাচে এবার কোহলির এই আবেশ খানকে ভেঙানোর ভিডিও সামনে এল। এবার কি আইপিএল কর্তারা কোহলিকে সাজা দেবেন? সেই প্রশ্ন ইতিমধ্যেই তুলে ফেলেছেন নেটিজেনরা।

RCB Virat Kohli Rajasthan Royals BCCI Royal Challengers Bangalore IPL IPL 2024
Advertisment