Advertisment

Mitchell Starc-KKR: পাঞ্জাব ম্যাচে প্ৰথম ১১-র বাইরেই স্টার্ক! পারফরম্যান্স নয় অন্য কারণে বাতিল অজি, জানালেন ক্যাপ্টেন শ্রেয়স

Mitchell Starc's poor IPL performance: আইপিএলের নিলামে স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। কিন্তু, আঙুলের সমস্যায় স্টার্ক ভুগছেন। সেই কারণে তাঁকে দল প্রথম একাদশে রাখেনি। বদলে, চামেরাকে রেখেছে। গাস আটকিনসনের বদলি হিসেবে চামেরা নাইট শিবিরে যোগ দেন। শুক্রবারই চলতি মরশুমে তাঁর প্রথম ম্যাচ।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL Match Today: KKR will take on PBKS at Eden Gardens

KKR বনাম PBKS IPL 2024: KKR ইডেন গার্ডেনে PBKS-এর মুখোমুখি হয়েছে (টুইটার)

Kolkata Knight Riders vs Punjab Kings: কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে নেই কলকাতা নাইট রাইডার্সের ২৫ কোটির তারকা মিচেল স্টার্ক। ম্যাচে পঞ্জাব অধিনায়ক স্যাম কুরানের কাছে কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার টস হেরে ব্যাটিং নিতে বাধ্য হয়েছেন। ইডেন গার্ডেনে মরশুমের ৪২তম ম্যাচে স্টার্কের বদলে কেকেআর দলে রেখেছে শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামেরাকে।

Advertisment

এবারের আইপিএলের নিলামে স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। কিন্তু, আঙুলের সমস্যায় স্টার্ক ভুগছেন। সেই কারণে তাঁকে দল প্রথম একাদশে রাখেনি। বদলে, চামেরাকে রেখেছে। গাস আটকিনসনের বদলি হিসেবে চামেরা নাইট শিবিরে যোগ দেন। শুক্রবারই চলতি মরশুমে তাঁর প্রথম ম্যাচ।

স্টার্কের ব্যাপারে নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবির) বিরুদ্ধে খেলার সময়ই আঙুলে চোট পান অস্ট্রেলিয়ান তারকা। তারপর থেকেই তিনি টানা এই সমস্যায় ভুগছেন। এই প্রসঙ্গে শুক্রবার টস হেরে শ্রেয়স বলেন, 'চলতি মরশুমে যেটা আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে, তা হল প্রত্যেকেই ভালো খেলছে। ভালো পারফর্ম করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, প্রত্যেকেই নিজের সেরাটা দিচ্ছে। শেষ ম্যাচে স্টারসি আঙুলে চোট পেয়েছে। ওর বদলে দুষ্মন্ত চামেরা এসেছে। আমরা একই ফর্ম এবং গতি বজায় রাখতে চাই।'

তবে শুধু কেকেআর নয়। শুক্রবারের ম্যাচে পঞ্জাবও দলে রদবদল করেছে। ইংরেজ তারকা লিয়াম লিভিংস্টোনের বদলে জনি বেয়ারস্টোকে নিয়েছে। স্পিনার রাহুল চাহারও প্লেয়িং ইলেভেনে এসেছেন প্রভসিমরান সিংয়ের বদলি হিসেবে।

কলকাতা নাইট রাইডার্স প্লেয়িং একাদশ: ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, দুষ্মন্ত চামেরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

নাইটদের ইমপ্যাক্ট সদস্য: সুয়শ শর্মা, অনুকুল রায়, মনীশ পাণ্ডে, বৈভব অরোরা, রহমানুল্লাহ গুরবাজ।

পাঞ্জাব কিংস প্লেয়িং একাদশ: জনি বেয়ারস্টো, স্যাম কুরান (অধিনায়ক), রিলি রোসো, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষাল প্যাটেল, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আরশদীপ সিং।

পাঞ্জাব কিংসের ইমপ্যাক্ট সদস্য: প্রভসিমরান সিং, ঋষি ধাওয়ান, বিদ্যাথ কাভেরাপ্পা, শিবম সিং, প্রিন্স চৌধুরী।

KKR Kolkata Knight Riders IPL IPL 2024
Advertisment