Advertisment

Sehwag on RCB: RCB-র ভারতীয় ক্রিকেটাররা ইংরেজিই বোঝে না, কোহলির দলের শিক্ষাগত যোগ্যতা নিয়েই ঝড় তুললেন শেওয়াগ

Virender Sehwag on RCB's poor performance: শেওয়াগের নিশানা আরসিবির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ-সহ বিদেশি কোচিং স্টাফদের দিকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB, Virender Sehwag

RCB-Virender Sehwag: বরাবরই সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন শেওয়াগ। (ছবি- টুইটার)

Royal Challengers Bangalore poor performance in IPL: সাত ম্যাচ খেলে ছটিতেই হার। সপ্তদশ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হতাশাজনক পারফরম্যান্সে উদ্বিগ্ন প্রাক্তন ক্রীড়াবিদরাও। ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় টেনিস কিংবদন্তি মহেশ ভূপতি বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছেন, আরসিবিকে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি সংস্থার হাতে তুলে দিতে। আরসিবির সমালোচনায় মুখর হয়ে কোহলির দলের শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন তারকা বীরেন্দ্র শেওয়াগ।

Advertisment

কিংবদন্তি ক্রিকেট তারকা শেওয়াগের অভিযোগ, আরসিবিতে ভারতীয় সাপোর্ট স্টাফের অভাব রয়েছে। আর, সেই কারণেই দলের ফল খারাপ হচ্ছে। তাঁর মতে, এক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে। দেশীয় খেলোয়াড়রা ঠিকমতো ইংরেজি না জানায় তাঁদের সমস্যার কথা বুঝিয়ে বলতে পারছেন না। যার প্রভাব পড়ছে দলের খেলায়। এক্ষেত্রে শেওয়াগের নিশানা আরসিবির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ-সহ বিদেশি কোচিং স্টাফদের দিকে।

এই ব্যাপারে শেওয়াগ বলেন, 'আরসিবিতে ১২-১৫ জন ভারতীয় খেলোয়াড়। আর, ১০ জন বিদেশি। কোচিং স্টাফ পুরোটাই বিদেশিদের নিয়ে তৈরি। এটাতে বিরাট সমস্যা হয়। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে মাত্র কয়েক জন আন্তর্জাতিক খেলোয়াড়। বাকিরা ঘরোয়া ক্রিকেট খেলে। অর্ধেকই ইংরেজি বোঝে না। ওদের অনুপ্রাণিত করতে হলে, ওদের সঙ্গে কথা বলতে হলে, অন্তত এমন একজনের থাকা উচিত, যাঁর সঙ্গে খেলোয়াড়রা মন খুলে কথা বলতে পারে।'

এই ব্যাপারে শেওয়াগের সঙ্গে একমত প্রাক্তন তারকা মনোজ তিওয়ারিও। তিনি বলেন, 'ব্যাটিং কোন সমস্যা নয়। সমস্যাটা আসলে বোলিং। ওদের কোনও স্পেশালিস্ট স্পিনার নেই। উইল জ্যাকসকে দিয়ে বোলিং ওপেন করাচ্ছে। ভুলভাল অধিনায়কত্ব হচ্ছে। ওদের সবকিছু ভুলভাল। সম্পূর্ণরূপে পুনর্গঠন করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে।'

আরও পড়ুন- নতুন মালিকের কাছে RCB-কে বেচে দিক জয় শাহরা! BCCI-কে বোমা ফাটানো পরামর্শ টেনিস কিংবদন্তির

এর আগে ইংরেজ তারকা মাইকেল ভনও বলেছেন, বেঙ্গালুরু দলের মধ্যে ঐক্যের অভাব আছে। গোটা দলটার মধ্যে কোনও সংহতি দেখা যাচ্ছে না। বহু তারকা থাকলেও প্রত্যেকে যেন নিজের খেলা খেলছে। পরপর বেশ কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে, বিরাট কোহলিই শুধু রান করছেন। বাকি ব্যাটাররা আসছেন আর চলে যাচ্ছেন। যেন মুখ দেখাতে ক্রিজে এসেছেন। আরসিবি খেলোয়াড়দের এই আচরণেই হতাশ বহু প্রাক্তন ক্রিকেটার। যদিও বেঙ্গালুরুর অধিনায়ক প্লেসিস দাবি করেছেন, তাঁরা সম্মিলিতভাবেই ভালো খেলার চেষ্টা করছেন। আর, সেই কারণেই হায়দরাবাদের বিপুল রান সোমবার তাঁরা তাড়া করতে পেরেছেন। যদিও ওই ম্যাচে ২৫ রানে হেরেছে বেঙ্গালুরু।

IPL RCB IPL 2024 Royal Challengers Bangalore
Advertisment