Sanjiv Goenka KL Rahul, SRH vs LSG: হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারের পর প্রকাশ্যেই লখনৌ ক্যাপ্টেন কেএল রাহুলকে তিরস্কার করেছিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তারপরে লখনৌ ড্রেসিংরুম আপাতত অশান্ত। এখনও দু-ম্যাচ বাকি রয়েছে। সেই দুই ম্যাচ জিতলে প্লে অফে পৌঁছনোর সুযোগ-ও রয়েছে লখনৌ সুপার জায়ান্টসের। তবে এর মধ্যেই ফ্র্যাঞ্চাইজিতে কেএল রাহুলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তীব্র হয়েছে।
অনভিপ্রেত ঘটনা নিয়ে দক্ষিণ আফ্রিকান গ্রেম স্মিথ সম্প্রচারকারী চ্যানেলে জানিয়েছেন, "উনি এমন একজন মালিক, যিনি খেলার বিষয়ে ভীষণ-ই প্যাশনেট। উনি দলকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে দেখলেন। আবেগ সবসময়েই থাকবে। তবে ম্যাচে এত ক্যামেরা রয়েছে যে কোনও কিছু এড়িয়ে যাওয়া মুশকিল। এমন আলোচনা সবসময় বন্ধ দরজার পিছনে হওয়া উচিত। এরপরে কী হবে, আমরা সকলেই জানি। কেএল রাহুল প্রেস কনফারেন্স করবেন, তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন ওঁকে কী বলা হয়েছিল!"
আগ্রাসীভাবে সঞ্জীব গোয়েঙ্কা কী বলেছিলেন কেএল রাহুলকে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, লখনৌয়ের ব্যাটিং করার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মালিক গোয়েঙ্কা। রাজীব গান্ধী স্টেডিয়ামের মত হাই স্কোরিং মাঠে লখনৌ স্কোরবোর্ডে জমা করতে পেরেছিল মাত্র ১৬৫ রান। জবাবে সেই রান হায়দরাবাদ চেজ করে মাত্র ৯.৪ ওভারে। ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাটিং করে যান যথাক্রমে ২৯৬.৬৬ এবং ২৬৭.৮৫ স্ট্রাইক রেটে। এই ম্যাচেই কেএল রাহুলের স্ট্রাইক রেট ৮৭.৮৭।
লখনৌ স্কোয়াডের বেশ কিছু সদস্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, দলের খেলার স্টাইল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। দলের খেলার ইচ্ছাই যে নেই, সেকথাও গনগনে ভাবে জানান রাহুলকে। হায়দরাবাদের কাছে শোচনীয় হারে বিপদ আরও বেড়েছে নেট রানরেট ধসে যাওয়ায়। এর অর্থ বাকি দুই ম্যাচ জিতলেই হবে না। অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে সুপার জায়ান্টসদের।
দলের বিতর্কিত অধ্যায় দূরে সরিয়ে আপাতত ম্যাচের ভাইবে ফেরার চেষ্টা করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের তরফে। যথারীতি রাহুল দলের মিটিংয়ে অংশ নিয়েছেন। তবে বন্ধ দরজার পিছনে লখনৌয়ের সঙ্গে রাহুলের পারস্পরিক সম্পর্ক নিয়ে এখনও জল্পনা অব্যাহত।
২০২১-এ সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ ৭০৯০ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বত্ত্ব পায়। নিলামের আগেই প্রি অকশন ডিলের অংশ হিসাবে কেএল রাহুলকে ১৭ কোটি টাকায় কেনে লখনৌ। রাহুলের নেতৃত্বে লখনৌ প্ৰথম দুই সিজনে যথাক্রমে দুই এবং তিন নম্বর স্থানে ফিনিশ করেছিল।
রাইজিং পুনে সুপার জায়ান্টসের মালিক হিসাবে এর আগে সঞ্জীব গোয়েঙ্কা ধোনিকে সরিয়ে দিয়েছিলেন। ২০১৬-য় ষষ্ঠ স্থান পাওয়ার পর দলের নেতৃত্ব তুলে দিয়েছিলেন স্টিভ স্মিথের হাতে।