Simon Doull gets death threats: ক্রিকেট মাঠের সমালোচনা গড়াল খুনের হুমকিতে। আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করায় খুনের হুমকি পেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাইমন ডল। হুমকি পাওয়ার কথা তিনি স্বীকার করেছেন। আর, হুমকি পাওয়ার পরই নিজের আগের অবস্থান থেকে পিছু হঠেছেন এই প্রাক্তন খেলোয়াড়। ডল দাবি করেছেন, তাঁর বক্তব্যকে নেতিবাচক চোখে দেখা হয়েছে। আসলে তিনি অন্য কথা বোঝাতে চেয়েছিলেন।
ডলের দাবি, 'আমি বিরাট কোহলিকে নিয়ে প্রচুর ভালো কথা বলেছি। কিন্তু, সেসব না দেখে শুধু আমার একটা কথার ভুল অর্থ করে আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।' এবারের আইপিএলে বিরাট কোহলি, ১৫৪.৭০ স্ট্রাইক রেটে ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপেও তিনি খেলবেন। আরসিবির প্রাক্তন অধিনায়কের এবারের আইপিএলে পাঁচটি হাফ-সেঞ্চুরি আর একটা সেঞ্চুরি আছে। রানের গড় ৬১.৭৫। কোহলি ৩৮টি ছক্কা মেরেছেন। ঠিক এতগুলো ছক্কাই তিনি ২০১৬ সালেও মেরেছিলেন। এটাই এক আইপিএল সিজনে তাঁর সবচেয়ে বেশি ছক্কার সংখ্যা।
বয়স ইতিমধ্যেই ৩৫। সমালোচকরা হামেশাই সুযোগ খুঁজছেন, ফাঁক দেখানোর। পারলে কোহলিকে অবসর নিতে বাধ্য করার। কিন্তু, তারই মধ্যে টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যান তাঁর পারফরম্যান্সেই যাবতীয় সমালোচনার জবাব দিয়ে যাচ্ছেন। আর, এই কারণেই কোহলির অনুরাগী তথা ভক্তের সংখ্যাও প্রচুর। তিনি বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যানবেসই সেকথা বলে দেয়।
সেই কোহলির সমালোচনা এক পাতে দেওয়ার যোগ্য নয়, এমন ক্রিকেটার তথা ধারাভাষ্যকারের থেকে! স্বভাবতই মেনে নিতে পারেননি কোহলি ভক্তরা। কিন্তু, তাঁরা আদৌ ডলকে হুমকি দিয়েছেন, নাকি গোটাটাই প্রচার পাওয়ার জন্য ডলের বানানো গল্প, সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। আর, তাঁর হুমকি পাওয়ার কোনও প্রমাণও সংবাদমাধ্যমকে ডল দেখাননি। শুধুমাত্র মৌখিক দাবি করেছেন মাত্র।
আরও পড়ুন- ছক্কা খেলে তো ইগোয় লাগবেই, বাংলার তারকার সঙ্গে দ্বৈরথ নিয়ে বিস্ফোরক এবার কেকেআরের হর্ষিত
পাশাপাশি ডলের দাবি, তিনি কোহলির তেমন কোনও সমালোচনাও করেনি। কোহলির সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত শত্রুতাও নেই। কোহলি বেশ কয়েকটা ম্যাচে তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছেন। তাই শুধু বলেছেন, 'কোহলিকে আউট করার ব্যাপারে ভাবতেও হচ্ছে না।' ইমপ্যাক্ট প্লেয়ারও বিশ্বসেরা কোহলিকে আউট করে দেওয়ায় তিনি একথা বলেছিলেন বলেই দাবি করেছেন ডল। এটুকু বলার মধ্যে বিরাট কোনও অপমানজনক ব্যাপারও নেই। তারপরেও কেন তাঁকে হুমকি দেওয়া হল, সেটাই বুঝতে পারছেন না এই প্রাক্তন বিদেশি খেলোয়াড়।
Simon Doull death threats: কোহলির সমালোচনা করেছিলেন, এবার খুনের হুমকি পেলেন আইপিএলে যুক্ত থাকা বিদেশি
