/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/KKR-Rahmanullah-Gurbaz.jpg)
Rahmanullah Gurbaz controversial dismissal: বিতর্কিতভাবে আইপিএল ফাইনালে আউট হলেন রহমনুল্লাহ গুরবাজ (টুইটার)
Rahmanullah Gurbaz controversial dismissal: আইপিএল ফাইনালকেও ছাড়ল না ডিআরএস বিতর্ক। ডিআরএস বা তৃতীয় আম্পায়ার বিতর্ক এবার আইপিএলকে গোড়া থেকেই বিতর্কিত করে তুলেছিল। রবিবার ফাইনাল ম্যাচ বা এবারের আইপিএলের অন্তিম লগ্নেও ডিআরএস নিয়ে বিতর্ক দেখা দিল। কেকেআর ওপেনার রহমানুল্লাহ গুরবাজ তাঁর এলবিডব্লিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন।
রবিবার কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত খেলে তৃতীয়বারের মত আইপিএল ট্রফি ঘরে তুলেছে। হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। একপেশে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু, শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে হায়দরাবাদের ইনিংস থেমে যায় ১১৩ রানে। তার মধ্যে ছিল কামিন্সের ২৪ রান। যা হায়দরাবাদের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। আইপিএল ফাইনালে এই প্রথম কোনও দল এত কম রান করল। এবার আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড একাধিকবার গড়েছে হায়দরাবাদ। রবিবার কম রানের রেকর্ড গড়ে আইপিএলে বিদায়ের মঞ্চ আর তাদের দলের রানের পতনকে কার্যত সমার্থক করে তুললেন হায়দরাবাদীরা।
Feel bad for Rahmanullah Gurbaz no DRS no ultra edge so since on field decision is out he is given out he seems frustrated he was in a hurry to finish the final 😭 pic.twitter.com/p9dNCGf4yV
— Cricspace (@cricspace69) May 26, 2024
তার মধ্যেই দাগ কাটল গুরবাজ বিতর্কও। কেকেআরের ইনিংসের নবম ওভারের সময়, শাহবাজ আহমেদের বিরুদ্ধে সুইপ শট নিতে গিয়েছিলেন গুরবাজ। কিন্তু বলটা কিছুটা ঘুরে তাঁর প্যাডে লাগে। আম্পায়ার আউট দিলে, গুরবাজ রিভিউ চান। তাঁকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। বল-ট্র্যাকিং এবং আল্ট্রাএজ কাজ না করলেও তৃতীয় আম্পায়ার গুরবাজকে আউট দেন। যাতে আফগান ব্যাটারকে বেশ উত্তেজিত দেখায়। এর আগে বেশ ভালো খেলছিলেন কেকেআর ওপেনার। অর্ধশতকের বেশ কাছে চলে এসেছিলেন। কিন্তু, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জেরে তাঁকে মাঠ ছাড়তে হয়।
এটুকু বাদ দিলে রবিবারের ম্যাচটা ছিল কার্যত একপেশে। কেকেআরের আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানারা বল হাতে নাস্তানাবুদ করে দেন হায়দরাবাদের ক্রিকেটারদের। ব্যাটিং ভেঙ্কটেশ আইয়ার অনবদ্য হাফ সেঞ্চুরি করেন। যার সুবাদে ৮ উইকেটে জয়ী হয় কেকেআর। ৫৭ বল বাকি থাকতেই তুলে নেয় লক্ষ্য, ১১৪ রান। এবারের আইপিএলে ২৫ কোটি টাকার বোলার স্টার্ক, রবিবারের ফাইনালে ১৪ রানে দুই উইকেট নিয়েছেন। আন্দ্রে রাসেল ১৯ রানে নিয়েছেন তিন উইকেট। আর, হর্ষিত রানা ২৪ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন হয়েই ভাঙল বাঁধ, গুরু গম্ভীরকে চুমু শাহরুখের, কেকেআর চ্যাম্পিয়ন হতেই বেনজির দৃশ্য চিপকে
গুরবাজের এই ঘটনার মত এবারের আইপিএলে বারবার তৃতীয় আম্পায়ারের ভূমিকা নিয়ে ক্ষোভ উপচে পড়েছে। খেলার মধ্যেই খেলোয়াড়রা তৃতীয় আম্পায়ারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন। বিরাট কোহলির মত খেলোয়াড়রা মাঠেই আম্পায়ারদের সঙ্গে তর্ক পর্যন্ত জুড়ে দিয়েছেন। তার জন্য অবশ্য তাঁকে সাজাও পেতে হয়েছে। রবিবারে চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়াম বুঝিয়ে দিল, ডিআরএস বিতর্ক আপাতত থামার নয়।