Team India t20 World Cup squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ১৫ জনের স্কোয়াড থেকে কেকেআর তারকা রিংকু সিং বাদ পড়তেই মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা বোলার তথা ধারাভাষ্যকার ইরফান পাঠান। রিংকু বাদ পড়ায় তিনি যে মোটেও খুশি নন, তা পাঠান স্পষ্ট করে দিয়েছেন। একইসঙ্গে পাঠান জানিয়েছেন, রিংকুর পারফরম্যান্সকে কার্যত উপেক্ষাই করেছে বিসিসিআই। না-হলে এই কেকেআর তারকার টি-২০ স্কোয়াডে থাকা নিশ্চিত ছিল।
আইপিএল শেষের পর জুনেই শুরু হতে চলেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। এবার ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় যৌথভাবে এই টুর্নামেন্টের আসর বসবে। সেজন্য মঙ্গলবারই দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের নির্বাচকরা। ১৫ জনের স্কোয়াডে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জসপ্রিত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
রিংকুর মতই ১৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুভমান গিল, কেএল রাহুলরাও। তবে, সেনিয়ে উচ্চবাচ্য করতে চাননি ইরফান পাঠান। তিনি বরং, রিংকু সিয়ের বাদপড়া নিয়ে সরব। ইরফানের ধারণা, নির্বাচকরা রিংকুর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাকে বিবেচনার মধ্যেই আনেননি। তা আনলে, এই তারকাকে তাঁরা বাদ দিতেন না বলেই মনে করছেন প্রাক্তন তারকা বোলার। দল ঘোষণার আগে মনে করা হচ্ছিল শুভমান গিল, খলিল আহমেদ, আভেশ খানের পাশাপাশি রিংকুও ১৫ জনের টিমে থাকবেন। কিন্তু, এই চারজনকেই রিজার্ভে রাখা হয়েছে।
এই প্রসঙ্গে মঙ্গলবার পাঠান বলেন, 'আমার মনে হয় জাতীয় দলের হয়ে রিংকু সিংয়ের সাম্প্রতিক পারফরম্যান্সকে উপেক্ষা করা হয়েছে।' কেকেআর তারকা রিংকুর ১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ৩৫৬ রান করেছেন। দুটো হাফ-সেঞ্চরি আছে। সর্বোচ্চ রান ৬৯ অপরাজিত। তবে, এবারের আইপিএলে কেকেআরের হয়ে রিংকু এখনও পর্যন্ত তেমন একটা বিশাল কিছু করে দেখাতে পারেননি। ৯ ম্যাচে মাত্র ১২৩ রান করেছেন।
আরও পড়ুন- দিল্লির বাঙালি তারকাকে ইডেনে অসম্মান! নাইট তারকাকে কড়া শাস্তিতে ‘চাবুক’ চালাল জয় শাহের বোর্ড
ভারতের ১৫ জনের দলে ওপেনার শুভমান গিলেরও জায়গা পাওয়া নিয়ে জল্পনা চলছিল। কিন্তু, তাঁর জায়গায় ঢুকে পড়েছেন যশস্বী জয়সওয়াল। তবে, এবারের আইপিএলে বিশেষ কিছু করে দেখাতে না পারলেন জায়গা পেয়ে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সঞ্জু স্যামসনের ক্ষেত্রেও কথাটা আংশিক সত্যি। ১৫ জনের দলে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।