Advertisment

IPL 2024 Final: ফাইনালের আগে বিরাট সিদ্ধান্ত নিল হায়দরাবাদ, চরম ভুগতে হতে পারে কেকেআরকে

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL final 2024: কেকেআর অন্যদিকে বেশ কিছুদিন বিশ্রাম পেয়ে গিয়েছিল। হায়দরাবাদ হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে যায় নাইট শিবির। শুক্রবার অনুশীলনে নামে নাইটরা। তবে শনিবার বিকেলে সন্ধেয় অনুশীলনে নামলেও বৃষ্টিতে নেট সেশন পন্ড হয়ে যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024 final: On Sunday, KKR and SRH will lock horns on a red-soil pitch – which offers good bounce and pace. (Sportzpics)

আইপিএল 2024 ফাইনাল: রবিবার, কেকেআর এবং এসআরএইচ একটি লাল-মাটির পিচে শিং লক করবে – যা ভাল বাউন্স এবং গতি প্রদান করে। (স্পোর্টজপিক্স)

KKR vs SRH IPL final preview: শনিবার অনুশীলনেই নামল না সানরাইজার্স হায়দরাবাদ। মেগা ম্যাচ রবিবার। ট্রফি দখলের লড়াই। আর সেই ম্যাচেই কমলা ব্রিগেড নামবে কোনওরকম প্রস্তুতি ছাড়া। ম্যাচের ঠিক আগের দিনে হায়দরাবাদ অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নিল।

Advertisment

কেন এমন সিদ্ধান্ত নিল হায়দরাবাদ? বলা হচ্ছে, শুক্রবারেই রাজস্থানের বিপক্ষে কোয়ালিফায়ারে রাউন্ডে নেমেছিল সানরাইজার্স শিবির। চেন্নাইয়ের গরম এবং আর্দ্রতায় প্লেয়াররা টানা খেলার ধকলে যাতে ক্লান্ত না হয়ে পড়ে, সেই জন্যই হায়দরাবাদ অনুশীলনে নামার বদলে রেস্ট ডে নিল শনিবার। ফিট অবস্থায় একেবারে চূড়ান্ত যুদ্ধে নামবে হায়দরাবাদ।

কেকেআর অন্যদিকে বেশ কিছুদিন বিশ্রাম পেয়ে গিয়েছিল। হায়দরাবাদ হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে যায় নাইট শিবির। শুক্রবার অনুশীলনে নামে নাইটরা। তবে শনিবার বিকেলে সন্ধেয় অনুশীলনে নামলেও বৃষ্টিতে নেট সেশন পন্ড হয়ে যায়।

ঘটনাচক্রে, হায়দরাবাদ শিবিরে যেমন টানা খেলার ধকলের আশঙ্কা। কেকেআর আবার ম্যাচ প্র্যাকটিসের অভাবে চিন্তায়। গ্রুপ পর্বের গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে শেষ দুই ম্যাচ-ই ভেস্তে গিয়েছিল। ম্যাচ ফিট থাকার জন্যই কেকেআরের অনুশীলন করার তাগিদ বেশি ছিল। তবে বৃষ্টিতে অনুশীলনও করতে পারলেন না শ্রেয়স আইয়াররা।

লিগ টেবিলে দুই দলই গ্রুপ পর্বে প্ৰথম দুই স্থানে ছিল। তবে গ্রুপ পর্বের পর হায়দরাবাদ কোয়ালিফায়ারেও হেরে বসেছিল কেকেআরের কাছে। রাজস্থানকে হারিয়ে ফাইনাল খেলার টিকিট অর্জন করে প্যাট কামিন্সের দল।

ম্যাচের আগে প্যাট কামিন্স বলে দিয়েছেন, "সারা সিজন ধরেই ছেলেরা দারুণ খেলেছে। দলের মধ্যে প্রাণশক্তিতে ভরপুর। মরসুমের প্ৰথম থেকেই ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছিলাম। সেই স্বপ্ন পূরণ হয়েছে। জানতাম ব্যাটিং আমাদের শক্তি। সেটাই হয়েছে। আর স্কোয়াডের অভিজ্ঞতাকে তো কোনওভাবেই খাটো করে দেখার উপায় নেই। ভুবি (ভুবনেশ্বর), নাটু (নটরাজন), উনাদকাটকে পাওয়া ভাগ্যের বিষয়। আমার কাজ অনেক সহজ করে দিয়েছে।"

IPL KKR Sunrisers Hyderabad Kolkata Knight Riders IPL 2024
Advertisment