Ambati Rayudu vs Virat Kohli: দুই ক্রিকেট বিশেষজ্ঞ, দুই ধারাভাষ্যকারের উত্তেজনার মুহূর্তে সামান্য বাকসংযমের অভাবকে ট্রোলিংয়ের উসকানি হিসেবে ব্যবহার করলেন নেটিজেনদের একাংশ। ক্রিকেট বরাবরই উত্তেজনার খেলা। প্রতিটা মুহূর্তে এই খেলায় পটপরিবর্তনের সম্ভাবনা থাকে। সেই অনিশ্চয়তার খেলায় রবিবার আইপিএল ফাইনাল উত্তেজনার মুহূর্তকে তুঙ্গে তুলেছিল। যার আওতা থেকে যথারীতি বাদ পড়েননি ধারাভাষ্যকাররাও।
ধারাভাষ্য চলাকালীন একজন অপরকে পাড়ার রকের কায়দায় 'পুরো জোকার' বলে বসেন। আর, তাতে রীতিমতো উসকে ওঠেন নেটিজেনদের একাংশ। যাঁকে 'জোকার বলা হয়েছিল', সেই ক্রিকেট বিশেষজ্ঞ-ধারাভাষ্যকারকে নেটমাধ্যমে যা ইচ্ছে খুশি বলা শুরু করেন। বাধ্য হয়ে যে ধারাভাষ্যকার মন্তব্যটি করেছিলেন, তিনি ক্ষমা চেয়ে নিলেন। পাশাপাশি, নেটিজেনদেরও অনুরোধ করলেন এমন আচরণ না করতে। যদিও তাঁর অনুরোধে ব্যবহৃত শব্দ নিয়েও বিতর্ক তৈরি হতে পারে। কারণ, সেখানে আদিবাসীদের কার্যত নীচু চোখে দেখার একটা মানসিকতা ফুটে উঠেছে।
এই বিতর্কিত ধারাভাষ্যকার হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। যাঁকে তিনি 'জোকার' বলেছিলেন, তিনি হলেন অম্বাতি রায়ড়ু। আইপিএল ফাইনালে হায়দরাবাদের ছেলে রায়ুডু সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ নিয়েছিলেন। সেই রঙের পোশাক পরেছিলেন। আর, পিটারসেন পরেছিলেন কেকেআরের রঙের পোশাক। ফাইনালে দুর্দান্ত খেলে কেকেআর জিততেই রায়ুডু পোশাকের রং বদলান। যা দেখে পিটারসেন ধারাভাষ্যের মধ্যেই বলে বসেন, 'তুমি একটা জোকার। চিরকালের জোকার। আমি কিন্তু পোশাক বদলাইনি। যেটা পরেছিলাম, সেটাই পরে আছি।' রায়ুডু পালটা সাফাই দেওয়ার চেষ্টা করে বলেন, 'আমি দুই দলের সঙ্গেই ছিলাম। ভালো ক্রিকেটকে সমর্থন করেছি। সেই জন্যই পোশাক বদলেছি।'
সেই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর, তারপরই রায়ুড়ুর উদ্দেশ্যে নেটিজেনদের ট্রোলিং শুরু হয়। ব্যাপারটায় রীতিমতো অস্বস্তিতে পড়েন পিটারসেন। তিনি ট্রোলারদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করেন, 'বন্ধুরা! ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে এই উপজাতি মার্কা বিদ্বেষ কমানো দরকার। অম্বাতি রায়ুডু আর আমি ফাইনালের পর নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। সেটা নিয়ে এবার ওঁর বিরুদ্ধে কটূক্তি করা শুরু হয়ে গিয়েছে। দয়া করে, এটা বন্ধ করুন।'
আরও পড়ুন- ঠিক হয়ে গেল টিম ইন্ডিয়ার হেড কোচ, চুক্তি পাকা এই গুরুর সঙ্গেই! বড় রিপোর্ট প্রকাশ্যে
এমনিতে ব্রিটিশরা সর্বদাই একটু নাক উঁচু। ভারতে শাসনের সময় তারা চিরকাল ভারতীয়দের নিঁচু চোখে দেখে এসেছে। যার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এদেশের স্বাধীনতা সংগ্রামীরা। পিটারসেন আধুনিক সময়ের হয়েও উপজাতিসুলভ বিদ্বেষ কথাটা উল্লেখ করেছেন। এটাও যেন ঘুরিয়ে উপজাতিদের একটু নিঁচু চোখে দেখাই। যাইহোক, সেসব ব্রিটিশদের ঐতিহ্যের ধারা। তাতে অবশ্য রবিবারের আইপিএল ফাইনালের দুর্দান্ত ম্যাচটায় বিন্দুমাত্র কালির ছিটে পড়েনি।