Canadian Rapper Drake on IPL final prediction: কেকেআর নাকি সানরাইজার্স হায়দরাবাদ- আইপিএল ফাইনালে ক্রিকেট দেবতা কোন দলের ওপর সন্তুষ্ট হবেন। চলছে প্রহর গোনা। কয়েক ঘন্টা পরেই জানা যাবে আইপিএল ২০২৪ বিজয়ী দলের নাম। তুঙ্গে জুয়া খেলাও।
তবে ভারতেই নয় শুধু। আন্তর্জাতিক স্তরেও আইপিএল ঘিরে রীতিমত রমরমা জুয়ার আসর। একাধিকবার গ্র্যামি জয়ী রাপার ড্রেক আইপিএল ফাইনালের জন্য বাজি ধরেছেন ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। তিনি কেকেআরের পক্ষে বাজি ধরেছেন। কানাডার এই বিখ্যাত রাপার নিজের ইনস্টাগ্রামে বাজি ধরার সেই রশিদ শেয়ার করেছেন। এই প্ৰথমবার ক্রিকেট নিয়ে বাজি ধরলেন তিনি। তার পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল।
বিশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে ড্রেককে দেখতে পাওয়া যায়। একাধিক ইভেন্টে অতীতে বাজিও ধরেছেন। ২০২২-এ ইউএফসি-র ইজরায়েল আদিসানয়া বনাম আলেক্স পেরেরা ফাইটে ড্রেক ২ মিলিয়ন ডলার খোঁয়ান। তাঁর বাজি ছিল ইজরায়েলের ওপর। তবে শেষ পর্যন্ত টেকনিক্যাল নকআউটে জয়ী হন আলেক্স পেরেরা।
তবে চলতি বছরেই সুপার বোল-এর নিখুঁত ভবিষৎবাণী করেন ড্রেক। তার আগাম আঁচ অনুযায়ীই সান ফ্রান্সিসকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কানসাস সিটি। রবিবার ড্রেক নির্ভুল ভবিষ্যৎবাণী করলেন কিনা, তা সময়েই উত্তর দেবে।
লিগ টেবিলে দুই দলই গ্রুপ পর্বে প্ৰথম দুই স্থানে ছিল। তবে গ্রুপ পর্বের পর হায়দরাবাদ কোয়ালিফায়ারেও হেরে বসেছিল কেকেআরের কাছে। রাজস্থানকে হারিয়ে ফাইনাল খেলার টিকিট অর্জন করে প্যাট কামিন্সের দল।
ম্যাচের আগে প্যাট কামিন্স বলে দিয়েছেন, "সারা সিজন ধরেই ছেলেরা দারুণ খেলেছে। দলের মধ্যে প্রাণশক্তিতে ভরপুর। মরসুমের প্ৰথম থেকেই ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছিলাম। সেই স্বপ্ন পূরণ হয়েছে। জানতাম ব্যাটিং আমাদের শক্তি। সেটাই হয়েছে। আর স্কোয়াডের অভিজ্ঞতাকে তো কোনওভাবেই খাটো করে দেখার উপায় নেই। ভুবি (ভুবনেশ্বর), নাটু (নটরাজন), উনাদকাটকে পাওয়া ভাগ্যের বিষয়। আমার কাজ অনেক সহজ করে দিয়েছে।"