আইপিএল ফাইনালের মঞ্চেই চূড়ান্ত হয়ে যাবে এশিয়া কাপের ভাগ্য। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে হাজির থাকবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একের পর এক হেভিওয়েট ব্যক্তিত্ব। বোর্ড সচিব জয় শাহ এমনটাই জানিয়েছেন।
জয় শাহ বৃহস্পতিবার বলেছেন, "বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা হাজির থাকবেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মে মাসের ২৮ তারিখে। এশিয়া কাপ সম্পর্কিত সমস্ত ভবিষ্যতের কর্মপন্থা চূড়ান্ত হবে আইপিএল ফাইনালের সাইডলাইনে।"
বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কান বোর্ডের প্রতিনিধিদের আইপিএলে ফাইনালে আমন্ত্রণ জানালেও ব্রাত্য রাখা হয়েছে পাক বোর্ডের কর্তাদের।
গত একদশক ধরে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যত খারাপ হয়েছে, তার প্রভাব সরাসরি এসে পড়েছে ভারত-পাক ক্রিকেটীয় রিলেশনে। বর্তমানে ভারত-পাক দুই দলই একমাত্র খেলে আইসিসির টুর্নামেন্টে। তাও নিরপেক্ষ ভেন্যুতে।
এশিয়া কাপের এবার আয়োজক দেশ পাকিস্তান। তবে নিরাপত্তার কারণে ভারতীয় বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় দল কোনওভাবেই পাক-মুলুকে খেলতে যাবে না। পাক বোর্ডের ভারতের আপত্তির কথা জানতে পেরে হাইব্রিড মডেল পেশ করে। যেখানে বলা হয়, গোটা টুর্নামেন্ট পাকিস্তানে হোক। ভারতের ম্যাচ চাইলে ভারত আমিরশাহিতে খেলতে পারে। ভারত এখনও সরকারিভাবে এই অফারে সম্মতি দেয়নি। যদিও পাক বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, ভারত গোটা টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরিয়ে ফেলতে চায়।
এরকম হলে ভারতে আয়োজিত হতে চলা আসন্ন পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপেও সমস্যা হতে পারে। কারণ পাক বোর্ড রীতিমত হুমকির সুরে জানিয়েছে, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে পাক দলও ভারতে বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে।
Read the full article in ENGLISH