Advertisment

এক ম্যাচেই মোহভঙ্গ লিটন দাসে! ধোনি-ম্যাচে বাদ পড়তে চলেছেন নাইটদের একমাত্র বাঙালি

ব্লকবাস্টার সিএসকে বনাম কেকেআর ম্যাচে নাইটদের একাদশে বড়সড় পরিবর্তন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

KKR vs CSK IPL 2023: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল সিজনের প্রায় অর্ধেকের কাছাকাছি পৌঁছে গিয়েছে।রবিবার নাইটরা ইডেন গার্ডেনে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে নামছে। টানা তিনটি হারের কেকেআর হঠাৎ করেই ব্যাকফুটে চলে গিয়েছে। টানা চতুর্থ হার এড়াতে মরিয়া হয়ে নামছে কেকেআর। টুর্নামেন্ট ভালোই শুরু করেছিল নাইটরা। তবে জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কেকেআর।

Advertisment

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচে শোচনীয় পারফরম্যান্স পয়েন্ট টেবিলে নাইটদের অবস্থানকে আরও খারাপ করেছে।

নীতীশ রানার নেতৃত্বাধীন দল এখন ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে রয়েছে। ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে জয়ে কামব্যাক করবে কেকেআর, এমনটাই আশা সমর্থকদের।

আগের ম্যাচে, কেকেআর চারটি বদল ঘটিয়ে নেমেছিল। এতদিন ডাগ আউটে বসে থাকা জেসন রয় এবং বাংলাদেশের লিটন দাসকে সুযোগ দেওয়া হয়েছিল। রয়ের ওপেন করতে নেমে যথারীতি দারুণ পারফরম্যান্স করে যান। তবে লিটন প্ৰথম ম্যাচ মোটেই স্মরণীয় করে রাখতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি জোড়া স্ট্যাম্পিংও মিস করে বসেন বাংলাদেশি তারকা।

নাইটরা ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে চারটি আলাদা আলাদা ওপেনিং কম্বিনেশন চেষ্টা করেছে। টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলোয় কেকেআরের আপাতত লক্ষ্য নির্দিষ্ট একাদশ নিয়ে ঝাঁপিয়ে পড়া।

সিএসকে ম্যাচে বাকি একাদশ অপরিবর্তিত থাকলেও একটা বদল হয়ে পারে বিদেশি কোটায়। লিটন দাসকে বসিয়ে কেকেআর অলরাউন্ডার ডেভিড উইজকে নামিয়ে দিতে পারে। সেই সঙ্গে লিটনকে বসালে উইকেটকিপার হিসাবে এন জগদীশনের পুনরায় অন্তর্ভুক্তি ঘটতে পারে দলে। মনদীপ সিংকে সেক্ষেত্রে বসানো হতে পারে। নিলামে বর্ষীয়ান অলরাউন্ডার ওয়াইজকে ১ কোটি টাকায় কিনেছিল কেকেআর। নামিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গে দলে পরিপূরক হয়ে উঠতে পারেন। অনেকটা প্যাট কামিন্সের মতো। ইনিংসের শেষ দিকে বিগ হিট করার ক্ষমতা রয়েছে কামিন্স-এর। পাওয়ার প্লে-তে বুদ্ধিদীপ্ত বোলিং করতে পারেন দক্ষিণ আফ্রিকান জাত এই তারকা।

কেকেআরকে পেস আক্রমণ নিয়ে ভাবতেই হবে। পাওয়ার প্লে-তে গত বছর উমেশ যাদবরা আগুন ধরানো বোলিং করেছিলেন। এবার উইকেট তোলার অক্ষমতা তো বটেই কেকেআরকে ভোগাচ্ছে রান লিক করার বিষয়টি। যা প্রেস কনফারেন্স-এ ম্যাচের আগের দিন স্বীকার করে নিয়েছেন বোলিং কোচ ভরত অরুণ-ও।

সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য প্ৰথম একাদশ: জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, এন জগদীশন, নীতিশ রানা, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়াইজ, লকি ফার্গুসন, কুলবন্ত খেজরিলিয়া, উমেশ যাদব

Read the full article in ENGLISH

Chennai Super Kings CSK KKR Kolkata Knight Riders IPL
Advertisment