Delhi Capitals vs Chennai Super Kings: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এক ভিডিও। সেই ভিডিওয় দেখা যাচ্ছে ধোনি আইসপ্যাক সমেত স্ট্র্যাপ লাগিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। দিল্লি ম্যাচের পর এই ভিডিওয় অজানা আতঙ্ক তাড়া করেছে ক্রিকেট মহলে।
সেই ভিডিওয় ধোনিকে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তারপর মাহি ওয়াইএস রাজশেখারা রেড্ডি স্টেডিয়ামে মাঠকর্মীদের দিকে এগিয়ে গিয়ে এক গ্রুপ ফটো তোলেন।
ধোনির এই পায়ে স্ট্র্যাপ লাগিয়ে দেওয়ার দৃশ্যে অনেকেই চোটের আশঙ্কা করছেন। তবে সিএসকের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। পরের ম্যাচে ধোনি খেলবেন কিনা, তা নিয়েও স্পষ্ট করে কিছু বলা হয়নি।
দিল্লি ম্যাচে ধোনি সময়-ঘড়িকে পিছিয়ে দিয়েছেন। ১৬ বলে ৩৭ রানের ইনিংসে নিজের পুরোনো মেজাজের ঝলক দেখিয়েছেন। তবে ধোনির মারকাটারি ইনিংসেও জয় আসেনি সিএসকের। দিল্লির ১৯১ রানের জবাবে চেন্নাই থেমেছে ১৭১ রানে।
আরও পড়ুন- আম্বানিদের বৈঠকে ডাকল জয় শাহের বোর্ড! আরও কোটি কোটি টাকার ছররা হবে IPL-এ
চলতি সিজন শুরুর আগেই ধোনি নেতৃত্বের ব্যাটন ছেড়েছেন রুতুরাজ গায়কোয়াডের কাছে। রবিবারের আগে চলতি আইপিএলে একবারও ব্যাটিং করার সুযোগও পাননি। প্ৰথম দুই ম্যাচেই সিএসকে জয় পেয়েছে আরসিবি এবং গুজরাট টাইটান্স-এর বিপক্ষে। ব্যাট হাতে দেখা যায়নি ধোনিকে।
ধোনির ছক্কার বন্যায় একটা শট বাকিদের থেকে আলাদা তাৎপর্য নিয়ে এল। নকিয়ার ডেলিভারি ফুলটস ছিল। তবে যে গতিতে প্রোটিয়াজ তারকা বল করেন, তাতে পুল করা মোটেই সহজ ছিল না। তবে ধোনি নিজের বল্লা ঘোরালেন। ব্যাটের গতিতে এক হাত সরে গেল। বল সোজা বিদ্যুৎগতিতে বাউন্ডারির বাইরে আছড়ে পড়ল।
২০০৫-এর সেই এপ্রিলেই লম্বা চুলের ধোনি পাকিস্তানের বিরুদ্ধে ঝড় তোলা ১৪৮ করে গিয়েছিলেন। প্রায় ১৯ বছর পর একইভাবে ধোনি দর্শকদের মনোরঞ্জন করে গেলেন। সেই লম্বা চুল, সেই শহর, সেই পাওয়ার হিটিং, সেই দ্যুতি- সময়ই কেবল এগিয়ে গিয়েছে। ধোনি রয়ে গিয়েছেন আগের মতই।
নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরেই চলতি সিজন শেষে ধোনির আইপিএল-অবসরের জল্পনা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই চোটের আশঙ্কা আবার-ও মন খারাপ করে দিচ্ছে সকলের।