Virender Sehwag calls MS Dhoni buzurg: ধোনি হলেন 'বুজুর্গ'। অজিঙ্কা রাহানের ফিটনেসও ওঁর থেকে ভালো! মাহির ওপর ফের বিষ ওগরালেন শেওয়াগ। গুজরাট টাইটানসের সঙ্গে ম্যাচে বিজয় শঙ্করের ক্যাচ ২.৭ মিটার ডাইভ দিয়ে ধরেছেন ধোনি। গোটা বিশ্ব যখন তাঁর এই তৎপরতার প্রশংসায় পঞ্চমুখ, সেই সময় ধোনিকে বুজুর্গ বা বয়স্ক বলে কটাক্ষ করলেন শেওয়াগ।
চিপকে গুজরাট টাইটানসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়দের চেষ্টা, তাঁদের ফিটনেসের প্রশংসা করছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। ম্যাচে অজিঙ্কা রাহানে ডেভিড মিলারের একটি দুর্দান্ত ক্যাচ ধরেছেন। শেওয়াগ তার প্রশংসা করেন। এবারের মরশুমে সিএসকেতে যোগ দেওয়া রাচিন রবীন্দ্রর ধরা দুটো ক্যাচের প্রশংসা করেন। কিন্তু, যে ক্যাচটা সবার নজর কেড়েছে, তা ছিল কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ধরা বিজয় শঙ্করের ক্যাচ। বছর ৪২-এর উইকেটরক্ষক ধোনির এই পারফরম্যান্সে চিপকের দর্শকরা রীতিমতো মুগ্ধ। কারণ, ধোনি ডানদিকে ২.৭ মিটার ডাইভ দিয়ে ক্যাচটা ধরেছেন।
গোটা ক্রিকেট বিশ্ব যখন ধোনির এই ক্যাচ ধরার প্রশংসায় পঞ্চমুখ, সেই সময়ই ভারতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থকে 'বুজুর্গ' বলে কটাক্ষ করলেন শেওয়াগ। তিনি বলেছেন, 'ক্যাচই ম্যাচ জেতায়। অজিঙ্কা রাহানে একটা ভালো ক্যাচ ধরেছে। রচিন রবীন্দ্রও তাই। এমনকী, (বুজুর্গ) বয়স্ক এমএস ধোনিও একটা ক্যাচ নিয়েছে।' রোহিত গাভাস্কারও এই আলোচনায় ছিলেন। তিনি পালটা প্রশ্ন করেন, 'আপনি তো রাহানেকে বুজুর্গ বললেন না?' শেওয়াগের পালটা দাবি, রাহানের চেয়ে ধোনি বয়সে অনেক বড়।
শেওয়াগ বলেন, 'ওদের বয়স এক না, পার্থক্য আছে। আর, রাহানে এমএস ধোনির থেকে অনেক ফিট। একজন ৩৫ বছর বয়সি আর একজন ৪১ বছর বয়সির মধ্যে পার্থক্য আছে। এমএস যে এখন বুড়ো হয়ে যাচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।'
তবে, শেওয়াগের এই ধোনি সমালোচনাকে গায়ে মাখাননি সিএসকের প্রথমবারের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তিনি বলেছেন, 'আমি দলের ফিল্ডিংয়ে মুগ্ধ। এবছর আমরা এক-দু'জন তরুণকে দলে নিয়েছি। পাশাপাশি, জিঙ্কসও (অজিঙ্কা) দুর্দান্ত চেষ্টা চালিয়েছে। গত ম্যাচেও মাঠের এক থেকে অন্য প্রান্তে দৌড়েছে। ফিল্ডিংটা আমাদের প্লাস পয়েন্ট।'
আর, এসবের ওপর ভর করেই চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস তাদের জয়ের গতি অব্যাহত রেখেছে। টানা দ্বিতীয় ম্যাচে তারা জয় পেল। শুভমান গিলের গুজরাট টাইটানসকে ৬৩ রানে হারিয়ে চেন্নাই বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে। রুতুরাজ গায়কোয়াড়ের দল সবদিক থেকেই গিলের দলকে টেক্কা দিয়েছে। রচিন রবীন্দ্র ২০ বলে ৪৬ করেছেন। শিবম দুবে ২৩ বলে ৫১ রান করেছেন। আর, এসবের দৌলতেই চেন্নাই ৬ উইকেটে ২০৬ রান তুলেছে।
আরও পড়ুন- মুম্বই হারতেই রোহিতের সঙ্গে গোপন পরামর্শ! হায়দরাবাদের মাঠেই ঝড় তুলে দিলেন আকাশ আম্বানি
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রীতিমতো কামাল করেছে চেন্নাই। দীপক চাহার ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট নিয়েছে। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছে। তুষার দেশপাণ্ডে ২১ রানে ২ উইকেট নিয়েছে। মাথিশা পাথিরানা ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়েছে। যার দৌলতে টাইটানসের ইনিংস ৮ ওভারে ১৪৩ রানেই থেমে গিয়েছে।