Punjab Kings in IPL 2024: আইপিএল ২০১০-এর পর জার্সির রং বদলাতে হয়েছিল পঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে। সেনিয়ে জল্পনা নেহাত কম হয়নি। এতদিকে কারণটা ফাঁস করলেন পঞ্জাব কিংসের (পিবিকেএস) মালকিন প্রীতি জিন্টা। শনিবার (১৬ মার্চ) চণ্ডীগড়ের এলানতে মলে এবারের প্রিমিয়ার লিগের জার্সি উদ্বোধন করেছে পঞ্জাব। অনুষ্ঠানে পিবিকেএস অধিনায়ক শিখর ধাওয়ান, ফাস্ট বোলার অর্শদীপ সিং, উইকেটরক্ষক জিতেশ শর্মা, অন্যতম মালিক প্রীতি জিন্টাও ছিলেন।
সেখানেই প্রীতি জানান, পঞ্জাবের আগের জার্সির রং ছিল লাল ও ধূসর। কিন্তু, বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) সাদা, ধূসর এবং রূপালি রং নিষিদ্ধ করেছে। কারণ, এই রং-গুলো বলের রঙের সঙ্গে মিশে যায়। তাই, পঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে তাদের পছন্দের রং বদলাতে হয়। এখন পঞ্জাবের জার্সির রং সম্পূর্ণ লাল।
এই ব্যাপারে প্রীতি বলেন, 'আগে, আমাদের লাল, ধূসর এবং রুপোলি রং মেশানো জার্সি ছিল। কিন্তু, তখন বলের রঙের সঙ্গে মিশে যাওয়ায়, বিসিসিআই রুপোলি, ধূসর এবং সাদা রঙের জার্সি নিষিদ্ধ করেছিল। তাই, আমরা জার্সির রং বদলাই। লাল রঙের জার্সি বেছে নিই। এবছর আমরা লাল রং মেশানো জার্সি বেছেছি।'
জার্সির রং যাই হোক। পঞ্জাব ২০২৩ মরশুমে বিশেষ একটা কিছু করে দেখাতে পারেনি। ১৪ ম্যাচের ছয়টিতে তারা জয় পায়। তার দৌলতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে দৌড় শেষ করেছিল। এবারের মিনি-অকশনে পেসার হারশাল প্যাটেল, অল-রাউন্ডার ক্রিস ওকস এবং ব্যাটার রিলি রোসোওকে কিনে পঞ্জাব তাদের স্কোয়াডকে রীতিমতো শক্তিশালী বানিয়েছে।
এবারের মরশুমে, পঞ্জাব তাদের অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শনিবার, ২৩ মার্চ। চণ্ডীগড়ের মুল্লানপুর মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ম্যাচ হবে। টুর্নামেন্টের প্রথম পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটানসের সঙ্গে পঞ্জাব খেলবে। বিসিসিআই এখনও পর্যন্ত আইপিএলের প্রথম ২১টি ম্যাচের সময়সূচি ঘোষণা করেছে। লোকসভা ভোটের সময়সূচি দেখে বাকি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করবে বিসিসিআই। সেটা ঘোষণার পরই জানা যাবে পঞ্জাবের পরবর্তী ম্যাচগুলো কবে হবে।