KKR vs SRH Weather Update: চেন্নাইয়ে শনিবার মেগা ম্যাচের ফাইনালের আগের দিন ঠিকমত অনুশীলন করতে পারল না কেকেআর। বৃষ্টির কারণে সংক্ষিপ্ত হল নাইটদের অনুশীলন। তারপরেই দুরুদুরু বুক নিয়ে গোটা দেশের সমর্থককুলের নজরে আপাতত চেন্নাইয়ের আবহাওয়া।
কেকেআর এবং সানরাইজার্স দুই দলই এবার আইপিএলে দুবার মুখোমুখি হয়েছে। এবার দুবার-ই নাইটরা পরাজিত করেছে হায়দরাবাদকে। গ্রুপ পর্ব এবং কোয়ালিফায়ার রাউন্ডে কেকেআরের সামনে কার্যত দাঁড়াতে পারেনি প্যাট কামিন্সের দল।
আইপিএল ফাইনালে আবহাওয়ার পূর্বাভাস কী?
তবে রবিবার আবহাওয়ার পূর্বাভাস সুসংবাদ বয়ে আনছে। AccuWeather-এর পূর্বাভাস অনুযায়ী মাত্র ১ শতাংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রির আশেপাশে। আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে আকাশ কালো মেঘে ঢাকা পড়বে।
তবে বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটাবে না। যদিও বৃষ্টি হয়, তাহলে দুই দলের জন্য কী কী সমীকরণ অপেক্ষা করছে, দেখে নেওয়া যাক:
রবিবার আইপিএল ফাইনাল শেষ না হলে কি রিজার্ভ ডে আছে?
হ্যাঁ, রবিবার ম্যাচ শেষ না হলে রিজার্ভ ডে রয়েছে। যদি ম্যাচ মাঝপথে স্থগিত হয়ে যায় এবং রবিবার চালিয়ে যাওয়া সম্ভব না হয়, তাহলে রিজার্ভ ডে-তে (সোমবার) যেখানে থেমেছিল সেখান থেকে খেলাটি পুনরায় শুরু হবে।
যাইহোক, ম্যাচটি রিজার্ভ ডে-তে যাওয়ার আগে, সংগঠকরা ম্যাচটি শেষ করার জন্য অতিরিক্ত ১২০ মিনিট বরাদ্দ করবে মূল দিনে অর্থাৎ রবিবার। তা না হলে ম্যাচটি সোমবারে খেলা হবে।
সোমবার ম্যাচ ভেসে গেলে কী হবে?
সোমবারও যদি ম্যাচটি শেষ না করা যায়, তাহলে যে দল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে ৩য় বারের মতো আইপিএলের মুকুট জিতবে কলকাতা নাইট রাইডার্স।