Virender Sehwag slams Rajasthan Royals spinner R Ashwin: রাজস্থান রয়্যালস প্লে অফে পৌঁছেই গিয়েছে। শীর্ষ স্থানে থাকলেও রাজস্থানের সমস্যার অবশ্য অন্ত নেই। দলের একনম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একদমই ফর্মে নেই। একসময় পার্পল ক্যাপের দৌড়ে থাকা তারকা চলতি সিজনে রং হারিয়েছেন। আট ম্যাচে মাত্র ২ উইকেট শিকার করেছেন অশ্বিন।
বীরেন্দ্র শেওয়াগ এইজন্য বলে দিয়েছেন, অশ্বিন মোটেই ফ্র্যাঞ্চাইজির প্রধান উইকেট শিকারি নন। ক্রিকবাজ-কে তিনি বলেছেন, "উইকেট নেওয়ার দায়িত্ব অন্যান্য বোলারদের- জুজবেন্দ্র চাহাল, নান্দ্রে বার্গার, আবেশ খানদের।" শেওয়াগের আরও বক্তব্য, উইকেট শিকারের বদলে কম রান খরচ করার মানসিকতার কারণেই অশ্বিন ২০১৭-য় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। "ও ওভারে যদি ৬ রান খরচ করে একটাও উইকেট না পায়, তাহলেই ও সন্তুষ্ট থাকে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে এই কারণেই জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল ওঁকে। মাঝের ওভারে ও মোটেও উইকেট তুলতে পারে না। এমনকি জাতীয় দলে কামব্যাক ঘটানোর পরেও উইকেট শিকার করতে পারত না। যদি কেউ ওভার-পিছু ৬-৭ রান খরচ করার লক্ষ্য নিয়ে বোলিং করে, তাহলে ক্রিজে সেট ব্যাটারকে আউট করা অন্যান্যদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়ায়।"
"বাকিরা ওঁর মত চতুর নয়। ও যেভাবে পিঠ বাঁচাতে পারে, বাকিরা তো পারে না! তাই বাকিরা অতিরিক্ত রান খরচ করে বসে। তাই ডট বল নয়, উইকেট তোলার লক্ষ্য নিয়ে বল করো। এটাই আমার অভিমত। তোমার এত অভিজ্ঞতা! রান খরচ করার ভয় এড়িয়ে উইকেট তোলার চেষ্টা করো।" বলে দিয়েছেন শেওয়াগ।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন সম্প্রতি বলেছিলেন, টি২০ ক্রিকেটে উইকেট সংগ্রহ করা মোটেও গুরুত্বপূর্ণ নয়। এর বক্তব্যের প্রেক্ষিতে শেওয়াগ আরও সমালোচনা করেন তারকা অফস্পিনারের, "কেএল রাহুল যে বলেছিল, স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ নয়। অশ্বিনের এই বক্তব্যের সঙ্গে কেএল রাহুলের সেই মন্তব্যের কোনও ফারাক নেই। কেএল রাহুলের মন্তব্য ছিল ব্যাটিং কেন্দ্রিক। আর অশ্বিন বলেছে বোলিং নিয়ে। ওঁর পরিসংখ্যান যদি ভালো না হয়, তাহলে পরের নিলামে ও অবিক্রিত থাকতে পারে। নিলাম থেকে কোনও দল যখন বোলারকে তোলে, তখন কি তাঁদের প্রত্যাশা থাকে যে বোলার মাত্র ২৫-৩০ রান খরচ করবে নাকি উইকেট নিয়ে দু-তিনবার ম্যাচ সেরা হবে।"
"ওঁর সমস্ত প্রতিদ্বন্দ্বী স্পিনার- চাহাল, কুলদীপ এবং অন্যান্যরা উইকেট নিচ্ছে। ওঁর বদ্ধমূল ধারণা রয়েছে যে ও যদি অফস্পিন করে তাহলে ব্যাটাররা ওঁকে সহজেই হাঁকাতে পারবে। নিজের স্পিন এবং দুসরার ওপর আস্থা থাকলে আরও উইকেট শিকারের ক্ষমতা রয়েছে ওঁর। কিন্তু ওঁর মানসিকতা একজায়গাতেই আটকে। আমি যদি কোনও ফ্র্যাঞ্চাইজির মেন্টর অথবা কোচ হই, তাহলে এমন কোনও মানসিকতার বোলারকে নেব না যে উইকেট তোলার বদলে রান কম খরচ করাকে প্রাধান্য দেয়।"
শনিবার রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জাযান্টসের বিরুদ্ধে জয় সম্পন্ন করেছে। অশ্বিন ৪ ওভারে খরচ করেছেন ৩৯। নিয়েছেন ১ উইকেট। লিগে অশ্বিনের ইকোনমি রেট ৯.০০।