Advertisment

SRH vs GT: বৃষ্টিতে ফের শুরু ক্যালকুলেটরে অঙ্ক! আইপিএল প্লে অফের আগে মহা-নাটক

Sunrisers Hyderabad vs Gujarat Titans weather forecast: হায়দরাবাদে বৃষ্টি, চাপ বাড়ছে ধোনি-কোহলিদের! ম্যাচ ভেস্তে গেলে কার লাভ, কার ক্ষতি

author-image
IE Bangla Sports Desk
New Update
SRH, GT, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটানস, এসআরএইচ, জিটি

SRH-GT: হায়দরাবাদ ১২টি আইপিএল ম্যাচ থেকে ১৪ পয়েন্ট পেয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে। (ছবি- এক্সপ্রেস)

Sunrisers Hyderabad vs Gujarat Titans: বৃষ্টিতে ফের শুরু ক্যালকুলেটরে অঙ্ক! আইপিএলে প্লে অফের আগে মহা-নাটক। বৃষ্টিতে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) বনাম গুজরাট টাইটানস (GT) আইপিএল (IPL) ম্যাচ ভেস্তে গেলে কী হবে? সেনিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

Advertisment

এই বিশ্লেষণের সূত্রপাত, গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা একটি টুইট থেকে। সেখানে বলা হয়েছে, 'আজ হায়দরাবাদ শহরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের বিরতি রয়েছে। সন্ধ্যা ৬টার পর আবার বৃষ্টি শুরু হতে পারে।' আর, হয়েছেও তাই। তারফলেই এবারে শুরু হয়েছে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কে লাভবান হবে, কার ক্ষতি হবে, সেই বিশ্লেষণ।

বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করা হয়েছে উৎপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তারমধ্যেই ভারতীয় আবহাওয়া দফতর এবং তার অংশ আইএমডি হায়দরাবাদের সতর্কবার্তা সামনে আসে। সেখানে বলা হয়- চারমিনার, খয়রাতাবাদ, কুকাটপল্লি, এলবি নগর, সেকেন্দ্রাবাদ এবং সেরিলিঙ্গম্পালি অঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতে মাঝারি এবং তীব্র বৃষ্টি হবে। সঙ্গে দমকা হাওয়া বইবে। পাশাপাশি, বজ্রপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

এই পরিস্থিতিতে ম্যাচ ভেস্তে গেলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে। এই ম্যাচের আগে, হায়দরাবাদ ১২ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তালিকার চতুর্থ স্থানে আছে। আর, গুজরাট টাইটান্স ইতিমধ্যেই চলতি আইপিএলের প্লে অফের বাইরে চলে গিয়েছে। জিটি এখনও পর্যন্ত তাদের ১৩ ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেয়েছে। যার অর্থ হল, ম্যাচ ভেস্তে গেলে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট হবে হায়দরাবাদের। গুজরাট ১২ পয়েন্ট নিয়ে তাদের এবারের আইপিএলে দৌড় শেষ করবে।

আরও পড়ুন- শেষ হয়ে গেলে আর দেখতে পাবেন না আমাকে! অবসরের ইঙ্গিত দিয়ে ঝড় কোহলির

এটি অল্প সময়ের জন্য হলেও হায়দরাবাদ তালিকার তৃতীয় স্থানে উঠে আসবে। তবে, শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাইয়ের ম্যাচ আছে। সেখানে চেন্নাই জিতে গেলে তালিকা ফের বদলে যাবে। অবশ্য, আবহাওয়ার খামখেয়ালিপনায় বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের ম্যাচও ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফের নামবে হায়দরাবাদ। চেন্নাইয়ের থেকে এগিয়ে থাকতে গেলে, সেই ম্যাচে হায়দরাবাদকে জিততে হবে।

IPL Sunrisers Hyderabad gujrat IPL 2024
Advertisment