Virat Kohli strike rate issue: ডলের দাবি, 'আমি বিরাট কোহলিকে নিয়ে প্রচুর ভালো কথা বলেছি। কিন্তু, সেসব না দেখে শুধু আমার একটা কথার ভুল অর্থ করে আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।'
Follow Us
Simon Doull gets death threats: ক্রিকেট মাঠের সমালোচনা গড়াল খুনের হুমকিতে। আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করায় খুনের হুমকি পেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাইমন ডল। হুমকি পাওয়ার কথা তিনি স্বীকার করেছেন। আর, হুমকি পাওয়ার পরই নিজের আগের অবস্থান থেকে পিছু হঠেছেন এই প্রাক্তন খেলোয়াড়। ডল দাবি করেছেন, তাঁর বক্তব্যকে নেতিবাচক চোখে দেখা হয়েছে। আসলে তিনি অন্য কথা বোঝাতে চেয়েছিলেন।
ডলের দাবি, 'আমি বিরাট কোহলিকে নিয়ে প্রচুর ভালো কথা বলেছি। কিন্তু, সেসব না দেখে শুধু আমার একটা কথার ভুল অর্থ করে আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।' এবারের আইপিএলে বিরাট কোহলি, ১৫৪.৭০ স্ট্রাইক রেটে ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপেও তিনি খেলবেন। আরসিবির প্রাক্তন অধিনায়কের এবারের আইপিএলে পাঁচটি হাফ-সেঞ্চুরি আর একটা সেঞ্চুরি আছে। রানের গড় ৬১.৭৫। কোহলি ৩৮টি ছক্কা মেরেছেন। ঠিক এতগুলো ছক্কাই তিনি ২০১৬ সালেও মেরেছিলেন। এটাই এক আইপিএল সিজনে তাঁর সবচেয়ে বেশি ছক্কার সংখ্যা।
বয়স ইতিমধ্যেই ৩৫। সমালোচকরা হামেশাই সুযোগ খুঁজছেন, ফাঁক দেখানোর। পারলে কোহলিকে অবসর নিতে বাধ্য করার। কিন্তু, তারই মধ্যে টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যান তাঁর পারফরম্যান্সেই যাবতীয় সমালোচনার জবাব দিয়ে যাচ্ছেন। আর, এই কারণেই কোহলির অনুরাগী তথা ভক্তের সংখ্যাও প্রচুর। তিনি বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যানবেসই সেকথা বলে দেয়।
সেই কোহলির সমালোচনা এক পাতে দেওয়ার যোগ্য নয়, এমন ক্রিকেটার তথা ধারাভাষ্যকারের থেকে! স্বভাবতই মেনে নিতে পারেননি কোহলি ভক্তরা। কিন্তু, তাঁরা আদৌ ডলকে হুমকি দিয়েছেন, নাকি গোটাটাই প্রচার পাওয়ার জন্য ডলের বানানো গল্প, সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। আর, তাঁর হুমকি পাওয়ার কোনও প্রমাণও সংবাদমাধ্যমকে ডল দেখাননি। শুধুমাত্র মৌখিক দাবি করেছেন মাত্র।
আরও পড়ুন- ছক্কা খেলে তো ইগোয় লাগবেই, বাংলার তারকার সঙ্গে দ্বৈরথ নিয়ে বিস্ফোরক এবার কেকেআরের হর্ষিত
পাশাপাশি ডলের দাবি, তিনি কোহলির তেমন কোনও সমালোচনাও করেনি। কোহলির সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত শত্রুতাও নেই। কোহলি বেশ কয়েকটা ম্যাচে তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছেন। তাই শুধু বলেছেন, 'কোহলিকে আউট করার ব্যাপারে ভাবতেও হচ্ছে না।' ইমপ্যাক্ট প্লেয়ারও বিশ্বসেরা কোহলিকে আউট করে দেওয়ায় তিনি একথা বলেছিলেন বলেই দাবি করেছেন ডল। এটুকু বলার মধ্যে বিরাট কোনও অপমানজনক ব্যাপারও নেই। তারপরেও কেন তাঁকে হুমকি দেওয়া হল, সেটাই বুঝতে পারছেন না এই প্রাক্তন বিদেশি খেলোয়াড়।