Advertisment

IPL fan's claim: ধোনির সামনে লোপ্পা বল, বাতিল ন্যায্য ওয়াইড! এই IPL কি স্ক্রিপ্টেড, সমর্থকের বিস্ফোরক দাবিতে হৈচৈ তুঙ্গে

Fan's huge claim about IPL: এবারই চেন্নাই তাদের ক্যাপ্টেন বদলে, ধোনির পরিবর্তে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ব্যাটন তুলে দিয়েছে। যদিও মাঠে রুতুরাজের সঙ্গে ধোনিকেও দল সামলাতে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক ভক্তই মনে করছেন যে ৪৩ বছর বয়সি ধোনির এটাই শেষ আইপিএল।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni, Jay Shah

MS Dhoni-Jay Shah: এটাই ধোনির শেষ আইপিএল, বলছেন অনেকেই। (ছবি- টুইটার)

IPL viral fan's claim: কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকে নিয়ে ভক্তদের আবেগের শেষ নেই। সেই আবেগ আজও অব্যাহত। ধোনি বর্তমানে আইপিএল খেলছেন। তিনি মাঠে নামলেই ভক্তরা, 'ধোনি ধোনি' চিৎকারে স্টেডিয়াম ভরিয়ে দিচ্ছেন। ধোনি যে দলে খেলছেন, সেই চেন্নাই সুপার কিংস তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে। এবারই চেন্নাই তাদের ক্যাপ্টেন বদলে, ধোনির পরিবর্তে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ব্যাটন তুলে দিয়েছে। যদিও মাঠে রুতুরাজের সঙ্গে ধোনিকেও দল সামলাতে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক ভক্তই মনে করছেন যে ৪৩ বছর বয়সি ধোনির এটাই শেষ আইপিএল।

Advertisment

'থালা' ধোনির শেষ আইপিএল নিয়েও ভক্তদের উচ্ছ্বাস নেহাত কম নয়। সেই ভক্তদের মধ্যে একজন দাবি করেছেন, এবারের আইপিএল খেতাব ধোনিকে দেওয়া হোক। সেটা তাঁর সম্মানার্থে। আর, এক সমর্থক আবার তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে, 'এটা কোনও ষড়যন্ত্রমূলক তত্ত্ব নয়। কিন্তু, আমি গভীরভাবে বিশ্বাস করি যে, এবারের আইপিএল খেতাব ধোনিকে দেওয়ার ব্যাপারটা স্থির করা আছে। চেন্নাইয়ে তাঁর আইপিএল কেরিয়ারের সুখী সমাপন ঘটানোর জন্যই এমনটাই করা হয়েছে। তাঁকে বল করতে এসে বোলার ভুলে যাচ্ছেন যে কীভাবে বল করতে হয়। নো বল পাচ্ছেন, ওয়াইড বল পাচ্ছেন।'

Dhoni, Fan
Dhoni-Fan: এই সেই টুইট। (ছবি- টুইটার)

এটা ঠিক যে, এবারের আইপিএলেও ধোনির ক্যারিশমা আগের মতই বজায় আছে। তাঁর হেলিকপ্টার শট দেখে মাঠে তারিফ করছেন দর্শকরা। লাফিয়ে-ঝাঁপিয়ে ধোনি দুর্দান্ত ক্যাচও ধরছেন। শেষ মুহূর্তে নেমে, ধোনি কিছু অসাধারণ ফিনিশং দিয়ে যাচ্ছেন। যা দেখে যে কেউ বাহবা দিতে বাধ্য। চার থেকে ছয় মারাটা, তাঁকে দেখে মনে হচ্ছে যে মুড়ি-মুড়কি খাওয়ার মত ব্যাপার। সেসব দেখেই অবাক বিস্ময়ে বিভিন্ন জন বিভিন্নরকম মন্তব্য করছেন। আর, স্টেডিয়ামে চেন্নাইয়ের ম্যাচ দেখতে গেলেই, 'ধোনি ধোনি' চিৎকারে স্টেডিয়াম ভরিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন- বিশ্বকাপের স্কোয়াডে নিশ্চিত বুমরা, টিম ইন্ডিয়ায় সুযোগের অপেক্ষায় নাইট তুর্কি, জমে গেল লড়াই

স্টেডিয়ামের মধ্যে যখন খেলা হচ্ছে, তখন সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা বারবার তাঁর দিকে ঘুরে যাচ্ছে। তিনি সেই সময় যা করছেন, তা-ই সম্প্রচারের কায়দায় প্রকাশ করা হচ্ছে। ধোনিও ব্যাপারটাকে খুব মজার সঙ্গেই নিচ্ছেন। কখনও তাঁর বদলে জাদেজাকে মাঠের দিকে এগিয়ে দিয়ে দর্শকদের ভরকি দিচ্ছেন। কখনও আবার কাচের ওপার থেকে ক্যামেরাম্যানের দিকে বোতল তাক করছেন। যেন কাচ ভেদ করে ছুড়ে দেবেন। সব মিলিয়ে এবারের আইপিএল যেন এককথায় ধোনিময়।

Chennai Super Kings CSK MS DHONI Mahendra Sing Dhoni IPL Jay Shah IPL 2024
Advertisment